
সিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে স্বামীর সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে চ্যাটজিপিটিকে অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যবহার করার বিষয়টি একটু অদ্ভুত মনে হতে পারে। আর এমনটিই করে থাকেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন।
লিলি অ্যালেনের স্বামী হলেন জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেন ও হারবারের বিয়ে হয়।
এই ৩৯ বছর বয়সের সংগীতশিল্পী নিজস্ব পডকাস্ট শো ‘মিস মি?’ পরিচালনা করেন। তিনি সেই পডকাস্টে বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে ব্যক্তিগতকৃত টেক্সট মেসেজ তৈরি করেন এবং সেটি তার স্বামীকে পাঠান।
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়গুলোর জন্য চ্যাটজিপিটি বেশি ব্যবহার করি। যদি আমার এবং স্বামীর মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে এবং আমাকে সেটা ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি চ্যাটজিপিটি ব্যবহার করি। আমি চ্যাটজিপিটিকে বলি, ‘আমাকে একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখে দাও, যা শুরু হয় ডিশওয়াশার নিয়ে এবং আর্থিক বিষয় নিয়ে ঝগড়া দিয়ে শেষ হয়েছে।’
লিলি অ্যালেন পডকাস্টে ব্যাখ্যা করেন কীভাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে আরও ব্যক্তিগতকৃত উত্তর তৈরি করেন। তিনি বলেন, চ্যাটজিপিটিতে পছন্দমতো প্রম্পট দেওয়া যায় এবং শেষে নিজের কথা যুক্ত করা যায়। এসব চ্যাট কপি ও পেস্ট করে মেসেজ হিসেবে পাঠাই, যতক্ষণ না যথেষ্ট মনে হয়।
তবে এই সুবিধার বিপরীতে বলেন, ‘প্রম্পট দিতে দিতে পছন্দের উত্তর পেতে যখন অনেক সময় ব্যয় হতো, তখন মনে হতো নিজে লিখলেই বরং ভালো হতো।’
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

সিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে স্বামীর সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে চ্যাটজিপিটিকে অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যবহার করার বিষয়টি একটু অদ্ভুত মনে হতে পারে। আর এমনটিই করে থাকেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন।
লিলি অ্যালেনের স্বামী হলেন জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেন ও হারবারের বিয়ে হয়।
এই ৩৯ বছর বয়সের সংগীতশিল্পী নিজস্ব পডকাস্ট শো ‘মিস মি?’ পরিচালনা করেন। তিনি সেই পডকাস্টে বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে ব্যক্তিগতকৃত টেক্সট মেসেজ তৈরি করেন এবং সেটি তার স্বামীকে পাঠান।
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়গুলোর জন্য চ্যাটজিপিটি বেশি ব্যবহার করি। যদি আমার এবং স্বামীর মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে এবং আমাকে সেটা ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি চ্যাটজিপিটি ব্যবহার করি। আমি চ্যাটজিপিটিকে বলি, ‘আমাকে একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখে দাও, যা শুরু হয় ডিশওয়াশার নিয়ে এবং আর্থিক বিষয় নিয়ে ঝগড়া দিয়ে শেষ হয়েছে।’
লিলি অ্যালেন পডকাস্টে ব্যাখ্যা করেন কীভাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে আরও ব্যক্তিগতকৃত উত্তর তৈরি করেন। তিনি বলেন, চ্যাটজিপিটিতে পছন্দমতো প্রম্পট দেওয়া যায় এবং শেষে নিজের কথা যুক্ত করা যায়। এসব চ্যাট কপি ও পেস্ট করে মেসেজ হিসেবে পাঠাই, যতক্ষণ না যথেষ্ট মনে হয়।
তবে এই সুবিধার বিপরীতে বলেন, ‘প্রম্পট দিতে দিতে পছন্দের উত্তর পেতে যখন অনেক সময় ব্যয় হতো, তখন মনে হতো নিজে লিখলেই বরং ভালো হতো।’
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৬ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৭ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৮ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
১০ দিন আগে