আজকের পত্রিকা ডেস্ক

কনসার্টে বিনা মূল্যে দেওয়া টি-শার্টের জন্য মারামারি! আর সেই মারামারিতে এক বৃদ্ধার বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিউইয়র্কের হ্যাম্পটনে একটি কনসার্টে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই বৃদ্ধা একজন আবাসন ব্যবসায়ী।
পেজ সিক্সের বরাতে জানা গেছে, গেইল বোমজে নামের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধা ইস্ট হ্যাম্পটনের ‘টুয়েজডেজ অন মেইন বিচ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অভিযোগ উঠেছে, তিনি বিনা মূল্যে টি-শার্ট পাওয়ার জন্য হুড়োহুড়ি করেন এবং আশপাশে উপস্থিত অন্যদের লাথি ও ঘুষি মারেন।
পুলিশ রিপোর্টে বলা হয়েছে, একটি ছয় বছর বয়সী শিশুকে কামড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একজন প্রত্যক্ষদর্শী জানান, টি-শার্ট পাওয়ার জন্য বোমজে শিশুদেরও লাথি ও ঘুষি মারছিলেন। আহত ওই শিশু পুলিশকে জানায়, বোমজে তার হাত ধরে কামড়ে দেন। এর ফলে তার হাত ফুলে যায় ও অনেকটা কেটে গিয়ে রক্ত বের হতে থাকে।
এ ঘটনার পর আহত শিশুটির মা-বাবা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমজেকে খুঁজে বের করার চেষ্টা করলেও তাঁকে আর সেখানে পাওয়া যায়নি। পরে গত মঙ্গলবার ইস্ট হ্যাম্পটনের পুলিশ বোমজেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে তৃতীয় স্তরের আক্রমণ (থার্ড ডিগ্রি অ্যাসল্ট) ও শিশুদের আক্রমণ করার অভিযোগ আনা হয়।
এদিকে গতকাল বুধবার বোমজের আইনজীবী ক্রিস্টোফার ম্যাকগুইর বলেন, ‘আমার মক্কেল ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা। তিনি ওই শিশুর নানি-দাদির বয়সী। তিনি তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন।’ তিনি আরও বলেন, টি-শার্ট ছুড়ে দেওয়ার সময় বিশৃঙ্খলার মধ্যে একদল কিশোর-কিশোরী তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, এতে তিনি আঘাত পান। পরদিন তিনি লিখিতভাবে অনুষ্ঠানের আয়োজকদের কাছে একটি অভিযোগ করেন। তাঁর মতে, ভালো ব্যবস্থাপনা থাকলে এ ধরনের ভিড় নিয়ন্ত্রণ করা যেত।
উল্লেখ্য, অভিযুক্ত গেইল বোমজে বিলাসবহুল আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জনপ্রিয় টক শো উপস্থাপক জেরাল্ডো রিভেরার চার মিলিয়ন ডলারের একটি অ্যাপার্টমেন্ট ও একটি পার্ক অ্যাভিনিউ টাউন হাউস ২১ দশমিক ৮ মিলিয়ন ডলারে বিক্রি করেন।

কনসার্টে বিনা মূল্যে দেওয়া টি-শার্টের জন্য মারামারি! আর সেই মারামারিতে এক বৃদ্ধার বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিউইয়র্কের হ্যাম্পটনে একটি কনসার্টে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই বৃদ্ধা একজন আবাসন ব্যবসায়ী।
পেজ সিক্সের বরাতে জানা গেছে, গেইল বোমজে নামের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধা ইস্ট হ্যাম্পটনের ‘টুয়েজডেজ অন মেইন বিচ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অভিযোগ উঠেছে, তিনি বিনা মূল্যে টি-শার্ট পাওয়ার জন্য হুড়োহুড়ি করেন এবং আশপাশে উপস্থিত অন্যদের লাথি ও ঘুষি মারেন।
পুলিশ রিপোর্টে বলা হয়েছে, একটি ছয় বছর বয়সী শিশুকে কামড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একজন প্রত্যক্ষদর্শী জানান, টি-শার্ট পাওয়ার জন্য বোমজে শিশুদেরও লাথি ও ঘুষি মারছিলেন। আহত ওই শিশু পুলিশকে জানায়, বোমজে তার হাত ধরে কামড়ে দেন। এর ফলে তার হাত ফুলে যায় ও অনেকটা কেটে গিয়ে রক্ত বের হতে থাকে।
এ ঘটনার পর আহত শিশুটির মা-বাবা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমজেকে খুঁজে বের করার চেষ্টা করলেও তাঁকে আর সেখানে পাওয়া যায়নি। পরে গত মঙ্গলবার ইস্ট হ্যাম্পটনের পুলিশ বোমজেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে তৃতীয় স্তরের আক্রমণ (থার্ড ডিগ্রি অ্যাসল্ট) ও শিশুদের আক্রমণ করার অভিযোগ আনা হয়।
এদিকে গতকাল বুধবার বোমজের আইনজীবী ক্রিস্টোফার ম্যাকগুইর বলেন, ‘আমার মক্কেল ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা। তিনি ওই শিশুর নানি-দাদির বয়সী। তিনি তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন।’ তিনি আরও বলেন, টি-শার্ট ছুড়ে দেওয়ার সময় বিশৃঙ্খলার মধ্যে একদল কিশোর-কিশোরী তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, এতে তিনি আঘাত পান। পরদিন তিনি লিখিতভাবে অনুষ্ঠানের আয়োজকদের কাছে একটি অভিযোগ করেন। তাঁর মতে, ভালো ব্যবস্থাপনা থাকলে এ ধরনের ভিড় নিয়ন্ত্রণ করা যেত।
উল্লেখ্য, অভিযুক্ত গেইল বোমজে বিলাসবহুল আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জনপ্রিয় টক শো উপস্থাপক জেরাল্ডো রিভেরার চার মিলিয়ন ডলারের একটি অ্যাপার্টমেন্ট ও একটি পার্ক অ্যাভিনিউ টাউন হাউস ২১ দশমিক ৮ মিলিয়ন ডলারে বিক্রি করেন।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
৩ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
৩ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
১০ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
১০ দিন আগে