নির্মল পরিবেশ ও নিরাপদ খাদ্যের জন্য তনিমার ছাদকৃষি

মুহাম্মদ শফিকুর রহমান 
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৩: ২০
তনিমা আফরিন। ছবি: লেখক

ইট-কাঠ-পাথরের শহরে ছাদভরা ফুল আর ফলের বাগান যেন একচিলতে প্রশান্তি। অনেক অবশ্য ছাদকৃষিকে এখন মানসিক শান্তির জায়গা থেকে না দেখে প্রয়োজনের জায়গা থেকেও দেখছেন।ছাদকৃষিকে নতুন আঙ্গিকে দেখে সাফল্য পেয়েছেন তনিমা আফরিন। তাঁর গল্প লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।

নড়াইল শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠের দক্ষিণ দিকে রাস্তার পাশে চারতলা ভবন। নাম ‘অন্তি কটেজ’। এ ভবনের ৩ হাজার বর্গফুট ছাদজুড়ে তনিমা আফরিনের বাগান। তিনতলায় স্বামী ও দুই মেয়ে নিয়ে বসবাস করছেন জাতীয় কৃষি পুরস্কার পাওয়া তনিমা।

তনিমার ছাদ যেন স্বর্গ

স্বর্গের রূপ কেমন, সেটা তো আর বলা যায় না, কিন্তু তনিমার ছাদ দেখলে মনে হয়, এটি স্বর্গোদ্যান। বিভিন্ন প্রজাতির ফুল, ফল, ঔষধি ও শোভাবর্ধন উদ্ভিদে ভরা তাঁর ছাদ। অন্তি কটেজের ছাদে আছে ৪৫ প্রজাতির গোলাপ, ২০ প্রজাতির জবা, ৫ প্রজাতির শাপলা, ১০ প্রজাতির রেইন লিলি ও ২৫ প্রজাতির অর্কিড। এ ছাড়া বাগানের শোভা বাড়াচ্ছে অ্যাডেনিয়াম, বেলি, মাধবীলতা, পানচাটিয়া, হাসনাহেনা, নন্দিনী, মালঞ্চ, পদ্ম, কাঁটামুকুট, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গজানিয়া, পেঞ্জি, ক্যালুন্ডেলা, স্কটসহ দেশি-বিদেশি হরেক প্রজাতির ফুল।

শুধু ফুল নয়, তনিমার ছাদে আছে বারোমাসি ও মৌসুমি ফলের গাছ। একই ফলের টক ও মিষ্টি স্বাদের এবং একাধিক রঙের গাছ আছে সেখানে। আছে আপেল, আঙুর, মাল্টা, কমলা, কতবেল, সফেদা, রয়েল, জামরুল, বাতাবিলেবু, কাগজিলেবু, বেদানা, আম, তেঁতুল, ড্রাগন, কলা, লিচু, পিসফল, কাউফল ইত্যাদি। আছে শজনে, পুঁইশাক, বেগুন, উচ্ছেসহ বিভিন্ন ধরনের শাক ও সবজি। আর আছে নিম, তুলসী, ননীফল ও অ্যালোভেরার মতো ঔষধি গাছ, ঘর ও বেলকনি সাজানোর বিভিন্ন শোভাবর্ধক উদ্ভিদ ও বনসাই।

মায়ের চোখে বৃক্ষ দেখা

সেই ছোটবেলায় তনিমা দেখেছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা তহমিনা হুসাইন ফল ও ফুলগাছের বিচিত্র সমারোহে ভরিয়ে তুলতেন পুরো বাড়ি। অবাক বিস্ময়ে তা দেখতেন তনিমা। গাছপালার প্রতি মায়ের গভীর ভালোবাসা দেখে নিজেও আগ্রহী হয়েছিলেন সেগুলোর প্রতি। আর এখন তো ছাদের গাছপালাই তাঁর পৃথিবী। প্রতিবছর ছাদকৃষি থেকে তিনি আয় করেন লাখ টাকা।

শখ ছেড়ে মনোযোগ দিয়ে ছাদকৃষির শুরুটা হয়েছিল স্বামীর হাত ধরে। ২০১৬ সালে সেনা কর্মকর্তা স্বামী নাজমুল হক বাড়িতে আসার সময় টবসহ ৩৮টি গাছ নিয়ে আসেন। এ গাছগুলো দিয়েই তনিমার ছাদবাগানের যাত্রা শুরু। আর বছর তিনেক থেকে তিনি বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি করছেন।

ড্রাগন ফল। ছবি: লেখক
ড্রাগন ফল। ছবি: লেখক

বাড়িয়ে দিয়েছেন হাত

তনিমা বিভিন্ন সময় নার্সারি থেকে নার্সারিতে ঘুরেছেন গাছ সংগ্রহের জন্য। আমদানিকারকদের কাছ থেকে নিয়েছেন বিদেশি গাছ। এখন ফেসবুকে তিনি গাছ বিক্রি করেন। আর ক্রেতার কাছে পৌঁছে দেন কুরিয়ারের মাধ্যমে।

এখন তিনি নড়াইল শহরের ছাদবাগানিদের আপনজন। তাঁর ‘সবুজের ছায়ায় নড়াইল’ নামে একটি ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপের উদ্দেশ্য, নড়াইলের বাগানিদের একত্র করা এবং নতুনদের নগরকৃষির প্রতি উৎসাহী করে তোলা। বাগান ও গাছ বিষয়ে যেকোনো সহায়তা পাওয়া যায় তনিমার কাছ থেকে। তাঁর দেখাদেখি নড়াইল শহরের শতাধিক মানুষ ছাদকৃষিতে যুক্ত হয়েছেন। যাঁরা ছাদকৃষি করতে চান, তাঁদের জন্য তনিমার পরামর্শ হলো—

বাগান করতে ধৈর্য ধরুন। গাছগুলোকে সন্তানের মতো ভালোবাসুন।

বাগানের পেছনে প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করে গাছের যত্ন নিন।

কলা। ছবি: লেখক
কলা। ছবি: লেখক

চিন্তাটা পরিবেশ নিয়ে

ছাদকৃষি যে শুধুই আয়ের উৎস, মানতে নারাজ তনিমা। তিনি মনে করেন, পরিবেশ-প্রকৃতি ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ছাদকৃষির জুড়ি নেই। এখান থেকে যেমন পাওয়া যায় বিভিন্ন ফুলের সুবাস, তেমনি নিরাপদ ফল ও সবজি।

পরিবারও যুক্ত বাগানে

ছাদবাগানের কাজে শুরু থেকে তনিমা পরিবারের সমর্থন পেয়ে আসছেন। স্বামী, দুই কন্যা ও মাকে পাশে পেয়েছেন সব সময়। তনিমার স্বামী বলেছেন, ‘তাঁর ছাদবাগানের সফলতায় আমি খুশি।’

শহর যতই বাড়ছে, ততই কমছে গাছপালা।

ফলে ক্ষতি হচ্ছে পরিবেশের। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। ভবিষ্যৎ পৃথিবীকে সহনীয় রাখতে শহরের ছাদগুলোকে বৃক্ষময় করে তোলার বিকল্প নেই। সেটি করা গেলে মানুষ বাঁচবে, পরিবেশ বাঁচবে। সে কারণেই ভবিষ্যতে ছাদবাগান বিষয়টিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান তনিমা। যাঁরা নতুন, তাঁদের প্রশিক্ষণ দিতে চান বাগান ও গাছ বিষয়ে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত