ফখরুল ইসলাম

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ব্রাজিলে অনুষ্ঠিত হলেও টান টান উত্তেজনা ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। উত্তেজনা থেকে যেন সংঘাত সৃষ্টি না হয়, সে জন্য পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছিল জেলায়। কেনই–বা পুলিশ মোতায়েন করা হবে না। যে এলাকায় কিশোরদের ক্রিকেট খেলা নিয়ে সফল সংঘর্ষ হয়, যেখানে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন, সেখানে পুলিশ মোতায়েন তো রুটিন ওয়ার্ক।
ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মান রাখছে। ব্রাহ্মণবাড়িয়া ‘গাহে সাম্যের গান/ যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান’। স্মার্টফোনে লুডু খেলা থেকে শুরু করে কোপা আমেরিকা—কোনোটাতেই তারা নির্লিপ্ত নয়। স্মার্টফোনে লুডুর প্রসঙ্গ যখন এলই তখন একটু খোলাসা করা যাক। এই খেলাকে কেন্দ্র করেও সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়, যেখানে আহত হয় অর্ধশত। আর শিশুদের মার্বেল খেলা নিয়ে হওয়া সংঘর্ষে ১৫ জন আহতের ঘটনাও ঘটেছে এলাকাটিতে। ফলে কোপা আমেরিকা নিয়ে কী হতে পারত? আর ভাবা যাচ্ছে না, কেমন গা শিউরে উঠছে। এ হিসাবে কোপার আসরে জেলাজুড়ে ৫০০ পুলিশ মোতায়েন তো কমই হয়েছে।
ওই এলাকার এক আর্জেন্টিনা সমর্থককে ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোর শীর্ষে কারা রয়েছেন—এমন প্রশ্ন করা হলে তিনি চোখ বন্ধ করে শরাইলের কুট্টা পাড়ার নাম নেন। তারপর তিনি বলেন, ভাগ্য ভালো এবারের কোপার আসর ব্রাজিলে হইছে। যদি খেলা ব্রাহ্মণবাড়িয়ার মাঠে হইতো তাহলে কখনোই আর্জেন্টিনা কাপ নিতে পারত না। এর কারণ জানতে চাইলে এই সমর্থক বলেন, শরাইলের ওই কুট্টা পাড়ার প্রায় সবাই ব্রাজিল সমর্থক। যাদের সামনে পান থেকে চুন খসলেই নারী–পুরুষ নির্বিশেষে মারামারি করতে পুরো গ্রাম একত্রিত হয়ে যায়। তাহলে সেই এলাকার আবেগী জনগণ কীভাবে চোখের সামনে দিয়ে আর্জেন্টিনাকে কাপ নিতে দিত।
সেই তুলনায় এবারের কোপার আসরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ কমই হয়েছে। এবাররে সংঘর্ষে ব্রাজিল ৩-১ গোলে জয় পেয়েছে। অর্থাৎ, আর্জেন্টিনার তিনজন সমর্থক এবং ব্রাজিলের একজন সমর্থক আহত হয়েছেন। এতে অনেকটাই প্রমাণিত হয় ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার সমর্থকের চেয়ে ব্রাজিলের সমর্থকদের গায়ে জোর বেশি। তাহলে ওই আর্জেন্টিনা ভক্তের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাসতে হাসতে বলাই যায় ব্রাহ্মণবাড়িয়ার মাঠে খেলা হলে কোপার কাপ ব্রাজিলই নিত।
এ বিষয়ে নেইমার এক কাল্পনিক সাক্ষাৎকারে বলেন, রেফারি আমাদের ওপর অবিচার করেছে। আমাদের একটা গোল অফসাইড ধরলেও আর্জেন্টিনার গোলটা কিন্তু অফসাইড ধরেনি। আমি কিন্তু ফাইনালে হারার কারণে কাঁদিনি। কেঁদেছি ব্রাহ্মণবাড়িয়ার সমর্থকদের কথা স্মরণ করে। তাঁরা আমাদের ওপর অবিচার হতে দেখে কতই না কষ্ট পেয়েছেন। আজ ব্রাহ্মণবাড়িয়ার মাঠে খেলা হইলে দেখতাম, আর্জেন্টিনা কেমনে কাপটা নিত।
ব্রাহম্ণবাড়িয়া নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই নেইমারের মধ্যেও আবেগের আধিক্য দেখা দেয়। আবেগের বসে তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ভাষার সঙ্গে পর্তুগিজ ও স্প্যানিশ মিশিয়ে কথা বলতে শুরু করেন। বিপদ দেখে দ্রুত কেটে পড়তে হলো।

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ব্রাজিলে অনুষ্ঠিত হলেও টান টান উত্তেজনা ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। উত্তেজনা থেকে যেন সংঘাত সৃষ্টি না হয়, সে জন্য পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছিল জেলায়। কেনই–বা পুলিশ মোতায়েন করা হবে না। যে এলাকায় কিশোরদের ক্রিকেট খেলা নিয়ে সফল সংঘর্ষ হয়, যেখানে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন, সেখানে পুলিশ মোতায়েন তো রুটিন ওয়ার্ক।
ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মান রাখছে। ব্রাহ্মণবাড়িয়া ‘গাহে সাম্যের গান/ যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান’। স্মার্টফোনে লুডু খেলা থেকে শুরু করে কোপা আমেরিকা—কোনোটাতেই তারা নির্লিপ্ত নয়। স্মার্টফোনে লুডুর প্রসঙ্গ যখন এলই তখন একটু খোলাসা করা যাক। এই খেলাকে কেন্দ্র করেও সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়, যেখানে আহত হয় অর্ধশত। আর শিশুদের মার্বেল খেলা নিয়ে হওয়া সংঘর্ষে ১৫ জন আহতের ঘটনাও ঘটেছে এলাকাটিতে। ফলে কোপা আমেরিকা নিয়ে কী হতে পারত? আর ভাবা যাচ্ছে না, কেমন গা শিউরে উঠছে। এ হিসাবে কোপার আসরে জেলাজুড়ে ৫০০ পুলিশ মোতায়েন তো কমই হয়েছে।
ওই এলাকার এক আর্জেন্টিনা সমর্থককে ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোর শীর্ষে কারা রয়েছেন—এমন প্রশ্ন করা হলে তিনি চোখ বন্ধ করে শরাইলের কুট্টা পাড়ার নাম নেন। তারপর তিনি বলেন, ভাগ্য ভালো এবারের কোপার আসর ব্রাজিলে হইছে। যদি খেলা ব্রাহ্মণবাড়িয়ার মাঠে হইতো তাহলে কখনোই আর্জেন্টিনা কাপ নিতে পারত না। এর কারণ জানতে চাইলে এই সমর্থক বলেন, শরাইলের ওই কুট্টা পাড়ার প্রায় সবাই ব্রাজিল সমর্থক। যাদের সামনে পান থেকে চুন খসলেই নারী–পুরুষ নির্বিশেষে মারামারি করতে পুরো গ্রাম একত্রিত হয়ে যায়। তাহলে সেই এলাকার আবেগী জনগণ কীভাবে চোখের সামনে দিয়ে আর্জেন্টিনাকে কাপ নিতে দিত।
সেই তুলনায় এবারের কোপার আসরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ কমই হয়েছে। এবাররে সংঘর্ষে ব্রাজিল ৩-১ গোলে জয় পেয়েছে। অর্থাৎ, আর্জেন্টিনার তিনজন সমর্থক এবং ব্রাজিলের একজন সমর্থক আহত হয়েছেন। এতে অনেকটাই প্রমাণিত হয় ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার সমর্থকের চেয়ে ব্রাজিলের সমর্থকদের গায়ে জোর বেশি। তাহলে ওই আর্জেন্টিনা ভক্তের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাসতে হাসতে বলাই যায় ব্রাহ্মণবাড়িয়ার মাঠে খেলা হলে কোপার কাপ ব্রাজিলই নিত।
এ বিষয়ে নেইমার এক কাল্পনিক সাক্ষাৎকারে বলেন, রেফারি আমাদের ওপর অবিচার করেছে। আমাদের একটা গোল অফসাইড ধরলেও আর্জেন্টিনার গোলটা কিন্তু অফসাইড ধরেনি। আমি কিন্তু ফাইনালে হারার কারণে কাঁদিনি। কেঁদেছি ব্রাহ্মণবাড়িয়ার সমর্থকদের কথা স্মরণ করে। তাঁরা আমাদের ওপর অবিচার হতে দেখে কতই না কষ্ট পেয়েছেন। আজ ব্রাহ্মণবাড়িয়ার মাঠে খেলা হইলে দেখতাম, আর্জেন্টিনা কেমনে কাপটা নিত।
ব্রাহম্ণবাড়িয়া নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই নেইমারের মধ্যেও আবেগের আধিক্য দেখা দেয়। আবেগের বসে তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ভাষার সঙ্গে পর্তুগিজ ও স্প্যানিশ মিশিয়ে কথা বলতে শুরু করেন। বিপদ দেখে দ্রুত কেটে পড়তে হলো।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
২ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
২ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৯ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
১০ দিন আগে