Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

এক ছাত্রীর প্রেমে ২ সহপাঠী, সংঘাতে জড়াল ছাত্রলীগের কর্মীরাও

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯:৫৮

চট্টগ্রাম কলেজে দুই পক্ষের মারামারির পর পুলিশের সর্তক অবস্থান। ছবি: আজকের পত্রিকা  চট্টগ্রাম সরকারি কলেজে এক ছাত্রীকে পছন্দ করতেন দুই সহপাঠী। এ নিয়ে ওই দুজনের মধ্যে দেখা দেয় বিরোধের। আজ মঙ্গলবার সেই বিরোধ রূপ নিল সংঘাতে। আর দুই ছাত্রের হয়ে মারামারিতে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা।

আজ বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বেলা সোয়া ১টার দিকে ক্যাম্পাসে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে মারামারি হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এক ছাত্রীকে দুই সহপাঠী পছন্দ করতেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিকেলে আমরা বসে দুজনের মধ্যে দ্বন্দ্ব মিটিয়েও দিয়েছিলাম। কিন্তু পরে তাঁদের মধ্যে আবারও কেন জানি ঝামেলা হলো।’ 

কলেজের শিক্ষার্থীর কাছ থেকে জানা গেছে, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পছন্দ করত একই কলেজের দ্বাদশ শ্রেণির দুজন ছাত্র। প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পরে ওই দুই ছাত্র নিজের মধ্যে বিরোধে জড়ায়। এ নিয়ে উভয়ের মধ্যে কয়েকবার কথা-কাটাকাটিও হয়েছিল। এ ঘটনা নিয়ে আজ সকালে এসে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ ওই দুই ছাত্রের হয়ে মারামারিতে অংশ নেয়। দুই দফা মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস এলাকায়। পরে কলেজের জ্যেষ্ঠ নেতারা এসে দুপক্ষকে থামানোর চেষ্টা করেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    ‘আমি সাঁতার জানি, ডুবে গেলে রক্ষার দায়িত্ব নিব’

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড