
ঝাল ঝাল ফুচকা, সঙ্গে টক—শুনেই জিভে জল আসবে অনেক মানুষের। তাই বলে কুকুরেরও যে ভালো লাগবে এই টক-ঝাল স্বাদ, তা কে জানত! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেল এই মজার কাণ্ড।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কুকুরের ফুচকা খাওয়ার ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে, এক নারী তাঁর পোষা কুকুরছানাকে কোলে নিয়ে ফুচকার দোকানে এসেছেন। এরপর কুকুরটিকে ফুচকা খেতে দিলেন তিনি। অমনি কড়মড় শব্দে চিবিয়ে ফুচকা খেল ছানাটি। এরপর টকজল দিলে তা-ও একেবারে চেটে খেয়ে নিল। ফুচকাওয়ালাকেও বেশ উপভোগ করতে দেখা গেছে নতুন কাস্টমারের ফুচকা খাওয়া।
ভিডিওর শেষে যিনি ভিডিওটি ধারণ করছেন বলে মনে হচ্ছে, তিনি রসিকতা করে বিক্রেতাকে বলেন, ‘ওরিওর (কুকুরছানাটির নাম) কাছ থেকে ফুচকার দাম নেবেন কিন্তু!’
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পরই সাড়া পড়ে যায়। এরই মধ্যে ৮ লাখেরও বেশি ভিউ হয়েছে। লাইক পড়েছে ৬০ হাজারের বেশি। আর সেই সঙ্গে মজার সব মন্তব্য করছেন ব্যবহারকারীরা।
যদিও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কুকুরছানার দীর্ঘায়ু কামনার পাশাপাশি মজার সব মন্তব্য করেছেন অনেকে। তবে সমালোচনাও করেছেন কেউ কেউ। কিছু ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন, এমন খাবার পশুর স্বাস্থ্যের জন্য ভালো নয়। অপর একজন লিখেছেন, ‘এরা পড়ালেখা জানা মূর্খ।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘দয়া করে পোষা প্রাণীটির অভ্যাস খারাপ করবেন না।’
এর আগেও ওরিও নামের এই কুকুরছানার বিভিন্ন মজার কাণ্ডের ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। তবে ফুচকা খাওয়ার ভিডিওটি একটু বেশিই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

ঝাল ঝাল ফুচকা, সঙ্গে টক—শুনেই জিভে জল আসবে অনেক মানুষের। তাই বলে কুকুরেরও যে ভালো লাগবে এই টক-ঝাল স্বাদ, তা কে জানত! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেল এই মজার কাণ্ড।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কুকুরের ফুচকা খাওয়ার ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে, এক নারী তাঁর পোষা কুকুরছানাকে কোলে নিয়ে ফুচকার দোকানে এসেছেন। এরপর কুকুরটিকে ফুচকা খেতে দিলেন তিনি। অমনি কড়মড় শব্দে চিবিয়ে ফুচকা খেল ছানাটি। এরপর টকজল দিলে তা-ও একেবারে চেটে খেয়ে নিল। ফুচকাওয়ালাকেও বেশ উপভোগ করতে দেখা গেছে নতুন কাস্টমারের ফুচকা খাওয়া।
ভিডিওর শেষে যিনি ভিডিওটি ধারণ করছেন বলে মনে হচ্ছে, তিনি রসিকতা করে বিক্রেতাকে বলেন, ‘ওরিওর (কুকুরছানাটির নাম) কাছ থেকে ফুচকার দাম নেবেন কিন্তু!’
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পরই সাড়া পড়ে যায়। এরই মধ্যে ৮ লাখেরও বেশি ভিউ হয়েছে। লাইক পড়েছে ৬০ হাজারের বেশি। আর সেই সঙ্গে মজার সব মন্তব্য করছেন ব্যবহারকারীরা।
যদিও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কুকুরছানার দীর্ঘায়ু কামনার পাশাপাশি মজার সব মন্তব্য করেছেন অনেকে। তবে সমালোচনাও করেছেন কেউ কেউ। কিছু ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন, এমন খাবার পশুর স্বাস্থ্যের জন্য ভালো নয়। অপর একজন লিখেছেন, ‘এরা পড়ালেখা জানা মূর্খ।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘দয়া করে পোষা প্রাণীটির অভ্যাস খারাপ করবেন না।’
এর আগেও ওরিও নামের এই কুকুরছানার বিভিন্ন মজার কাণ্ডের ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। তবে ফুচকা খাওয়ার ভিডিওটি একটু বেশিই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৪ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৫ দিন আগে
ইতালির আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট জিরিফালকোর পাদদেশে অবস্থিত এক প্রাচীন গ্রাম পালিয়ারা দে মার্সি। জনশূন্য এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই বেশি। গত কয়েক দশক ধরে গ্রামটি নিস্তব্ধতায় ডুবে ছিল, কিন্তু গত মার্চ মাস থেকে সেখানে বইছে খুশির জোয়ার। কারণ, দীর্ঘ ৩০ বছর পর এই গ্রামে প্রথম কোনো শিশুর জন্ম
৬ দিন আগে
ক্যালিফোর্নিয়ার সুজ লোপেজ যখন তাঁর ছোট ছেলে রিউকে কোলে নিয়ে বসেন, তখন এক অলৌকিক বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। কারণ, ছোট্ট রিউ তাঁর মায়ের জরায়ুর ভেতরে নয়, বেড়ে উঠেছিল পেটের ভেতরে একটি বিশাল আকৃতির ওভারিয়ান সিস্টের আড়ালে। চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিরল এই ঘটনাকে ‘মিরাকল’ বা অলৌকিক বলছেন চিকিৎ
৮ দিন আগে