ডেস্ক রিপোর্ট

মেক্সিকো সিটি থেকে ৮০ কিলোমিটার দূরে সান মিগুয়েল নেপান্তলা শহর। সেই শহরে জন্মেছিলেন জুয়ানা দে আসুয়াজে ই রামিরেজ দে সান্তিলানা। তবে তিনি পরিচিত ছিলেন জুয়ানা ইনেস দে লা ক্রুজ নামে। জুয়ানা ছিলেন স্প্যানিশ উপনিবেশের প্রধান কবি। একাধারে তিনি ছিলেন একজন দার্শনিক ও সুরকার। আর জীবন যাপন করেছেন একজন সন্ন্যাসিনী হিসেবে।
স্প্যানিশ স্বর্ণযুগের কবিদের মধ্যে, এমনকি বর্তমানেও জুয়ানাকে অন্যতম কবি হিসেবে বিবেচনা করা হয়। স্প্যানিশ ও মেক্সিকান সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি মনে করা হয় তাঁকে। জুয়ানার কাজগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ গীতিকবিতা সবচেয়ে বেশি পরিচিত। তাঁর উল্লেখযোগ্য লেখা হলো দীর্ঘ কবিতা প্রাইমরো সুয়েনো বা প্রথম স্বপ্ন, অসংখ্য সনেট এবং ভিলানসিকোস, ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ নাটক এবং আত্মজীবনীমূলক প্রবন্ধ। সতেরো শতকের স্প্যানিশ ঔপনিবেশিক মেক্সিকো নিউ স্পেন নামে পরিচিত ছিল। সেটি ছিল পুরোদস্তুর পুরুষশাসিত সমাজ।
হিস্পানিক ঐতিহ্য এবং রোমান ক্যাথলিক চার্চ আরোপিত কিছু বিধিনিষেধকে অস্বীকার করে লেখালেখি করেন জুয়ানা। ফলে তিনি হয়ে ওঠেন স্প্যানিশ সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য লেখকদের একজন। ২০ বছরের বেশি সময় ধরে সাহিত্যচর্চা চালিয়ে যান তিনি। কিন্তু মৃত্যুর কিছুকাল আগে তাঁকে কিছুটা নীরব হয়ে যেতে বাধ্য করা হয়েছিল।
জুয়ানা একুশ বছর শিক্ষকতা করেছেন। তাঁর জন্ম সাল নিয়ে বিতর্ক থাকলেও তিনি ১৬৯৫ সালের ১৭ এপ্রিল ৪৬ বছর বয়সে মারা যান ।

মেক্সিকো সিটি থেকে ৮০ কিলোমিটার দূরে সান মিগুয়েল নেপান্তলা শহর। সেই শহরে জন্মেছিলেন জুয়ানা দে আসুয়াজে ই রামিরেজ দে সান্তিলানা। তবে তিনি পরিচিত ছিলেন জুয়ানা ইনেস দে লা ক্রুজ নামে। জুয়ানা ছিলেন স্প্যানিশ উপনিবেশের প্রধান কবি। একাধারে তিনি ছিলেন একজন দার্শনিক ও সুরকার। আর জীবন যাপন করেছেন একজন সন্ন্যাসিনী হিসেবে।
স্প্যানিশ স্বর্ণযুগের কবিদের মধ্যে, এমনকি বর্তমানেও জুয়ানাকে অন্যতম কবি হিসেবে বিবেচনা করা হয়। স্প্যানিশ ও মেক্সিকান সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি মনে করা হয় তাঁকে। জুয়ানার কাজগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ গীতিকবিতা সবচেয়ে বেশি পরিচিত। তাঁর উল্লেখযোগ্য লেখা হলো দীর্ঘ কবিতা প্রাইমরো সুয়েনো বা প্রথম স্বপ্ন, অসংখ্য সনেট এবং ভিলানসিকোস, ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ নাটক এবং আত্মজীবনীমূলক প্রবন্ধ। সতেরো শতকের স্প্যানিশ ঔপনিবেশিক মেক্সিকো নিউ স্পেন নামে পরিচিত ছিল। সেটি ছিল পুরোদস্তুর পুরুষশাসিত সমাজ।
হিস্পানিক ঐতিহ্য এবং রোমান ক্যাথলিক চার্চ আরোপিত কিছু বিধিনিষেধকে অস্বীকার করে লেখালেখি করেন জুয়ানা। ফলে তিনি হয়ে ওঠেন স্প্যানিশ সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য লেখকদের একজন। ২০ বছরের বেশি সময় ধরে সাহিত্যচর্চা চালিয়ে যান তিনি। কিন্তু মৃত্যুর কিছুকাল আগে তাঁকে কিছুটা নীরব হয়ে যেতে বাধ্য করা হয়েছিল।
জুয়ানা একুশ বছর শিক্ষকতা করেছেন। তাঁর জন্ম সাল নিয়ে বিতর্ক থাকলেও তিনি ১৬৯৫ সালের ১৭ এপ্রিল ৪৬ বছর বয়সে মারা যান ।

যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৬ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৬ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৬ দিন আগে
আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
১৩ দিন আগে