
পোষা প্রাণী হারিয়ে যাওয়ার কষ্টটা কেমন তা শুধু যাদের এমন অভিজ্ঞতা হয়েছে তাঁরাই বলতে পারেন। কিন্তু হারিয়ে যাওয়া কোনো প্রাণী যদি এক বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলে কী অবস্থা হবে বলুন তো! এর মালিকের আনন্দ যে সীমা ছাড়াবে তাতে আর সন্দেহ কী! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়নের এক খামারের একটি বিড়ালের বেলায়।
২০২২ সালে বেবি বু নামের বিড়ালটিকে আনা হয় শ্যাম্পেইনের কার্টিস অরচারড নামের খামারটিতে। ওই বছরের সেপ্টেম্বরেই এটি হারিয়ে যায়।
খামারটির সেক্রেটারি র্যাচেল কভেন্ট্রি বলেন, ‘যদি সে বলতে পারত কী হয়েছে, কোথায় গিয়েছিল? সে কি ভুলবশত কারও গাড়িতে ঢুকে পড়েছিল এবং তারা তাকে রেখে দিয়েছিল? নাকি তাকে ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে গিয়েছিল?’
তবে কথা হলো বিড়ালটি অবশেষে শ্যাম্পেইনে ফিরে এসেছে, নিরাপদ এবং সুস্থ অবস্থায়।
‘দুই সপ্তাহ আগে, আমরা হিউম্যান সোসাইটি থেকে একটি ফোন পেয়েছিলাম। তারা জানায় তাদের কাছে বেবি বু আছে।’ বলেন কভেন্ট্রি।
বেবি বু কার্টিস অরচার্ড পরিবারের একটি অংশ হয়ে পড়েছিল। ওটার বয়স হারানোর সময়ও ছিল একেবারেই কম। ‘আমরা রোমাঞ্চিত। বেবি বু সবার খুব প্রিয় ছিল।’ কভেন্ট্রি বলেন।
তিনি জানান যে রাতে বিড়ালটি নিখোঁজ হয়েছিল, ঠিক কী ঘটে বলতে পারবেন না তাঁরা।
‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তাকে পশু নিয়ন্ত্রকেরা তুলে নিয়েছিল কিংবা কেউ তাকে তাদের কাছে ছেড়ে দিয়েছে কিনা! তাই আমরা কিছুই জানি না।’ বলেন কভেন্ট্রি।
তারা কথা হলো বেবি বু ফিরে এসেছে। বর্তমানে, বেবি বু সামান্য ঠান্ডা লাগা বাদ দিলে সুস্থই আছে। তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে। কভেন্ট্রি জানান যে তাদের ইতিমধ্যে একটি পরিবার জানিয়েছে তাঁরা বেবি বুকে দত্তক নিতে আগ্রহী।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই), ইয়াহু নিউজ

পোষা প্রাণী হারিয়ে যাওয়ার কষ্টটা কেমন তা শুধু যাদের এমন অভিজ্ঞতা হয়েছে তাঁরাই বলতে পারেন। কিন্তু হারিয়ে যাওয়া কোনো প্রাণী যদি এক বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলে কী অবস্থা হবে বলুন তো! এর মালিকের আনন্দ যে সীমা ছাড়াবে তাতে আর সন্দেহ কী! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়নের এক খামারের একটি বিড়ালের বেলায়।
২০২২ সালে বেবি বু নামের বিড়ালটিকে আনা হয় শ্যাম্পেইনের কার্টিস অরচারড নামের খামারটিতে। ওই বছরের সেপ্টেম্বরেই এটি হারিয়ে যায়।
খামারটির সেক্রেটারি র্যাচেল কভেন্ট্রি বলেন, ‘যদি সে বলতে পারত কী হয়েছে, কোথায় গিয়েছিল? সে কি ভুলবশত কারও গাড়িতে ঢুকে পড়েছিল এবং তারা তাকে রেখে দিয়েছিল? নাকি তাকে ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে গিয়েছিল?’
তবে কথা হলো বিড়ালটি অবশেষে শ্যাম্পেইনে ফিরে এসেছে, নিরাপদ এবং সুস্থ অবস্থায়।
‘দুই সপ্তাহ আগে, আমরা হিউম্যান সোসাইটি থেকে একটি ফোন পেয়েছিলাম। তারা জানায় তাদের কাছে বেবি বু আছে।’ বলেন কভেন্ট্রি।
বেবি বু কার্টিস অরচার্ড পরিবারের একটি অংশ হয়ে পড়েছিল। ওটার বয়স হারানোর সময়ও ছিল একেবারেই কম। ‘আমরা রোমাঞ্চিত। বেবি বু সবার খুব প্রিয় ছিল।’ কভেন্ট্রি বলেন।
তিনি জানান যে রাতে বিড়ালটি নিখোঁজ হয়েছিল, ঠিক কী ঘটে বলতে পারবেন না তাঁরা।
‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তাকে পশু নিয়ন্ত্রকেরা তুলে নিয়েছিল কিংবা কেউ তাকে তাদের কাছে ছেড়ে দিয়েছে কিনা! তাই আমরা কিছুই জানি না।’ বলেন কভেন্ট্রি।
তারা কথা হলো বেবি বু ফিরে এসেছে। বর্তমানে, বেবি বু সামান্য ঠান্ডা লাগা বাদ দিলে সুস্থই আছে। তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে। কভেন্ট্রি জানান যে তাদের ইতিমধ্যে একটি পরিবার জানিয়েছে তাঁরা বেবি বুকে দত্তক নিতে আগ্রহী।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই), ইয়াহু নিউজ

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
৩ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
৩ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
১০ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
১০ দিন আগে