
গল্পটা বিশেষ একধরনের স্ট্রবেরির। চমৎকর আকারের পাশাপাশি রং ও গন্ধে অনন্য হওয়ায় এর দাম চড়া। এতটাই চড়া যে, এটি পৃথিবীর সবচেয়ে দামি ফলগুলোর একটিতে পরিণত হয়েছে। এমন একেকটি স্ট্রবেরি কিনতে আপনাকে গুনতে হতে পারে ৩৫০ ডলার বা প্রায় ৩৮ হাজার টাকা পর্যন্ত। জাপানের এই স্ট্রবেরির নাম ‘বিজেন-হাইম’ বা ‘বিউটিফুল প্রিন্সেস’।
মিকিও অকুদা নামের জাপানের এক কৃষক এই জাত উদ্ভাবন করেন। স্ট্রবেরি চাষে নিজের কয়েক যুগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৫ বছর নানা ধরনের পরীক্ষা চালিয়ে এই স্ট্রবেরি উৎপাদনে সফল হন অকুদা। এখন বিজেন-হাইম স্ট্রবেরির বিভিন্ন জাতের মধ্যে আলাদা একটি জায়গা দখল করে আছে।
এই জাতের স্ট্রবেরি কিন্তু আকারে বেশ বড়, মোটামুটি একটি টেনিস বলের সমান। ওজনেও কম না, একেকটি ১০০ গ্রামের আশপাশে। তবে বড় আকার ‘বিউটিফুল প্রিন্স’কে অসাধারণ করেনি।
সাধারণত বড় স্ট্রবেরিগুলোর এত চমৎকার গন্ধ থাকে না, তেমনি মিষ্টিও হয় কম। কিন্তু বিজেন-হাইমের বেলায় এটা খাটে না। এটি খেতে বেশ মিষ্টি, তার চেয়ে বড় কথা, এর অনন্য গন্ধ গোলাপের কথা মনে করিয়ে দেবে আপনাকে।
বলা হয়, বিজিন-হাইম স্ট্রবেরির ভেতরটায় নরম এবং কঠিনের নিখুঁত এক ভারসাম্য আছে। এর চমৎকার লাল রং এবং চকচকে বাইরের আবরণ আপনাকে মুগ্ধ করবে। তবে এই জিনিসগুলো বজায় থাকে স্ট্রবেরির ভেতরেও। খাওয়ার সঙ্গে সঙ্গে কোনো অম্লস্বাদও টের পাবেন না। যেটা সুপারমার্কেটে পাওয়া যাওয়া অনেক জাতের বেলায় দেখা যায়।
অকুদার স্ট্রবেরি খামারটি কোথায় সেটি নিশ্চয় আপনার জানতে ইচ্ছা করছে। আরও অনেক স্ট্রবেরিচাষির মতো মিকিও অকুদা তাঁর বিউটিফুল প্রিন্সেসের চাষ করেন শীতের মাসগুলোতে। গিফু অঞ্চলের হাশিমাতে অবস্থিত তাঁর অকুদা ফার্মের গ্রিনহাউসের ভেতরের বাতাস ও মাটির তাপমাত্রা সতর্কতার সঙ্গে তদারক করেন তিনি। ধীরে ধীরে পরিপক্ব হওয়া স্ট্রবেরিগুলোর মিষ্টতা আর সুগন্ধি হওয়ার একটি বড় কারণ।
জাপানের রাজধানী টোকিওর পশ্চিমে ১৭৫ মাইল দূরে মাউন্ট ওনটাকে আগ্নেয়গিরির কাছে খামারটির অবস্থান। তবে কি এই ফলের অসাধারণ গন্ধ-স্বাদে আগ্নেয় মাটির কোনো ভূমিকা আছে? সেই সম্ভাবনা অবশ্যই উড়িয়ে দেওয়া যায় না, তবে অকুদা এ বিষয়ে বেশি কিছু খোলাসা করেননি। অবশ্য এর উপযুক্ত কারণও আছে। এমন অসাধারণ একটি স্ট্রবেরি উৎপাদনের কৌশল অন্যরা জেনে যাবেন তা কি হয়?
