কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের গাছ চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন নাছির উদ্দিন ওরফে বাইট্টা নাছির (৩০)। সাজার ভয়ে ছয় বছর পালিয়ে ছিলেন তিনি। অবশেষে আজ শনিবার ভোরে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সাজাপ্রাপ্ত নাছির ওই গ্রামের মৃত ইসহাক আহমদের ছেলে।
থানা-পুলিশ জানান, ২০১৮ সালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করার অভিযোগে নাছিরের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বন বিভাগ। ওই মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে দীর্ঘ ছয় বছর আত্মগোপনে ছিলেন তিনি।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাজাপ্রাপ্ত নাছিরকে গ্রেপ্তার করতে একাধিকবার অভিযান চালায় পুলিশ। কিন্তু তাঁকে খোঁজ পাওয়া যায়নি। তিনি রাতে এলাকায় থাকতেন এবং ভোরে বের হয়ে যেত।
ওসি আরও বলেন, দীর্ঘ ছয় বছর পর আজ ভোরে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে