ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের চাপায় লাল্টু মিয়া (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৯টার দিকে উপজেলার চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হিতামপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
শৈলকুপার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ভাটুই বাজার থেকে লাল্টু মিয়া ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর নামক স্থানে কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার এএসআই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে