চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস–জঙ্গিবাদ প্রতিরোধ, সামাজিক সমস্যা নিরসনে ইমাম, খতিব ও শেষ হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস–জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমাম-খতিবদের গুরুত্ব অপরিসীম। ধর্মের বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। এতে সমাজে সমস্যা তৈরি হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম প্রমুখ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে