
পোষা প্রাণী হারিয়ে যাওয়ার কষ্টটা কেমন তা শুধু যাদের এমন অভিজ্ঞতা হয়েছে তাঁরাই বলতে পারেন। কিন্তু হারিয়ে যাওয়া কোনো প্রাণী যদি এক বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলে কী অবস্থা হবে বলুন তো! এর মালিকের আনন্দ যে সীমা ছাড়াবে তাতে আর সন্দেহ কী! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়নের এক খামারের একটি বিড়ালের বেলায়।
২০২২ সালে বেবি বু নামের বিড়ালটিকে আনা হয় শ্যাম্পেইনের কার্টিস অরচারড নামের খামারটিতে। ওই বছরের সেপ্টেম্বরেই এটি হারিয়ে যায়।
খামারটির সেক্রেটারি র্যাচেল কভেন্ট্রি বলেন, ‘যদি সে বলতে পারত কী হয়েছে, কোথায় গিয়েছিল? সে কি ভুলবশত কারও গাড়িতে ঢুকে পড়েছিল এবং তারা তাকে রেখে দিয়েছিল? নাকি তাকে ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে গিয়েছিল?’
তবে কথা হলো বিড়ালটি অবশেষে শ্যাম্পেইনে ফিরে এসেছে, নিরাপদ এবং সুস্থ অবস্থায়।
‘দুই সপ্তাহ আগে, আমরা হিউম্যান সোসাইটি থেকে একটি ফোন পেয়েছিলাম। তারা জানায় তাদের কাছে বেবি বু আছে।’ বলেন কভেন্ট্রি।
বেবি বু কার্টিস অরচার্ড পরিবারের একটি অংশ হয়ে পড়েছিল। ওটার বয়স হারানোর সময়ও ছিল একেবারেই কম। ‘আমরা রোমাঞ্চিত। বেবি বু সবার খুব প্রিয় ছিল।’ কভেন্ট্রি বলেন।
তিনি জানান যে রাতে বিড়ালটি নিখোঁজ হয়েছিল, ঠিক কী ঘটে বলতে পারবেন না তাঁরা।
‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তাকে পশু নিয়ন্ত্রকেরা তুলে নিয়েছিল কিংবা কেউ তাকে তাদের কাছে ছেড়ে দিয়েছে কিনা! তাই আমরা কিছুই জানি না।’ বলেন কভেন্ট্রি।
তারা কথা হলো বেবি বু ফিরে এসেছে। বর্তমানে, বেবি বু সামান্য ঠান্ডা লাগা বাদ দিলে সুস্থই আছে। তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে। কভেন্ট্রি জানান যে তাদের ইতিমধ্যে একটি পরিবার জানিয়েছে তাঁরা বেবি বুকে দত্তক নিতে আগ্রহী।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই), ইয়াহু নিউজ

পোষা প্রাণী হারিয়ে যাওয়ার কষ্টটা কেমন তা শুধু যাদের এমন অভিজ্ঞতা হয়েছে তাঁরাই বলতে পারেন। কিন্তু হারিয়ে যাওয়া কোনো প্রাণী যদি এক বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলে কী অবস্থা হবে বলুন তো! এর মালিকের আনন্দ যে সীমা ছাড়াবে তাতে আর সন্দেহ কী! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়নের এক খামারের একটি বিড়ালের বেলায়।
২০২২ সালে বেবি বু নামের বিড়ালটিকে আনা হয় শ্যাম্পেইনের কার্টিস অরচারড নামের খামারটিতে। ওই বছরের সেপ্টেম্বরেই এটি হারিয়ে যায়।
খামারটির সেক্রেটারি র্যাচেল কভেন্ট্রি বলেন, ‘যদি সে বলতে পারত কী হয়েছে, কোথায় গিয়েছিল? সে কি ভুলবশত কারও গাড়িতে ঢুকে পড়েছিল এবং তারা তাকে রেখে দিয়েছিল? নাকি তাকে ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে গিয়েছিল?’
তবে কথা হলো বিড়ালটি অবশেষে শ্যাম্পেইনে ফিরে এসেছে, নিরাপদ এবং সুস্থ অবস্থায়।
‘দুই সপ্তাহ আগে, আমরা হিউম্যান সোসাইটি থেকে একটি ফোন পেয়েছিলাম। তারা জানায় তাদের কাছে বেবি বু আছে।’ বলেন কভেন্ট্রি।
বেবি বু কার্টিস অরচার্ড পরিবারের একটি অংশ হয়ে পড়েছিল। ওটার বয়স হারানোর সময়ও ছিল একেবারেই কম। ‘আমরা রোমাঞ্চিত। বেবি বু সবার খুব প্রিয় ছিল।’ কভেন্ট্রি বলেন।
তিনি জানান যে রাতে বিড়ালটি নিখোঁজ হয়েছিল, ঠিক কী ঘটে বলতে পারবেন না তাঁরা।
‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তাকে পশু নিয়ন্ত্রকেরা তুলে নিয়েছিল কিংবা কেউ তাকে তাদের কাছে ছেড়ে দিয়েছে কিনা! তাই আমরা কিছুই জানি না।’ বলেন কভেন্ট্রি।
তারা কথা হলো বেবি বু ফিরে এসেছে। বর্তমানে, বেবি বু সামান্য ঠান্ডা লাগা বাদ দিলে সুস্থই আছে। তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে। কভেন্ট্রি জানান যে তাদের ইতিমধ্যে একটি পরিবার জানিয়েছে তাঁরা বেবি বুকে দত্তক নিতে আগ্রহী।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই), ইয়াহু নিউজ

একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৫ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৬ দিন আগে
ইতালির আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট জিরিফালকোর পাদদেশে অবস্থিত এক প্রাচীন গ্রাম পালিয়ারা দে মার্সি। জনশূন্য এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই বেশি। গত কয়েক দশক ধরে গ্রামটি নিস্তব্ধতায় ডুবে ছিল, কিন্তু গত মার্চ মাস থেকে সেখানে বইছে খুশির জোয়ার। কারণ, দীর্ঘ ৩০ বছর পর এই গ্রামে প্রথম কোনো শিশুর জন্ম
৬ দিন আগে
ক্যালিফোর্নিয়ার সুজ লোপেজ যখন তাঁর ছোট ছেলে রিউকে কোলে নিয়ে বসেন, তখন এক অলৌকিক বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। কারণ, ছোট্ট রিউ তাঁর মায়ের জরায়ুর ভেতরে নয়, বেড়ে উঠেছিল পেটের ভেতরে একটি বিশাল আকৃতির ওভারিয়ান সিস্টের আড়ালে। চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিরল এই ঘটনাকে ‘মিরাকল’ বা অলৌকিক বলছেন চিকিৎ
৮ দিন আগে