আজকের পত্রিকা ডেস্ক

বিমা কোম্পানিকে ধোঁকা দিয়ে অর্থ আদায় করতে গিয়ে দুই পা হারানোর ঘটনায় দোষী সাব্যস্ত হলেন তাইওয়ানিজ দুই যুবক ঝ্যাং ও লিয়াও। সম্প্রতি এক রায়ে তাদের দুজনকে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। পা হারানো ঝ্যাং-কে দুই বছর এবং লিয়াওকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝ্যাংয়ের সাজা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। রায়ে বলা হয়েছে, লিয়াওই ছিল পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের ২৬ জানুয়ারি দুর্ঘটনাটি ঘটেছিল। সংবাদমাধ্যমটির তথ্যমতে, পাঁচটি আলাদা কোম্পানিতে স্বাস্থ্য, জীবন, দুর্ঘটনা, ভ্রমণ, দীর্ঘমেয়াদি চিকিৎসাসহ প্রায় আট ধরনের বিমা করেন তিনি। তারপর কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বন্ধু লিয়াওয়ের সঙ্গে মিলে একটি দুর্ঘটনার নাটক সাজান ঝাউ। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যমতে, লিয়াওয়ের বাড়িতে একটি শুষ্ক বরফভর্তি (ড্রাই আইস) বালতিতে প্রায় ১০ ঘণ্টা পা ডুবিয়ে রাখেন ঝাউ। স্থানীয় সময় রাত ২টা থেকে পরদিন দুপুর পর্যন্ত ওই অবস্থায় ছিলেন ঝাউ।
দুই দিন পর ঝ্যাং তাইপেইয়ের ম্যাকেকে মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। হাসপাতালে গেলে জানা যায়, তার উভয় পায়ের হাঁটুর নিচে তীব্র ফ্রস্টবাইট, হাড়ের পচন, রক্তে সংক্রমণ (সেপ্টিসেমিয়া), এবং মাসল ব্রেকডাউনের কারণে র্যাবডোমায়োলাইসিস নামের এক জটিল রোগ হয়েছে। পায়ের চতুর্থ স্তরের ফ্রস্টবাইটের কারণে তাঁর দুই পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা।
এই অবস্থায় তাঁরা বিমা কোম্পানিগুলোর কাছে মিথ্যা দাবি করেন যে, তে মোটরসাইকেল চালানোর সময় ফ্রস্টবাইটে আক্রান্ত হয়েছেন ঝ্যাং। পাঁচটি কোম্পানির আটটি বিমা নীতির আওতায় তাঁরা মোট ৪ কোটি ১২ লাখ নিউ তাইওয়ান ডলার (মার্কিন ডলারে প্রায় ১৪ লাখ) দাবি করেন। এর মধ্যে একটি কোম্পানি এনটিডি ২ লাখ ৩৬ হাজার ৪২৭ টাকা প্রদান করলেও বাকি চারটি কোম্পানি অসঙ্গতি চিহ্নিত করে দাবিগুলো প্রত্যাখ্যান করে। পরে ওই পাঁচ বিমা কোম্পানি পুলিশে অভিযোগ জানায়। এরপর প্রসিকিউটররা তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও ইচ্ছাকৃতভাবে গুরুতর আত্ম-আহতের সহায়তার অভিযোগে এনে অভিযোগপত্র দাখিল করেন।

বিমা কোম্পানিকে ধোঁকা দিয়ে অর্থ আদায় করতে গিয়ে দুই পা হারানোর ঘটনায় দোষী সাব্যস্ত হলেন তাইওয়ানিজ দুই যুবক ঝ্যাং ও লিয়াও। সম্প্রতি এক রায়ে তাদের দুজনকে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। পা হারানো ঝ্যাং-কে দুই বছর এবং লিয়াওকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝ্যাংয়ের সাজা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। রায়ে বলা হয়েছে, লিয়াওই ছিল পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের ২৬ জানুয়ারি দুর্ঘটনাটি ঘটেছিল। সংবাদমাধ্যমটির তথ্যমতে, পাঁচটি আলাদা কোম্পানিতে স্বাস্থ্য, জীবন, দুর্ঘটনা, ভ্রমণ, দীর্ঘমেয়াদি চিকিৎসাসহ প্রায় আট ধরনের বিমা করেন তিনি। তারপর কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বন্ধু লিয়াওয়ের সঙ্গে মিলে একটি দুর্ঘটনার নাটক সাজান ঝাউ। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যমতে, লিয়াওয়ের বাড়িতে একটি শুষ্ক বরফভর্তি (ড্রাই আইস) বালতিতে প্রায় ১০ ঘণ্টা পা ডুবিয়ে রাখেন ঝাউ। স্থানীয় সময় রাত ২টা থেকে পরদিন দুপুর পর্যন্ত ওই অবস্থায় ছিলেন ঝাউ।
দুই দিন পর ঝ্যাং তাইপেইয়ের ম্যাকেকে মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। হাসপাতালে গেলে জানা যায়, তার উভয় পায়ের হাঁটুর নিচে তীব্র ফ্রস্টবাইট, হাড়ের পচন, রক্তে সংক্রমণ (সেপ্টিসেমিয়া), এবং মাসল ব্রেকডাউনের কারণে র্যাবডোমায়োলাইসিস নামের এক জটিল রোগ হয়েছে। পায়ের চতুর্থ স্তরের ফ্রস্টবাইটের কারণে তাঁর দুই পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা।
এই অবস্থায় তাঁরা বিমা কোম্পানিগুলোর কাছে মিথ্যা দাবি করেন যে, তে মোটরসাইকেল চালানোর সময় ফ্রস্টবাইটে আক্রান্ত হয়েছেন ঝ্যাং। পাঁচটি কোম্পানির আটটি বিমা নীতির আওতায় তাঁরা মোট ৪ কোটি ১২ লাখ নিউ তাইওয়ান ডলার (মার্কিন ডলারে প্রায় ১৪ লাখ) দাবি করেন। এর মধ্যে একটি কোম্পানি এনটিডি ২ লাখ ৩৬ হাজার ৪২৭ টাকা প্রদান করলেও বাকি চারটি কোম্পানি অসঙ্গতি চিহ্নিত করে দাবিগুলো প্রত্যাখ্যান করে। পরে ওই পাঁচ বিমা কোম্পানি পুলিশে অভিযোগ জানায়। এরপর প্রসিকিউটররা তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও ইচ্ছাকৃতভাবে গুরুতর আত্ম-আহতের সহায়তার অভিযোগে এনে অভিযোগপত্র দাখিল করেন।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৬ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৬ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৭ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
১০ দিন আগে