ময়মনসিংহের গৌরীপুরে ছিনতাইকারীর হামলায় সাংবাদিক মশিউর রহমান কাউসার (৩৮) আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১২টার দিকে গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
সাংবাদিক কাউসার জানান, ঘটনার দিন রাতে গৌরীপুর রেলস্টেশন এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় পথিমধ্যে এক ছিনতাইকারী হঠাৎ পিছন থেকে তাঁকে জাপটে ধরে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তখন কাউসারের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারী তাঁকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ৪ ফুট গভীর ড্রেনে ফেলে দিয়ে দৌড়ে পালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে আহতবস্থায় উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সাংবাদিক মশিউর রহমান কাউসার ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলার ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষে ছিনতাইকারীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে