শুক্রবার সন্ধ্যার শিল্পকলা একাডেমি লোকে লোকারণ্য। একদিকে আরণ্যক নাট্য দলের ৫০ বছর পূর্তির উৎসব, অন্যদিকে পিঠা উৎসব।
দুই উৎসবের ভিড়ে সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে জড়ো হয়েছিলেন দেশের নানা প্রান্ত থেকে আসা নানা বয়সের গিটারশিল্পীরা। বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা আয়োজন করেছিল গিটারশিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। নাম ‘প্রাণে মনে লাগুক আজ সুরের ছোঁয়া’।
অনুষ্ঠানের মধ্যমণি হয়ে মঞ্চে বসেছিলেন রাজশাহীর প্রবীণ গিটারশিল্পী নিজামুল হুদা। ৯২ বছর বয়সী এই শিল্পী স্বাধীনতা-পূর্ববর্তী সময়ে রাজশাহী শহরে প্রথম হাওয়াইয়ান গিটার প্রচলন করেন। বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানায় নিজামুল হুদাকে। সংবর্ধনা পেয়ে নিজামুল হুদা বলেন, ‘কখনো ভাবিনি গিটার বাজানোর জন্য একদিন সংবর্ধনা পাব। এই বয়সে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আসা আমার জন্য বেশ কষ্টকর। কিন্তু এই সংবর্ধনা পেয়ে সব কষ্ট ভুলে গেছি।’ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও কানাডা থেকে পুরো অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিশিষ্ট হাওয়াইয়ান গিটারশিল্পী ও বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এনামুল কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন সংগীতশিল্পী রফিকুল আলম। অনুষ্ঠান শেষে গিটার বাজিয়ে শোনান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গিটারশিল্পীরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শামীমা রহমান এলিস ও সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ খলিল শিমুল।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে