
সিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে স্বামীর সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে চ্যাটজিপিটিকে অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যবহার করার বিষয়টি একটু অদ্ভুত মনে হতে পারে। আর এমনটিই করে থাকেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন।
লিলি অ্যালেনের স্বামী হলেন জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেন ও হারবারের বিয়ে হয়।
এই ৩৯ বছর বয়সের সংগীতশিল্পী নিজস্ব পডকাস্ট শো ‘মিস মি?’ পরিচালনা করেন। তিনি সেই পডকাস্টে বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে ব্যক্তিগতকৃত টেক্সট মেসেজ তৈরি করেন এবং সেটি তার স্বামীকে পাঠান।
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়গুলোর জন্য চ্যাটজিপিটি বেশি ব্যবহার করি। যদি আমার এবং স্বামীর মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে এবং আমাকে সেটা ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি চ্যাটজিপিটি ব্যবহার করি। আমি চ্যাটজিপিটিকে বলি, ‘আমাকে একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখে দাও, যা শুরু হয় ডিশওয়াশার নিয়ে এবং আর্থিক বিষয় নিয়ে ঝগড়া দিয়ে শেষ হয়েছে।’
লিলি অ্যালেন পডকাস্টে ব্যাখ্যা করেন কীভাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে আরও ব্যক্তিগতকৃত উত্তর তৈরি করেন। তিনি বলেন, চ্যাটজিপিটিতে পছন্দমতো প্রম্পট দেওয়া যায় এবং শেষে নিজের কথা যুক্ত করা যায়। এসব চ্যাট কপি ও পেস্ট করে মেসেজ হিসেবে পাঠাই, যতক্ষণ না যথেষ্ট মনে হয়।
তবে এই সুবিধার বিপরীতে বলেন, ‘প্রম্পট দিতে দিতে পছন্দের উত্তর পেতে যখন অনেক সময় ব্যয় হতো, তখন মনে হতো নিজে লিখলেই বরং ভালো হতো।’
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

সিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে স্বামীর সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে চ্যাটজিপিটিকে অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যবহার করার বিষয়টি একটু অদ্ভুত মনে হতে পারে। আর এমনটিই করে থাকেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন।
লিলি অ্যালেনের স্বামী হলেন জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেন ও হারবারের বিয়ে হয়।
এই ৩৯ বছর বয়সের সংগীতশিল্পী নিজস্ব পডকাস্ট শো ‘মিস মি?’ পরিচালনা করেন। তিনি সেই পডকাস্টে বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে ব্যক্তিগতকৃত টেক্সট মেসেজ তৈরি করেন এবং সেটি তার স্বামীকে পাঠান।
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়গুলোর জন্য চ্যাটজিপিটি বেশি ব্যবহার করি। যদি আমার এবং স্বামীর মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে এবং আমাকে সেটা ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি চ্যাটজিপিটি ব্যবহার করি। আমি চ্যাটজিপিটিকে বলি, ‘আমাকে একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখে দাও, যা শুরু হয় ডিশওয়াশার নিয়ে এবং আর্থিক বিষয় নিয়ে ঝগড়া দিয়ে শেষ হয়েছে।’
লিলি অ্যালেন পডকাস্টে ব্যাখ্যা করেন কীভাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে আরও ব্যক্তিগতকৃত উত্তর তৈরি করেন। তিনি বলেন, চ্যাটজিপিটিতে পছন্দমতো প্রম্পট দেওয়া যায় এবং শেষে নিজের কথা যুক্ত করা যায়। এসব চ্যাট কপি ও পেস্ট করে মেসেজ হিসেবে পাঠাই, যতক্ষণ না যথেষ্ট মনে হয়।
তবে এই সুবিধার বিপরীতে বলেন, ‘প্রম্পট দিতে দিতে পছন্দের উত্তর পেতে যখন অনেক সময় ব্যয় হতো, তখন মনে হতো নিজে লিখলেই বরং ভালো হতো।’
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৪ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৫ দিন আগে
ইতালির আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট জিরিফালকোর পাদদেশে অবস্থিত এক প্রাচীন গ্রাম পালিয়ারা দে মার্সি। জনশূন্য এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই বেশি। গত কয়েক দশক ধরে গ্রামটি নিস্তব্ধতায় ডুবে ছিল, কিন্তু গত মার্চ মাস থেকে সেখানে বইছে খুশির জোয়ার। কারণ, দীর্ঘ ৩০ বছর পর এই গ্রামে প্রথম কোনো শিশুর জন্ম
৬ দিন আগে
ক্যালিফোর্নিয়ার সুজ লোপেজ যখন তাঁর ছোট ছেলে রিউকে কোলে নিয়ে বসেন, তখন এক অলৌকিক বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। কারণ, ছোট্ট রিউ তাঁর মায়ের জরায়ুর ভেতরে নয়, বেড়ে উঠেছিল পেটের ভেতরে একটি বিশাল আকৃতির ওভারিয়ান সিস্টের আড়ালে। চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিরল এই ঘটনাকে ‘মিরাকল’ বা অলৌকিক বলছেন চিকিৎ
৮ দিন আগে