
ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামধারী বেশ কয়েকটি পেজ। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে অন্তত এমন ১০টি পেজ খুঁজে পেয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পেজগুলো বর্তমানে ‘আনপাবলিশড’ অবস্থায় আছে বা ডিলিট করে দেওয়া হয়েছে। মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদনে বাংলাদেশ থেকে পরিচালিত ৩০০টি পেজ পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। এসব পেজের মধ্যে মোট আনপাবলিশড বা ডিলিট করে দেওয়া পেজের সংখ্যা ৫৮ টি।
আওয়ামী লীগ সংশ্লিষ্টদের পেজগুলোর মালিকানায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সংসদ সদস্যের ছেলে এবং আওয়ামী লীগ মনোনীত মেয়র এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা। কিছু পেজ থেকে গুজব, প্রোপাগান্ডা ছড়াত। এসব পেজের বিজ্ঞাপন বাবদ গত আগস্টেই সর্বোচ্চ ২২ হাজার থেকে শুরু করে সর্বনিম্ন ১২ হাজার টাকা ব্যয় করা হয়েছে (বাংলাদেশ ব্যাংকের বর্তমান ডলার বিনিময় হার অনুযায়ী)।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। যদিও এ অভ্যুত্থানের সূচনা জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে। রাজপথের এ আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পক্ষে–বিপক্ষে জনমত গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় ছিল উভয়পক্ষই। আগস্টের শুরু থেকে এ সক্রিয়তা আরও ব্যাপক হয়। এ ব্যাপকতার প্রমাণ পাওয়া যায় মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে।
এ মাসে ফেসবুক বিজ্ঞাপনে সবচেয়ে বেশি ব্যয় করেছে ‘ক্যাপ–ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম (Cap–Campaign Advocacy Program)’ নামের একটি পেজ। পেজটির ইউটিউব চ্যানেল থেকে জানা যায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির উদ্দেশ্যে ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের যাত্রা। চ্যানেলটিতে দেওয়া ছবির সঙ্গে আওয়ামী লীগের দলীয় পতাকার মিল রয়েছে। ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে ভোট দিতে আগ্রহী করতে পপ গায়িকা মিলার ‘গো ভোট’ গান নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করে।
পেজটি আগস্টের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে সর্বোচ্চ ব্যয় করেছে। এ ব্যয়ের পরিমাণ ১ হাজার ৮৩৯ ডলার, বাংলাদেশি টাকায় যা ২ লাখ ২০ হাজার ৬৮০ টাকা। কোটা আন্দোলন চলাকালে পেজটি থেকে ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের স্বাক্ষর সংবলিত একটি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘সার্বিক স্বার্থে ৭ দিনের জন্য সব কর্মসূচি প্রত্যাহার করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। বিজ্ঞপ্তিটি ভুয়া শনাক্ত করে সেদিনই প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
আগস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে ‘Once Again Sheikh Hasina’ নামের একটি পেজ। পেজটি ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে ব্যয় করেছে ১ হাজার ৫৭২ ডলার, বাংলাদেশি টাকায় ১ লাখ ৮৮ হাজার ৬৪০ টাকা।
তৃতীয় সর্বোচ্চ, ১ হাজার ৭৫ ডলার বা ১ লাখ ২৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পেজ থেকে।
‘আনপাবলিশড’ বা ডিলিট করা পেজগুলোর একটি চালাতেন সাবেক ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাঁর পেজ থেকে আগস্টে বিজ্ঞাপনের পেছনে ব্যয় করা হয়েছে ২১৩ ডলার বা ২৫ হাজার ৫৬০ টাকা।
শেখ হাসিনার দেশ ত্যাগের পর গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন পলক। এর আগে ৬ আগস্ট তাঁকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরোটা সময় ফেসবুকে সক্রিয় ছিলেন জুনাইদ আহমেদ পলক। এমনকি আন্দোলন চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকাকালীনও ফেসবুকে তাঁকে সক্রিয় দেখা গেছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকছেন।
ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ জানিয়ে পলক বলেন, ফেসবুক সরকারের কথা শুনছে না। ফেসবুক, ইউটিউব তারা বাংলাদেশের আইন কোনোভাবেই মানছে না, দেশের ধর্মীয় মূল্যবোধ, অর্থনৈতিক নিরাপত্তা, শৃঙ্খলা কোনো কিছুকেই তারা সম্মান দেখাচ্ছে না। তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন, প্রাইভেসি সেটিংস নিজেরাই ভঙ্গ করছে।