১৫ বছর বিভিন্ন জাতের স্ট্রেবেরি ক্রসব্রিড করে শেষ পর্যন্ত যেমন চেয়েছিলেন তেমন একটা কিছু উদ্ভাবন করেন অকুদা। বড় আকারের, সুন্দর গঠনের এমন একটি স্ট্রবেরি যেটার গন্ধ অতুলনীয়। অবশ্য এখনো পুরোপুরি মনের মতো করতে পেরেছেন জাতটিকে তা নয়। কারণ কোনো কোনো ফল অনেকটা গোলাকার আকার ধারণ করে। সেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাবহারের উপযোগী নয়।
আগেই বলেছি, এ ধরনের স্ট্রবেরির দাম অনেক চড়া। একটি নিলামে বেশ বড় একটি বিজেন-হাইম স্ট্রবেরি বিক্রি হয় ৫০ হাজার ইয়েন বা ৩৮ হাজার টাকায়। কোনো কোনো সূত্রের দাবি, ৫০০ ডলার বা সাড়ে ৫৩ হাজার টাকায়ও বিকিয়েছে এমন স্ট্রবেরি। তবে সূত্র অসমর্থিত হওয়ায় আপাতত আমরা এর দাম ৩৮ হাজারেই থাকছি। দামে এটি চড়া হবে নাই বা কেন? প্রতিবছর অকুদা ফার্মে বাজারে বিক্রি করা যায় এমন মোটে শ পাঁচেক উৎকৃষ্ট জাতের স্ট্রবেরি উৎপাদন করা হয় বলে জানা গেছে।
কী, এ ধরনের একটা স্ট্রবেরি খেতে কিংবা নিজের হাতে পাড়তে চান? তাহলে আপনাকে যেতে হবে জাপানে। স্ট্রবেরির মৌসুমে, অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চে অকুদা ফার্ম থেকে নির্দিষ্ট ফি দিয়ে পাড়তে পারবেন এই স্ট্রবেরি।
সূত্র: অডিটি সেন্ট্রাল, স্ট্রবেরি প্ল্যান্টস ডট অরগ

গল্পটা বিশেষ একধরনের স্ট্রবেরির। চমৎকর আকারের পাশাপাশি রং ও গন্ধে অনন্য হওয়ায় এর দাম চড়া। এতটাই চড়া যে, এটি পৃথিবীর সবচেয়ে দামি ফলগুলোর একটিতে পরিণত হয়েছে। এমন একেকটি স্ট্রবেরি কিনতে আপনাকে গুনতে হতে পারে ৩৫০ ডলার বা প্রায় ৩৮ হাজার টাকা পর্যন্ত। জাপানের এই স্ট্রবেরির নাম ‘বিজেন-হাইম’ বা ‘বিউটিফুল প্রিন্সেস’।
মিকিও অকুদা নামের জাপানের এক কৃষক এই জাত উদ্ভাবন করেন। স্ট্রবেরি চাষে নিজের কয়েক যুগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৫ বছর নানা ধরনের পরীক্ষা চালিয়ে এই স্ট্রবেরি উৎপাদনে সফল হন অকুদা। এখন বিজেন-হাইম স্ট্রবেরির বিভিন্ন জাতের মধ্যে আলাদা একটি জায়গা দখল করে আছে।
এই জাতের স্ট্রবেরি কিন্তু আকারে বেশ বড়, মোটামুটি একটি টেনিস বলের সমান। ওজনেও কম না, একেকটি ১০০ গ্রামের আশপাশে। তবে বড় আকার ‘বিউটিফুল প্রিন্স’কে অসাধারণ করেনি।
সাধারণত বড় স্ট্রবেরিগুলোর এত চমৎকার গন্ধ থাকে না, তেমনি মিষ্টিও হয় কম। কিন্তু বিজেন-হাইমের বেলায় এটা খাটে না। এটি খেতে বেশ মিষ্টি, তার চেয়ে বড় কথা, এর অনন্য গন্ধ গোলাপের কথা মনে করিয়ে দেবে আপনাকে।
বলা হয়, বিজিন-হাইম স্ট্রবেরির ভেতরটায় নরম এবং কঠিনের নিখুঁত এক ভারসাম্য আছে। এর চমৎকার লাল রং এবং চকচকে বাইরের আবরণ আপনাকে মুগ্ধ করবে। তবে এই জিনিসগুলো বজায় থাকে স্ট্রবেরির ভেতরেও। খাওয়ার সঙ্গে সঙ্গে কোনো অম্লস্বাদও টের পাবেন না। যেটা সুপারমার্কেটে পাওয়া যাওয়া অনেক জাতের বেলায় দেখা যায়।
অকুদার স্ট্রবেরি খামারটি কোথায় সেটি নিশ্চয় আপনার জানতে ইচ্ছা করছে। আরও অনেক স্ট্রবেরিচাষির মতো মিকিও অকুদা তাঁর বিউটিফুল প্রিন্সেসের চাষ করেন শীতের মাসগুলোতে। গিফু অঞ্চলের হাশিমাতে অবস্থিত তাঁর অকুদা ফার্মের গ্রিনহাউসের ভেতরের বাতাস ও মাটির তাপমাত্রা সতর্কতার সঙ্গে তদারক করেন তিনি। ধীরে ধীরে পরিপক্ব হওয়া স্ট্রবেরিগুলোর মিষ্টতা আর সুগন্ধি হওয়ার একটি বড় কারণ।
জাপানের রাজধানী টোকিওর পশ্চিমে ১৭৫ মাইল দূরে মাউন্ট ওনটাকে আগ্নেয়গিরির কাছে খামারটির অবস্থান। তবে কি এই ফলের অসাধারণ গন্ধ-স্বাদে আগ্নেয় মাটির কোনো ভূমিকা আছে? সেই সম্ভাবনা অবশ্যই উড়িয়ে দেওয়া যায় না, তবে অকুদা এ বিষয়ে বেশি কিছু খোলাসা করেননি। অবশ্য এর উপযুক্ত কারণও আছে। এমন অসাধারণ একটি স্ট্রবেরি উৎপাদনের কৌশল অন্যরা জেনে যাবেন তা কি হয়?
১৫ বছর বিভিন্ন জাতের স্ট্রেবেরি ক্রসব্রিড করে শেষ পর্যন্ত যেমন চেয়েছিলেন তেমন একটা কিছু উদ্ভাবন করেন অকুদা। বড় আকারের, সুন্দর গঠনের এমন একটি স্ট্রবেরি যেটার গন্ধ অতুলনীয়। অবশ্য এখনো পুরোপুরি মনের মতো করতে পেরেছেন জাতটিকে তা নয়। কারণ কোনো কোনো ফল অনেকটা গোলাকার আকার ধারণ করে। সেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাবহারের উপযোগী নয়।
আগেই বলেছি, এ ধরনের স্ট্রবেরির দাম অনেক চড়া। একটি নিলামে বেশ বড় একটি বিজেন-হাইম স্ট্রবেরি বিক্রি হয় ৫০ হাজার ইয়েন বা ৩৮ হাজার টাকায়। কোনো কোনো সূত্রের দাবি, ৫০০ ডলার বা সাড়ে ৫৩ হাজার টাকায়ও বিকিয়েছে এমন স্ট্রবেরি। তবে সূত্র অসমর্থিত হওয়ায় আপাতত আমরা এর দাম ৩৮ হাজারেই থাকছি। দামে এটি চড়া হবে নাই বা কেন? প্রতিবছর অকুদা ফার্মে বাজারে বিক্রি করা যায় এমন মোটে শ পাঁচেক উৎকৃষ্ট জাতের স্ট্রবেরি উৎপাদন করা হয় বলে জানা গেছে।
কী, এ ধরনের একটা স্ট্রবেরি খেতে কিংবা নিজের হাতে পাড়তে চান? তাহলে আপনাকে যেতে হবে জাপানে। স্ট্রবেরির মৌসুমে, অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চে অকুদা ফার্ম থেকে নির্দিষ্ট ফি দিয়ে পাড়তে পারবেন এই স্ট্রবেরি।
সূত্র: অডিটি সেন্ট্রাল, স্ট্রবেরি প্ল্যান্টস ডট অরগ

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
৩ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
৩ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
১০ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
১০ দিন আগে