
একটি বাইসাইকেলের উচ্চতা কত হতে পারে? আর যাই হোক, আপনি নিশ্চয় ভাববেন না ২৫ ফুট পাঁচ ইঞ্চি উঁচু একটি বাইসাইকেল থাকতে পারে। কিন্তু সত্যি এমন একটি বাইসাইকেল বানিয়েছেন ফ্রান্সের দুই বন্ধু। শুধু তাই নয়, এটিতে চড়ে চালানোও যায়। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম তুলে নিয়েছেন তাঁরা।
নিকেলা বাহিও ও ডেভিড পেরো জানান, একটি পানশালায় পান করার সময়ই এমন একটি কিছু করার চিন্তাটা মাথায় আসে তাঁদের। তারপর আর দেরি না করে আজব এই বাইসাইকেলের নকশা করায় এবং এটি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন। শেষমেশ দুই বছরের খাটাখাটনিতে সফল হন বাইসাইকেলটি তৈরিতে।
আর এতে চালানোর উপযোগী সবচেয়ে বেশি উচ্চতার বাইসাইকেলের আগের রেকর্ডটি ভাঙেন। ওটা ছিল ২৪ ফুট ৩ ইঞ্চি উঁচু। অর্থাৎ ১ ফুট ২ ইঞ্চি বা ৩৬ সেন্টিমিটারের ব্যবধান রেখে গিনেস বুকে জায়গা করল দুই বন্ধুর সাইকেল।
তাদের বাইসাইকেলের চাকা দুটি কিন্তু সাধারণ আকৃতিরই। তবে স্বাভাবিকভাবেই এর গোটা কাঠামো বিশাল। প্যাডেল জোড়া পেছনের চাকার সঙ্গে সংযুক্ত আছে, একটি ১৬ মিটার বা ৫৩ ফুট লম্বা চেইনের মাধ্যমে।
‘এতে একটি বেল বা ঘণ্টাও আছে। যদি অন্য যাতায়াতকারীরা আপনাকে দেখতে না পায়।’ নিকেলা কৌতুক করেন।
বিখ্যাত টায়ার নির্মাতা প্রতিষ্ঠান মিশেলিন সাইকেলের টায়ার সরবরাহ করে নিখরচায়। তাদের সদর দপ্তর ক্লেমো-ফেহো শহরে। ওই শহরেই ডেভিড ও নিকেলা একটি বার্ষিক সাইকেল উৎসবে তাঁদের সাইকেলটি প্রথম জনসাধারণের সামনে হাজির করেন।
এটি কাজ করেছে প্রমাণ করতে এবং আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি অর্জন করতে ডেভিড ১০০ মিটার দূরত্ব পর্যন্ত কোনো ধরনের সাহায্য ছাড়াই চালান সাইকেলটি।
নিকেলা জানান, ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে চলতে সক্ষম তাঁদের এই সাইকেল।
ডেভিড এবং নিকেলা এই চ্যালেঞ্জ নেওয়ার একাধিক কারণ আছে। একটি হলো, বাইসাইকেল আন্দোলনের একটি অলাভজনক সংস্থার নেতা হিসেবে তাঁরা সাইকেলের ব্যবহার এবং এর পরিবেশগত সুবিধার প্রচার করতে চেয়েছিলেন।
তা ছাড়া যানবাহন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো নিকেলার অন্যতম শখ। তিনি লোকেদের দেখাতে চেয়েছিলেন মাত্র ১০০০ ইউরো দিয়ে কী করা সম্ভব।
সাইকেলটি ইস্পাত, কাঠ এবং বিভিন্ন সংকর ধাতু দিয়ে তৈরি।
নিকেলা ও ডেভিড এখন নতুন একটি রেকর্ড গড়ার চিন্তা-ভাবনা করছেন। তাঁরা চালানো সক্ষম সবচেয়ে ছোট বাইসাইকেল তৈরির কথা ভাবছেন। এখনকার রেকর্ডটি ৮.৪ সেন্টিমিটার বা ৩.৩১ ইঞ্চি, যা তাদের বিশাল আকৃতির সাইকেলের প্রায় এক শ ভাগের এক ভাগ।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

একটি বাইসাইকেলের উচ্চতা কত হতে পারে? আর যাই হোক, আপনি নিশ্চয় ভাববেন না ২৫ ফুট পাঁচ ইঞ্চি উঁচু একটি বাইসাইকেল থাকতে পারে। কিন্তু সত্যি এমন একটি বাইসাইকেল বানিয়েছেন ফ্রান্সের দুই বন্ধু। শুধু তাই নয়, এটিতে চড়ে চালানোও যায়। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম তুলে নিয়েছেন তাঁরা।
নিকেলা বাহিও ও ডেভিড পেরো জানান, একটি পানশালায় পান করার সময়ই এমন একটি কিছু করার চিন্তাটা মাথায় আসে তাঁদের। তারপর আর দেরি না করে আজব এই বাইসাইকেলের নকশা করায় এবং এটি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন। শেষমেশ দুই বছরের খাটাখাটনিতে সফল হন বাইসাইকেলটি তৈরিতে।
আর এতে চালানোর উপযোগী সবচেয়ে বেশি উচ্চতার বাইসাইকেলের আগের রেকর্ডটি ভাঙেন। ওটা ছিল ২৪ ফুট ৩ ইঞ্চি উঁচু। অর্থাৎ ১ ফুট ২ ইঞ্চি বা ৩৬ সেন্টিমিটারের ব্যবধান রেখে গিনেস বুকে জায়গা করল দুই বন্ধুর সাইকেল।
তাদের বাইসাইকেলের চাকা দুটি কিন্তু সাধারণ আকৃতিরই। তবে স্বাভাবিকভাবেই এর গোটা কাঠামো বিশাল। প্যাডেল জোড়া পেছনের চাকার সঙ্গে সংযুক্ত আছে, একটি ১৬ মিটার বা ৫৩ ফুট লম্বা চেইনের মাধ্যমে।
‘এতে একটি বেল বা ঘণ্টাও আছে। যদি অন্য যাতায়াতকারীরা আপনাকে দেখতে না পায়।’ নিকেলা কৌতুক করেন।
বিখ্যাত টায়ার নির্মাতা প্রতিষ্ঠান মিশেলিন সাইকেলের টায়ার সরবরাহ করে নিখরচায়। তাদের সদর দপ্তর ক্লেমো-ফেহো শহরে। ওই শহরেই ডেভিড ও নিকেলা একটি বার্ষিক সাইকেল উৎসবে তাঁদের সাইকেলটি প্রথম জনসাধারণের সামনে হাজির করেন।
এটি কাজ করেছে প্রমাণ করতে এবং আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি অর্জন করতে ডেভিড ১০০ মিটার দূরত্ব পর্যন্ত কোনো ধরনের সাহায্য ছাড়াই চালান সাইকেলটি।
নিকেলা জানান, ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে চলতে সক্ষম তাঁদের এই সাইকেল।
ডেভিড এবং নিকেলা এই চ্যালেঞ্জ নেওয়ার একাধিক কারণ আছে। একটি হলো, বাইসাইকেল আন্দোলনের একটি অলাভজনক সংস্থার নেতা হিসেবে তাঁরা সাইকেলের ব্যবহার এবং এর পরিবেশগত সুবিধার প্রচার করতে চেয়েছিলেন।
তা ছাড়া যানবাহন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো নিকেলার অন্যতম শখ। তিনি লোকেদের দেখাতে চেয়েছিলেন মাত্র ১০০০ ইউরো দিয়ে কী করা সম্ভব।
সাইকেলটি ইস্পাত, কাঠ এবং বিভিন্ন সংকর ধাতু দিয়ে তৈরি।
নিকেলা ও ডেভিড এখন নতুন একটি রেকর্ড গড়ার চিন্তা-ভাবনা করছেন। তাঁরা চালানো সক্ষম সবচেয়ে ছোট বাইসাইকেল তৈরির কথা ভাবছেন। এখনকার রেকর্ডটি ৮.৪ সেন্টিমিটার বা ৩.৩১ ইঞ্চি, যা তাদের বিশাল আকৃতির সাইকেলের প্রায় এক শ ভাগের এক ভাগ।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

নতুন বছরের দ্বিতীয় দিনেই বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ষোড়শ শতাব্দীর বিখ্যাত ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক মিশেল দে নস্ত্রাদামুস (১৫০৩-৬৬) ২০২৬ সালের ভবিষ্যদ্বাণীগুলো এখন নতুন করে আলোচনায়। তিনি অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১-এর সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক কোভিড-১৯ মহামারির নির্ভুল...
১২ ঘণ্টা আগে
২০২৬ সাল শুরু হতেই নস্ত্রাদামুসের অনুসারীরা এই বছরকে ঘিরে নতুন কিছু ভয়াবহ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন। ১৫০০ শতকে জন্ম নেওয়া ফরাসি জ্যোতিষী এবং চিকিৎসক মিশেল দ্য নস্ত্রাদোম (নস্ত্রাদামুস) অ্যাডলফ হিটলারের উত্থান, ১১ সেপ্টেম্বরের হামলা এবং কোভিড-১৯ মহামারির মতো আধুনিক যুগের অনেক...
১৬ ঘণ্টা আগে
একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৫ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৭ দিন আগে