Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ভোটের আগে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে বিএনপি: কাদের

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭:৪৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি নির্বাচনের আগে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে বিভাজনের রাজনীতি করে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, নির্বাচনের আগে বিএনপি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে বিভাজনের রাজনীতি শুরু করে। রাজনীতিতে বিভেদের এই খেলা তাঁদের আর খেলতে দেওয়া হবে না। সকল অসাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে আওয়ামী লীগ।’

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক নীতি ধারণ ও তা লালন পালন করে আসছে উল্লেখ করে কাদের বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার। অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আওয়ামী লীগ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

আওয়ামী লীগ বিরোধী চিহ্নিত রাজনৈতিক শক্তিই এ দেশে সাম্প্রদায়িক রাজনীতির পরিচর্যা করে আসছে মন্তব্য করে কাদের বলেন, এর গোড়াপত্তন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে। বিএনপিই এ দেশের সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক। বিএনপি ও তাঁর দোসররা সর্বদা সুপরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে।

বাংলাদেশকে সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের জন্য বাস অযোগ্য করে তোলার অপতৎপরতায় লিপ্ত রয়েছে বিএনপি বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে বিএনপি নেতারা প্রতিনিয়ত উসকানিমূলক বক্তব্য প্রদান করে যাচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য চিরাচরিত ভঙ্গিতে মিথ্যাচার করছে। বিএনপি কখনোই নিজেদের জনগণের আয়নায় দেখতে প্রস্তুত নয়। এ জন্য তারা সর্বদা জনমত যাচাইয়ের গণতান্ত্রিক পন্থা নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়। নির্বাচন আতঙ্ক থেকে তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিএনপির প্রতি আহ্বান রেখে কাদের বলেন, নিজেদের সক্ষমতা প্রদর্শনের জন্য তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সংবিধানের দোহাই দিয়ে এবার পার পাওয়া যাবে না: আমীর খসরু 

    পেটে ভাত নাই বলায় গলা টিপে ধরলে পতন আসন্ন: সিপিবি 

    কী অপরাধ করেছেন সাংবাদিক শামসুজ্জামান: মির্জা ফখরুল 

    আন্দোলনে ব্যর্থ হয়ে প্রলাপ বকছে বিএনপি: ওবায়দুল কাদের

    শিগগির দেশে গণ-অভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ

    বিচার না করায় র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে আবারও অভিযোগ: মির্জা ফখরুল 

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