Ajker Patrika

সঠিক চিকিৎসায় প্যানিক ডিসঅর্ডার ভালো হয়

ফারজানা রহমান
সঠিক চিকিৎসায় প্যানিক ডিসঅর্ডার ভালো হয়
ডা. ফারজানা রহমান। ছবি: সংগৃহীত

প্রশ্ন: আমার বয়স প্রায় ১৯ বছর। আমার প্যানিক অ্যাটাক ডিসঅর্ডার ছিল। প্রতি রাতে বা দিনে ঘুমালে দুঃস্বপ্ন দেখি। আমার ওজন কমে যাচ্ছে। এ জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলাম। দুই দিন ওষুধ খাওয়ার পর রাতে আরও ভয়ংকর স্বপ্ন দেখি! এরপর থেকে ভয় পাই, মৃত্যুভীতি। মনে হয়, আমার বড় কোনো রোগ হবে। হঠাৎ বসা থেকে উঠলে বুকে বা পেটের অংশে ব্যথা অনুভব করি। এখন আমি কী করব? মানসিক চিকিৎসক দেখাব? শারীরিকভাবে আমার অবস্থা বেশ খারাপ। নিশাত, রাজবাড়ী

উত্তর: ক্রমাগত ওজন কমে যাওয়া এবং শরীর শুকিয়ে যাওয়া বেশ কিছু শারীরিক রোগের লক্ষণ। যেমন যক্ষ্মা, হৃদ্‌রোগ, থাইরয়েডের সমস্যা, অপুষ্টি, সংক্রমণ। এ ছাড়া মাদকাসক্তি অথবা দীর্ঘমেয়াদি কোনো রোগ হলে ওজন কমে যায় কিংবা মানুষ শুকিয়ে যায়। প্রথমে প্যাথলজিক্যাল পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হবে, আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না। তারপর দেখতে হবে, কোনো মানসিক সমস্যা আছে কি না।

প্যানিক ডিসঅর্ডার হলে এর চিকিৎসা আছে। এই রোগ হলে হঠাৎ করে বুক ধড়ফড়, বুকে অস্বস্তি, হাত-পা ঝিমঝিম করা, ঘেমে যাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বা চেতনা লোপ পাওয়ার ভয় চেপে বসে। যদিও বিষয়টি বেশিক্ষণ স্থায়ী হয় না। এটি সপ্তাহে বা মাসে ২ থেকে ৪ কিংবা তারও বেশিবার হতে পারে।

আপনি একদম নিরাশ হবেন না। মানসিক কিংবা শারীরিক—কোনোভাবেই আপনি শেষ হয়ে যাননি। যথাযথ চিকিৎসা নিলে প্যানিক ডিসঅর্ডার সম্পূর্ণ ভালো হয়ে যায়।

সঠিক জীবনযাপন, শরীরচর্চা, শিথিলায়ন বা রিল্যাক্সেশন এবং নিয়মিত মনোরোগ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে পরিমিত ও নিয়মিত ওষুধ খেতে থাকুন। তাহলে এই পরিস্থিতি থেকে আপনার মুক্তি পাওয়া সহজ হবে।

পরামর্শ দিয়েছেন: সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত