নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ২৫টি জেলা এবং ১২টি সিটি করপোরেশনের এক লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেবে ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘সুবর্ণরেখা’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমটি চলছে। আজ সোমবার বিকেলে কার্যক্রমটি বরিশাল জেলায় শুরু হয়েছে।
বরিশাল নগরীর ব্র্যাক সেন্টারে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন ইউনিসেফের শিশু নিরাপত্তা শাখার প্রকল্প সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি জানান, ইউনিসেফ নারী ও শিশুদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক ও দুর্বল শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা সহিংসতা প্রতিরোধে আরও বেশি সক্ষম হয়ে উঠবে।
সানজিদা ইসলাম বলেন, বাংলাদেশে শিশু ও নারী ওপর নির্যাতন এবং সহিংসতা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতন ও সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে এই আত্মরক্ষামূলক কৌশল নারীদের কাজে আসবে। এই প্রকল্পের উদ্দেশ্য নারী শিশুদের বিভিন্ন আত্মরক্ষার কৌশল শেখানো যাতে তারা আক্রমণকারীদের প্রতিহত করতে পারে এবং নিজেদের রক্ষা করতে পারে।
সুবর্ণরেখা জেলা প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা সারা বাংলাদেশ একটি মাইলফলক তৈরি করতে চাই। বাংলাদেশের এক লাখ শিশুদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে চাই। যাতে তারা যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারে।’
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যে উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে, তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, আমরা বাংলাদেশে একটি মাইলফলক তৈরি করতে পারব।’
বরিশাল বিভাগের টিওটি ট্রেনিংয়ে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী ও বরগুনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাফকতুল ইসলাম, মাস্টার ট্রেইনার কাজল দাস, প্রকল্প সমন্বয়ক মিটুন শর্মা প্রমুখ।

নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ২৫টি জেলা এবং ১২টি সিটি করপোরেশনের এক লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেবে ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘সুবর্ণরেখা’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমটি চলছে। আজ সোমবার বিকেলে কার্যক্রমটি বরিশাল জেলায় শুরু হয়েছে।
বরিশাল নগরীর ব্র্যাক সেন্টারে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন ইউনিসেফের শিশু নিরাপত্তা শাখার প্রকল্প সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি জানান, ইউনিসেফ নারী ও শিশুদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক ও দুর্বল শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা সহিংসতা প্রতিরোধে আরও বেশি সক্ষম হয়ে উঠবে।
সানজিদা ইসলাম বলেন, বাংলাদেশে শিশু ও নারী ওপর নির্যাতন এবং সহিংসতা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতন ও সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে এই আত্মরক্ষামূলক কৌশল নারীদের কাজে আসবে। এই প্রকল্পের উদ্দেশ্য নারী শিশুদের বিভিন্ন আত্মরক্ষার কৌশল শেখানো যাতে তারা আক্রমণকারীদের প্রতিহত করতে পারে এবং নিজেদের রক্ষা করতে পারে।
সুবর্ণরেখা জেলা প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা সারা বাংলাদেশ একটি মাইলফলক তৈরি করতে চাই। বাংলাদেশের এক লাখ শিশুদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে চাই। যাতে তারা যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারে।’
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যে উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে, তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, আমরা বাংলাদেশে একটি মাইলফলক তৈরি করতে পারব।’
বরিশাল বিভাগের টিওটি ট্রেনিংয়ে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী ও বরগুনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাফকতুল ইসলাম, মাস্টার ট্রেইনার কাজল দাস, প্রকল্প সমন্বয়ক মিটুন শর্মা প্রমুখ।

লৈঙ্গিক সমতা শুধু একটি সামাজিক আদর্শ নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৫ সালের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য বর্তমানে ৬৮ দশমিক ৮ শতাংশ দূর হয়েছে। তবে বর্তমান অগ্রগতির গতি বজায় থাকলে পূর্ণ সমতা অর্জনে বিশ্বকে আরও ১২৩
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসে এক অনন্য নাম ড. রাজিয়া বানু। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য যে ৩৪ সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই কমিটির একমাত্র নারী সদস্য। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তিনি।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ হাইকোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যেটি মুসলিম পারিবারিক আইনসংক্রান্ত বহুবিবাহের প্রক্রিয়া। এই রায়ে হাইকোর্ট মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী একজন ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে হলে ‘সালিশি কাউন্সিলের লিখিত অনুমতি’ নিতে হবে, এমন বিধান
১১ ঘণ্টা আগে
সত্তর দশকের তেহরান ছিল আজকের চেয়ে একেবারেই ভিন্ন। সেই ভিন্ন তেহরানের এক প্রাণচঞ্চল কিশোরী ছিলেন মেরিনা। যে কিশোরী সমুদ্রসৈকতে নিজের মতো করে ঘুরে বেড়াতে, বন্ধুদের সঙ্গে গানের তালে নেচে বেড়াতে পছন্দ করতেন। কিন্তু ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব মেরিনার রঙিন শৈশব নিমেষে ধূসর করে দেয়। ইরানি বংশোদ্ভূত কানাডীয়
১২ ঘণ্টা আগে