
মিডিয়া মোগল রুপার্ট মারডকের বয়স এখন ৯২ বছর। এই বয়সে পঞ্চম স্ত্রীর পাণিগ্রহণ করতে যাচ্ছেন তিনি। স্ত্রী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পুলিশের সাবেক মানসিক স্বাস্থ্য পরামর্শক অ্যান লেসলি স্মিথ। তিনি আবার জনপ্রিয় কান্ট্রি সিঙ্গার চেস্টার স্মিথের সাবেক স্ত্রী।
মার্কিন ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী রুপার্ট মারডক সান ফ্রানসিসকো পুলিশ চ্যাপলিন অ্যান লেসলি স্মিথকে বিয়ে করছেন। মারডকের এটি পঞ্চম বিয়ে।
এ ব্যাপারে মারডক ট্যাবলয়েড পত্রিকাটিকে বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি প্রেমে পড়ার ভয় পেতাম—কিন্তু আমি জানতাম এটাই আমার শেষ। আমি খুশি।’
অ্যান লেসলি একজন রেডিও এবং টিভি নির্বাহীও। ২০০৮ সালে তাঁর স্বামী চেস্টার মারা যান।
মিডিয়া ব্যবসার সূত্রেই দুজনের বন্ধুত্ব হয়। নিউইয়র্ক পোস্টের সঙ্গে কথা বলার সময় অ্যান লেসলি বলেন, ‘আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের কাছ থেকে উপহার। আমরা গত সেপ্টেম্বরে দেখা করেছিলাম।’
লেসলি বলেন, ‘আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পত্রিকার জন্য কাজ করেছেন, রেডিও এবং টিভি স্টেশন তৈরি করেছেন এবং ইউনিভিশনের প্রচারে সহায়তা করেছেন। তাই আমি রুপার্টের ভাষায় কথা বলি। আমাদের বিশ্বাস একই।’
এই দম্পতি আগামী গ্রীষ্মে বিয়ে করার পরিকল্পনা করছেন। মারডক বলেন, ‘আমরা দুজনেই আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছি।’
তাঁরা ক্যালিফোর্নিয়া, যুক্তরাজ্য, মন্টানা এবং নিউইয়র্কে তাঁদের সময় কাটাবেন বলে নিউইয়র্ক পোস্ট জানিয়েছেন।
মারডক প্রথম তিনটি বিয়ে থেকে ছয় সন্তানের জনক হয়েছেন। সর্বশেষ স্ত্রী হলের সঙ্গে দাম্পত্য ছিল ছয় বছরের। এর আগে ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ওয়েন্ডি ডেং; ১৯৬৭ থেকে ১৯৯৯ পর্যন্ত আনা মারিয়া তোরভ এবং ১৯৫৬ থেকে ১৯৬৭ পর্যন্ত প্যাট্রিসিয়া বুকার ছিলেন মারডকের স্ত্রী।
ফোর্বস সাময়িকীর হিসাবে, নিউজ করপোরেশনের চেয়ারম্যান এবং সিইও মারডকের সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার। তাঁর সাম্রাজ্যের মধ্যে রয়েছে—ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সারা বিশ্বের বহু গণমাধ্যমের অংশীদারত্ব।

মিডিয়া মোগল রুপার্ট মারডকের বয়স এখন ৯২ বছর। এই বয়সে পঞ্চম স্ত্রীর পাণিগ্রহণ করতে যাচ্ছেন তিনি। স্ত্রী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পুলিশের সাবেক মানসিক স্বাস্থ্য পরামর্শক অ্যান লেসলি স্মিথ। তিনি আবার জনপ্রিয় কান্ট্রি সিঙ্গার চেস্টার স্মিথের সাবেক স্ত্রী।
মার্কিন ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী রুপার্ট মারডক সান ফ্রানসিসকো পুলিশ চ্যাপলিন অ্যান লেসলি স্মিথকে বিয়ে করছেন। মারডকের এটি পঞ্চম বিয়ে।
এ ব্যাপারে মারডক ট্যাবলয়েড পত্রিকাটিকে বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি প্রেমে পড়ার ভয় পেতাম—কিন্তু আমি জানতাম এটাই আমার শেষ। আমি খুশি।’
অ্যান লেসলি একজন রেডিও এবং টিভি নির্বাহীও। ২০০৮ সালে তাঁর স্বামী চেস্টার মারা যান।
মিডিয়া ব্যবসার সূত্রেই দুজনের বন্ধুত্ব হয়। নিউইয়র্ক পোস্টের সঙ্গে কথা বলার সময় অ্যান লেসলি বলেন, ‘আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের কাছ থেকে উপহার। আমরা গত সেপ্টেম্বরে দেখা করেছিলাম।’
লেসলি বলেন, ‘আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পত্রিকার জন্য কাজ করেছেন, রেডিও এবং টিভি স্টেশন তৈরি করেছেন এবং ইউনিভিশনের প্রচারে সহায়তা করেছেন। তাই আমি রুপার্টের ভাষায় কথা বলি। আমাদের বিশ্বাস একই।’
এই দম্পতি আগামী গ্রীষ্মে বিয়ে করার পরিকল্পনা করছেন। মারডক বলেন, ‘আমরা দুজনেই আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছি।’
তাঁরা ক্যালিফোর্নিয়া, যুক্তরাজ্য, মন্টানা এবং নিউইয়র্কে তাঁদের সময় কাটাবেন বলে নিউইয়র্ক পোস্ট জানিয়েছেন।
মারডক প্রথম তিনটি বিয়ে থেকে ছয় সন্তানের জনক হয়েছেন। সর্বশেষ স্ত্রী হলের সঙ্গে দাম্পত্য ছিল ছয় বছরের। এর আগে ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ওয়েন্ডি ডেং; ১৯৬৭ থেকে ১৯৯৯ পর্যন্ত আনা মারিয়া তোরভ এবং ১৯৫৬ থেকে ১৯৬৭ পর্যন্ত প্যাট্রিসিয়া বুকার ছিলেন মারডকের স্ত্রী।
ফোর্বস সাময়িকীর হিসাবে, নিউজ করপোরেশনের চেয়ারম্যান এবং সিইও মারডকের সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার। তাঁর সাম্রাজ্যের মধ্যে রয়েছে—ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সারা বিশ্বের বহু গণমাধ্যমের অংশীদারত্ব।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৬ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৭ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৮ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
১০ দিন আগে