পটুয়াখালীর কলাপাড়ায় বাস চাপায় কমল দাস (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে।
কমল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের। তিনি জানান, বাসটির চালক ও তাঁর সহযোগী পলাতক। বাসটি জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, আজ সকালে মোটরসাইকেলে করে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় নয়াপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কুয়াকাটায় আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে