
এমিরেটস এয়ারওয়েজের ইকোনমি ক্লাসের টিকিট ছিল ২৫ বছর বয়সী জো ডোয়েল এবং তাঁর ৫৯ বছর বয়সী মা কিমি চেডেলের কাছে। পূর্ব আফ্রিকার দ্বীপপুঞ্জ সেশেলসের একটি বিমানবন্দর থেকে তাঁরা সুইজারল্যান্ডের উদ্দেশে যাচ্ছিলেন পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে। কিন্তু বিমানে ওঠার পর নিজেদের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলেন না মা আর মেয়ে। কারণ তাঁরা ছাড়া আর কোনো যাত্রী ছিল না ইকোনমি ক্লাসের কেবিনে। এ অবস্থায় কী আর করা—ক্রুদের সহযোগিতায় পুরো কেবিনটিকেই নিজের বাড়ি করে নেন জো আর কিমি।
বুধবার দ্য মিরর জানিয়েছে, আর কোনো যাত্রী না থাকায় পুরো কেবিন জুড়েই নেচে বেরিয়েছেন জো ডোয়েল। লাফালাফি আর চিৎপটাং তো আছেই। বিমানের ক্রুদের সঙ্গেও বেশ গল্প জমে যায় তাঁদের। একজন বিমানবালা জো ডোয়েলের মা কিমি চেডেলকে নিজের টুপিটি পরিয়ে দিয়েছিলেন। এসব কাণ্ডকারখানা নিয়ে মা-মেয়ে মিলে ইচ্ছেমতো অনেকগুলো টিকটক ভিডিও এবং ছবিও তুলেছেন।
কানাডার মন্ট্রিলে বসবাস করলেও বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থান করছেন জো ডোয়েল। সাঁতারের পোশাক তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। একটি টিকটক ভিডিওতে জো বলেন, ‘বিমানটি খালি পাওয়া একটি ছিল সম্পূর্ণ বিস্ময়।’
আরও বলেন, ‘আমাদের ধারণাই ছিল না যে, আমরা একা। সেশেলসে বর্ষাকাল থাকায় এবং ক্রিসমাস ডে হওয়ায় সেদিন বিমানটি খালি ছিল সম্ভবত।’
জো জানান, মাত্র দুজন যাত্রীর বিষয়ে বিমানবালারা তাঁদের জানিয়েছিল—এ ধরনের পরিস্থিতি তাঁরাও কখনো দেখেননি। বিমানটির বিজনেস ক্লাসে যেতে দেওয়া না হলেও পুরো ভ্রমণটি দারুণ উপভোগ করেছেন মায়ের সঙ্গে।
জো বলেন, ‘আমরা ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে গল্পে মেতে উঠি এবং তাদের সঙ্গে মজার মজার ভিডিও শুট করি। বিষয়টি দারুণ ছিল।’

এমিরেটস এয়ারওয়েজের ইকোনমি ক্লাসের টিকিট ছিল ২৫ বছর বয়সী জো ডোয়েল এবং তাঁর ৫৯ বছর বয়সী মা কিমি চেডেলের কাছে। পূর্ব আফ্রিকার দ্বীপপুঞ্জ সেশেলসের একটি বিমানবন্দর থেকে তাঁরা সুইজারল্যান্ডের উদ্দেশে যাচ্ছিলেন পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে। কিন্তু বিমানে ওঠার পর নিজেদের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলেন না মা আর মেয়ে। কারণ তাঁরা ছাড়া আর কোনো যাত্রী ছিল না ইকোনমি ক্লাসের কেবিনে। এ অবস্থায় কী আর করা—ক্রুদের সহযোগিতায় পুরো কেবিনটিকেই নিজের বাড়ি করে নেন জো আর কিমি।
বুধবার দ্য মিরর জানিয়েছে, আর কোনো যাত্রী না থাকায় পুরো কেবিন জুড়েই নেচে বেরিয়েছেন জো ডোয়েল। লাফালাফি আর চিৎপটাং তো আছেই। বিমানের ক্রুদের সঙ্গেও বেশ গল্প জমে যায় তাঁদের। একজন বিমানবালা জো ডোয়েলের মা কিমি চেডেলকে নিজের টুপিটি পরিয়ে দিয়েছিলেন। এসব কাণ্ডকারখানা নিয়ে মা-মেয়ে মিলে ইচ্ছেমতো অনেকগুলো টিকটক ভিডিও এবং ছবিও তুলেছেন।
কানাডার মন্ট্রিলে বসবাস করলেও বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থান করছেন জো ডোয়েল। সাঁতারের পোশাক তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। একটি টিকটক ভিডিওতে জো বলেন, ‘বিমানটি খালি পাওয়া একটি ছিল সম্পূর্ণ বিস্ময়।’
আরও বলেন, ‘আমাদের ধারণাই ছিল না যে, আমরা একা। সেশেলসে বর্ষাকাল থাকায় এবং ক্রিসমাস ডে হওয়ায় সেদিন বিমানটি খালি ছিল সম্ভবত।’
জো জানান, মাত্র দুজন যাত্রীর বিষয়ে বিমানবালারা তাঁদের জানিয়েছিল—এ ধরনের পরিস্থিতি তাঁরাও কখনো দেখেননি। বিমানটির বিজনেস ক্লাসে যেতে দেওয়া না হলেও পুরো ভ্রমণটি দারুণ উপভোগ করেছেন মায়ের সঙ্গে।
জো বলেন, ‘আমরা ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে গল্পে মেতে উঠি এবং তাদের সঙ্গে মজার মজার ভিডিও শুট করি। বিষয়টি দারুণ ছিল।’

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
২ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৩ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৪ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
৬ দিন আগে