নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ২৫টি জেলা এবং ১২টি সিটি করপোরেশনের এক লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেবে ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘সুবর্ণরেখা’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমটি চলছে। আজ সোমবার বিকেলে কার্যক্রমটি বরিশাল জেলায় শুরু হয়েছে।
বরিশাল নগরীর ব্র্যাক সেন্টারে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন ইউনিসেফের শিশু নিরাপত্তা শাখার প্রকল্প সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি জানান, ইউনিসেফ নারী ও শিশুদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক ও দুর্বল শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা সহিংসতা প্রতিরোধে আরও বেশি সক্ষম হয়ে উঠবে।
সানজিদা ইসলাম বলেন, বাংলাদেশে শিশু ও নারী ওপর নির্যাতন এবং সহিংসতা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতন ও সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে এই আত্মরক্ষামূলক কৌশল নারীদের কাজে আসবে। এই প্রকল্পের উদ্দেশ্য নারী শিশুদের বিভিন্ন আত্মরক্ষার কৌশল শেখানো যাতে তারা আক্রমণকারীদের প্রতিহত করতে পারে এবং নিজেদের রক্ষা করতে পারে।
সুবর্ণরেখা জেলা প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা সারা বাংলাদেশ একটি মাইলফলক তৈরি করতে চাই। বাংলাদেশের এক লাখ শিশুদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে চাই। যাতে তারা যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারে।’
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যে উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে, তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, আমরা বাংলাদেশে একটি মাইলফলক তৈরি করতে পারব।’
বরিশাল বিভাগের টিওটি ট্রেনিংয়ে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী ও বরগুনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাফকতুল ইসলাম, মাস্টার ট্রেইনার কাজল দাস, প্রকল্প সমন্বয়ক মিটুন শর্মা প্রমুখ।

নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ২৫টি জেলা এবং ১২টি সিটি করপোরেশনের এক লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেবে ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘সুবর্ণরেখা’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমটি চলছে। আজ সোমবার বিকেলে কার্যক্রমটি বরিশাল জেলায় শুরু হয়েছে।
বরিশাল নগরীর ব্র্যাক সেন্টারে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন ইউনিসেফের শিশু নিরাপত্তা শাখার প্রকল্প সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি জানান, ইউনিসেফ নারী ও শিশুদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক ও দুর্বল শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা সহিংসতা প্রতিরোধে আরও বেশি সক্ষম হয়ে উঠবে।
সানজিদা ইসলাম বলেন, বাংলাদেশে শিশু ও নারী ওপর নির্যাতন এবং সহিংসতা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতন ও সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে এই আত্মরক্ষামূলক কৌশল নারীদের কাজে আসবে। এই প্রকল্পের উদ্দেশ্য নারী শিশুদের বিভিন্ন আত্মরক্ষার কৌশল শেখানো যাতে তারা আক্রমণকারীদের প্রতিহত করতে পারে এবং নিজেদের রক্ষা করতে পারে।
সুবর্ণরেখা জেলা প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা সারা বাংলাদেশ একটি মাইলফলক তৈরি করতে চাই। বাংলাদেশের এক লাখ শিশুদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে চাই। যাতে তারা যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারে।’
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যে উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে, তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, আমরা বাংলাদেশে একটি মাইলফলক তৈরি করতে পারব।’
বরিশাল বিভাগের টিওটি ট্রেনিংয়ে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী ও বরগুনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাফকতুল ইসলাম, মাস্টার ট্রেইনার কাজল দাস, প্রকল্প সমন্বয়ক মিটুন শর্মা প্রমুখ।

আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
২ দিন আগে
বই মানুষের জীবন বদলে দিতে পারে— এই সত্য স্পষ্টভাবে ধরা পড়ে নূজহাত নাছিম দিয়ার জীবনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি শান্ত, বইপ্রেমী পরিবেশে বেড়ে উঠেছেন দিয়া। পরিবারে মা-বাবা ও দুই ভাই সব সময় তাঁকে পড়াশোনা এবং সাহিত্যচর্চায় উৎসাহ দিয়ে এসেছেন।
২ দিন আগে
ভোরের আলো ফোটার অপেক্ষায় থাকা নতুন বছরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা। যুগে যুগে বছরের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছে ট্রেন্ড। কিন্তু আজও যখন আমরা আধুনিক প্রসাধনশিল্পের দিকে তাকাই, তখন একটি নাম ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে ওঠে—এলিজাবেথ আরডেন। ১৮৭৮ সালের ৩১ ডিসেম্বর কানাডার ওন্টারিওতে এক খামারে ফ্লোরেন্স...
২ দিন আগে
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের কথা মনে হলে কিছু জনপ্রিয় গানের কথা সামনে আসে। জানেন কি, হিমেল হাওয়ার পরশ আর আলোকসজ্জার রোশনাইয়ের মধ্যে যে সুরগুলো আমাদের কানে বাজে, সেগুলো সৃষ্টির নেপথ্যে রয়েছে একদল নারী। তাঁদের লেখা, কণ্ঠ আর সুরের জাদুকরী মিশেলে বড়দিন পেয়েছে এক অনন্য রূপ।...
৮ দিন আগে