যশোরের মনিরামপুরে আল-আমিন পার্ক থেকে ১১ যুগলকে ধরে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১১ তরুণকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পার্ক মালিক আব্দুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলী হাসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আলী হাসান বলেন, ‘মনিরামপুর-রাজগঞ্জ সড়কের পাশে পৌরশ হরের তাহেরপুর এলাকায় আল-আমিন পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগ পাচ্ছিলাম। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এরপর থানার পুলিশ দিয়ে পার্কের মালিককে একাধিকবার সতর্ক করা হয়েছিল। পার্ক কর্তৃপক্ষ সতর্ক না হওয়ায় আজ অভিযান চালানো হয়েছে।’
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, ‘অভিযান পরিচালনাকালে দেখা গেছে ১১ যুগল আপত্তিকর অবস্থায় পার্কে অবস্থান করছে। তাদের কাছে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে তারা বলতে পারেনি। আমরা যুগলদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তারা আপত্তি জানায়। এরপর ১১ তরুণকে ১ হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে