গাইবান্ধায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালক।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ককূপতলার ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার সকালে অটোরিকশায় দুজন যাত্রী নিয়ে লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনের দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয় এবং চালক আহত হন। আহত অবস্থায় অটোরিকশার চালককে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার স্থান থেকে ট্রাকসহ ড্রাইভার পালিয়ে যান।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে