বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

মনে মনে মেগাস্টার

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৯:৪১

‘নায়িকা নম্বর ওয়ান’ সিরিয়ালে ঋতব্রতা দে ও ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত এক জুনিয়র আর্টিস্টের নায়িকা হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন সিরিয়াল ‘নায়িকা নম্বর ওয়ান’। ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে শীতলা নামের এক তরুণীকে ঘিরে। শীতলা অবশ্য নিজেকে শীলা শিকদার নামে পরিচয় দিতেই পছন্দ করে। তার মতে, সিনেমার জগতে শীলা নামটা বেশি আকর্ষক।

মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতব্রতা দে। এর আগে সান বাংলার ‘কন্যাদান’ ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। তাঁর নায়ক হিসেবে দেখা যাবে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। ‘নায়িকা নম্বর ওয়ান’-এ শীলার সারল্য আর প্রাণবন্ত উপস্থিতি সবার মন ভালো করে দেবে। সারাক্ষণই সে হাসি-আড্ডায় ভরিয়ে রাখে চারপাশ। আর সিনেমার সংলাপের মতো করে বলে—‘কানন দেবী, সুচিত্রা, সুপ্রিয়া, দেবশ্রী, ঋতুপর্ণা, কোয়েলের পরে নাম হবে কার? এই শীলা শিকদারের।’

‘নায়িকা নম্বর ওয়ান’-এর প্রোমোতে দেখা গেছে, নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর শীলা। কিন্তু বড় সুযোগ পাচ্ছে না। বাড়িতে তার এই সিনেমাপ্রীতি নিয়ে নিত্য তুলকালাম। ছোট দুই ভাই-বোনও দিদির কাণ্ড দেখে হাসে। একদিন শীলার কাছে নায়িকা রোলের প্রস্তাব আসে। কিন্তু পর্দায় নয়, বাস্তবজীবনে একজনের প্রেমিকা হিসেবে অভিনয় করতে হবে তাঁকে।

‘নায়িকা নম্বর ওয়ান’ সিরিয়ালটি পরিচালনা করছেন স্নেহাশিস চক্রবর্তী। এতে আরও অভিনয় করছেন সোমাশ্রী চাকী, দেবারতি পাল প্রমুখ। জানা গেছে, কালারস বাংলায় ৬ মার্চ থেকে প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৯টায় দেখা যাবে ‘নায়িকা নম্বর ওয়ান’।

নির্মাতা স্নেহাশিস এর আগে বানিয়েছেন ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকী’, ‘খোকাবাবু’, ‘ভজ-গোবিন্দ’, ‘জগদ্ধাত্রী’র মতো ধারাবাহিক।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     
    ভোটের মাঠে

    গাজীপুর-৩: সুযোগের আশায় একাধিক প্রার্থী

    ইসলাম

    শিশুকে কখন খতনা করানো উচিত

    আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে কাজাখস্তান

    নোয়াখালীর হাতিয়া: অর্ধাহারে জেলেরা মেলেনি চাল

    রশিদদের সামলাতে যেভাবে তৈরি হচ্ছেন লিটনরা

    বাংলাদেশকে কি এবার তবে ডাকছে ইংল্যান্ড

    সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট 

    এনআইডির তথ্যভান্ডার ‘ঝুঁকি’তে

    দক্ষিণখানে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

    বিজ্ঞানীদের অবাক করে ছানার জন্ম দিল এক কুমারী কুমির

    ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে ডাকাতি, পালানোর সময় পিকআপ চাপায় নিহত ১ 

    বিদ্যুৎ–মূল্যস্ফীতি মানুষকে ভোগাচ্ছে, পদক্ষেপ নিচ্ছে সরকার: পরিকল্পনামন্ত্রী