Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

টেকনাফে বিজিবির অভিযানে আইস ও ইয়াবা জব্দ, তিন রোহিঙ্গা আটক

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬:১২

জব্দ করার আইস ও ইয়াবাসহ বিজিবির অভিযানে আটক তিন রোহিঙ্গা। ছবি: সংগৃহীত  কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ১ কেজি ২৯৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন-২-এর বিজিবি সদস্যরা জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকের চালানসহ রোহিঙ্গাদের আটক করেন। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কাঠের নৌকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। 

আটককৃতরা হলেন উখিয়া উপজেলার ৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে মো. সাকের (২২), ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের আবু সিদ্দিকের ছেলে মো. জাবের (১৯) ও মিয়ানমারের মংডু থানার শিকদারপাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুস (২৩)। 
 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি থেকে চোরাচালান প্রতিরোধের দুটি টহল দল ওই এলাকায় কয়েকটি উপদলে ভাগ হয়ে অবস্থান নেয়। একপর্যায়ে টহল দলের সদস্যরা ৮-১০ জনকে দুটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে আসতে দেখেন। নৌকা দুটি শূন্যরেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের কাছে এলে বিজিবির নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় দুটি নৌকার কয়েক জন আরোহী নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের লাল দ্বীপের দিকে পালিয়ে যায়। বিজিবি টহলদল তিনজন পাচারকারীকে দুটি নৌকাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের স্বীকারোক্তিতে নৌকার পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে ১ কেজি ২৯৪ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। 

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আটক আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত 

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    সাবরেজিস্ট্রারের চেয়ারে বসে ঘুষ নেন ঝাড়ুদার

    এবার বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মেয়ের

    মুন্সিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

    বিএনপির ডাকে পশুপাখিও পাত্তা দেয় না: পরিকল্পনামন্ত্রী

    চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত 

    এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    এক ইনিংসে ২২ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন চার্লস

    মুরের সূত্র যেভাবে বদলে দিয়েছে কম্পিউটারের ভবিষ্যৎ 

    সাবরেজিস্ট্রারের চেয়ারে বসে ঘুষ নেন ঝাড়ুদার