Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

লক্ষ্মীপুরে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, তিনজনের যাবজ্জীবন

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬:৪৪

প্রতীকী ছবি লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. নিশান নামের এক ব্যক্তিকে হত্যার অপরাধে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডিতরা হলেন, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের ওসমান গণি ছৈয়ালের ছেলে নুর মোহাম্মদ, একই এলাকার খোরশেদ মোল্লার ছেলে নোমান হোসেন এবং একই ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মো. আব্দুল্লাহ। রায়ের সময় আসামি নুর মোহাম্মদ ছৈয়াল ও নোমান হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি আব্দুল্লাহ প্রকাশ জাইল্লা আব্দুল্লাহ পলাতক রয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. নিশান লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আবদুল বারেকের ছেলে। তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে রায়পুরের চরকাছিয়া গ্রামে বসবাস করতেন। দণ্ডিতদের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। বন্ধুদের সঙ্গে তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ২০১৯ সালের ৬ জানুয়ারি রাতে দণ্ডিতরা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর ওই দিন রাতে আর ঘরে ফেরেননি তিনি। পরদিন নিশানের স্ত্রী বিউটি আক্তার দণ্ডিতদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাননি। 

এর পরদিন ৮ জানুয়ারি পাশের বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে রায়পুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। 

 ২০২১ সালের ৩১ আগস্ট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে রায় দেন। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মুন্সিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

    বিএনপির ডাকে পশুপাখিও পাত্তা দেয় না: পরিকল্পনামন্ত্রী

    কাঁঠালবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত

    সখীপুরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিটিআই ইনস্ট্রাক্টরের

    দুর্গাপুরে বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশের বাধা, আটক ৪

    টি-টোয়েন্টিতে অধিনায়ক বদলে খেলবে আয়ারল্যান্ড

    মুন্সিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

    বিএনপির ডাকে পশুপাখিও পাত্তা দেয় না: পরিকল্পনামন্ত্রী

    কাঁঠালবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত

    সখীপুরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

    বিমানের ই-মেইল হ্যাকের ঘটনায় তেমন ক্ষতি হয়নি: প্রতিমন্ত্রী