Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি: মিয়ানমারের ২২ সদস্যের প্রতিনিধিদল টেকনাফে

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৪:৪৬

মিয়ানমারের ২২ সদস্যের প্রতিনিধিদল টেকনাফে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে সে দেশের ২২ জনের একটি প্রতিনিধিদল কক্সবাজারের টেকনাফে এসেছে। আজ বুধবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে স্পিডবোটে করে নাফ নদী পার হয়ে টেকনাফ জেটিঘাটে এসে পৌঁছায় তারা।

এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা প্রতিনিধিদলকে স্বাগত জানান।

আজ বুধবার সকাল ১০টার দিকে ২২ সদস্যের প্রতিনিধিদলটি নাফ নদী হয়ে টেকনাফ স্থলবন্দরের একটি রিসোর্টে ওঠে। বাংলাদেশে তাদের এক সপ্তাহ অবস্থানের কথা রয়েছে। প্রতিদিন ওই রিসোর্টে নির্ধারিত সময়ে ৭০ জন করে রোহিঙ্গার সাক্ষাৎকার নেবেন টেকনিক্যাল টিমের সদস্যরা। এ ছাড়া সেখানে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রত্যাবাসন কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা রাখাইন রাজ্যের মংডু থেকে টেকনাফে এসেছেন। টেকনাফে মিয়ানমারের প্রতিনিধিদল প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় মিয়ানমারের প্রতিনিধিদলটি রোহিঙ্গা আশ্রয় শিবিরের একটি প্রতিনিধিদলের সঙ্গেও মতবিনিময় করবে। প্রতিনিধিদলটি মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই করবে। 

মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, প্রথম পর্যায়ে পরিবারভিত্তিক প্রত্যাবাসনের আওতায় ১ হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের শ খানেক রোহিঙ্গা রয়েছেন। 

বাংলাদেশ সরকারের তরফ থেকে সম্প্রতি মিয়ানমারের কাছে ৮ লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছে। এই তালিকা যাচাই-বাছাই শেষে প্রায় ৭০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমার।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    ‘আমি সাঁতার জানি, ডুবে গেলে রক্ষার দায়িত্ব নিব’

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড