Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

চিকিৎসায় অবহেলার কারণে ঢাকায় বিদেশি পাইলটের মৃত্যুর অভিযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:০৮

পাইলট মোহান্নাদ ইউসুফ আল হিন্দি (৬৩)। ছবি: সংগৃহীত চিকিৎসায় অবহেলার কারণে বাহরাইনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা গালফ এয়ারের পাইলট মোহান্নাদ ইউসুফ আল হিন্দির (৬৩) মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পাইলটের বোন তালা এলহেনডি। ইউসুফ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

মোহান্নাদ ইউসুফ আল হিন্দি মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান ও যুক্তরাষ্ট্র দ্বৈত নাগরিক। গত বছরের ১৪ ডিসেম্বর ভোর ৪টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান পাইলট মোহান্নাদ ইউসুফ। ৮ ঘণ্টা পর দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময়ের মধ্যে চারবার হার্ট অ্যাটাক করেন এ পাইলট। 

সংবাদ সম্মেলনে তালা এলহেনডি অভিযোগ করেন, তাঁর ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে ইউনাইটেড হাসপাতালের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তাঁকে হুমকি ও নানাভাবে অসহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা ও দূতাবাসে অভিযোগের কথা বলায় তাঁকে চিকিৎসার কাগজপত্র দেওয়া হয়। যদিও সেখানে জালিয়াতি করা হয়েছে বলে তাঁর দাবি। 

সংবাদ সম্মেলনে কথা বলেন তালা এলহেনডি। ছবি: আজকের পত্রিকা তিনি বলেন, ‘আমার ভাইকে মূলত হত্যা করা হয়েছে।’ পাইলটের কর্মস্থল গালফ এয়ার সময় মতো চিকিৎসা সেবা ও তাঁর স্বাস্থ্যের সঠিক তথ্য সরবরাহ করেনি বলেও অভিযোগ করেন তালা এলহেনডি। 

তালা এলহেনডি জানান, ভাই-বোন দুজনই যুক্তরাষ্ট্র ও জর্ডানের দ্বৈত নাগরিক। তাঁর ভাই ইউসুফ আল হিন্দি গলফ এয়ারের পাইলট ছিলেন আর তিনি তালা এলহেনডি ব্রিটিশ সরকারের হয়ে কাজ করেন। ভাইয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর তিনি বাংলাদেশে ছুটে আসেন। খোঁজখবর নিয়ে ইউনাইটেড হাসপাতাল ও গালফ এয়ার কর্তৃপক্ষের অবহেলার নানা প্রমাণ পেয়েছেন বলে দাবি তাঁর। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তালা এলহেনডি বলেন, ‘আমার ভাইকে জর্ডানে সমাহিত করা হয়েছে। আমি হাসপাতালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার দীর্ঘ ৪৬ দিন সময় লেগেছে এসব তথ্য প্রমাণ সংগ্রহে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মাছ-ভাতের স্বাধীনতা তুলে ধরা কি অপরাধ: বিক্ষোভে জাবি শিক্ষার্থীরা

    নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

    ঘরের মধ্যে গৃহবধূর লাশ রেখে পালাল স্বামী ও তাঁর পরিবার

    পদ্মায় ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ

    নিখোঁজের তিন দিন পর খাল থেকে চীনা নাবিকের লাশ উদ্ধার

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর

    লিফটের গর্তে শিশুর লাশ: ভবন মালিকের বিরুদ্ধে মামলা

    তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক: আসক

    সাকিবরা আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না সংশয় পাপনের

    আয় বলতে সম্বল বড় ছেলের গানের গলা