অ্যাড লাইব্রেরি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, জুনাইদ আহমেদ পলকের পেজটি থেকে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর থেকে গত ৩০ আগস্ট পর্যন্ত বিজ্ঞাপনের পেছনে ২৭ হাজার ৭৭ ডলার (৩২ লাখ ৪৯ হাজার ২৪০ টাকা) ব্যয় করা হয়েছে।
আওয়ামী লীগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির নামে পরিচালিত বিভিন্ন পেজ থেকে আগস্টে বিজ্ঞাপনের পেছনে ১০০ ডলার বা এর চেয়ে কম ব্যয় করা হয়েছে। ১০০ ডলার বা তার কম ব্যয় করা এ ধরনের ৫টি পেজ ‘আনপাবলিশড’ বা ডিলিট করা হয়েছে।
এসব পেজের মধ্যে আছে— একাদশ জাতীয় সংসদে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নামে খোলা পেজ, বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নামে খোলা পেজ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মোবারক আলী সিকদারের নামে খোলা পেজ এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমনের নামে খোলা পেজ।
এর মধ্যে সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নামে খোলা পেজটি থেকে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর থেকে গত ৩০ আগস্ট পর্যন্ত বিজ্ঞাপনের পেছনে ৩ হাজার ৭২৬ ডলার (৪ লাখ ৪৭ হাজার ১২০ টাকা) ব্যয় করা হয়েছে। একই সময়ে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মোবারক আলী সিকদারের নামে খোলা পেজ থেকে বিজ্ঞাপনের পেছনে ১ হাজার ৭১২ ডলার (২ লাখ ৫ হাজার ৪৪০ টাকা) ব্যয় করা হয়েছে। একই সময়ে সাইফুজ্জামান শিখরের নামে খোলা পেজ থেকে ব্যয় করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২০ টাকা।
এ ছাড়া আওয়ামী লীগ মিডিয়া সেল, ‘ডিএএও–ডিফেন্ডিং অ্যাগেইনস্ট অল অডস (DAAO–Defending Against All Odds)’ নামের দুটি পেজও ‘আনপাবলিশড’ বা ডিলিট করা হয়েছে। ‘ডিএএও–ডিফেন্ডিং অ্যাগেইনস্ট অল অডস’ নামের পেজটির ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, এসব অ্যাকাউন্টে আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন সময় পোস্ট দেওয়া হয়েছে। এই পেজ দুটিতেও আগস্টে ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে ১০০ ডলার বা এর চেয়ে কম ব্যয় করা হয়েছে।
আগস্টে ‘আনপাবলিশড’ বা ডিলিট করে দেওয়া অন্যান্য পেজের মধ্যে উল্লেখযোগ্য কিছু পেজের নাম হচ্ছে— ‘অপরাজেয় বাংলাদেশ’, ‘Smart Bangladesh’, ‘পথ হারাবে না বাংলাদেশ’, ‘সেই রাজাকার এই রাজাকার’, ‘আমার দেশ আমার অহংকার’, ‘প্রথম বাংলাদেশ’, ‘Aamrai Bangladesh–আমরাই বাংলাদেশ’, ‘Positive Bangladesh’, ‘মিস্টার ১০ পারসেন্ট–Mr.10 Percent’, ‘আবার দশ ট্রাক–Abar 10 Truck’, ‘আহ্বান–Ahoban’, ‘ইসলামের আলো–Light of Islam’ ইত্যাদি।

ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামধারী বেশ কয়েকটি পেজ। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে অন্তত এমন ১০টি পেজ খুঁজে পেয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পেজগুলো বর্তমানে ‘আনপাবলিশড’ অবস্থায় আছে বা ডিলিট করে দেওয়া হয়েছে। মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদনে বাংলাদেশ থেকে পরিচালিত ৩০০টি পেজ পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। এসব পেজের মধ্যে মোট আনপাবলিশড বা ডিলিট করে দেওয়া পেজের সংখ্যা ৫৮ টি।
আওয়ামী লীগ সংশ্লিষ্টদের পেজগুলোর মালিকানায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সংসদ সদস্যের ছেলে এবং আওয়ামী লীগ মনোনীত মেয়র এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা। কিছু পেজ থেকে গুজব, প্রোপাগান্ডা ছড়াত। এসব পেজের বিজ্ঞাপন বাবদ গত আগস্টেই সর্বোচ্চ ২২ হাজার থেকে শুরু করে সর্বনিম্ন ১২ হাজার টাকা ব্যয় করা হয়েছে (বাংলাদেশ ব্যাংকের বর্তমান ডলার বিনিময় হার অনুযায়ী)।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। যদিও এ অভ্যুত্থানের সূচনা জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে। রাজপথের এ আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পক্ষে–বিপক্ষে জনমত গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় ছিল উভয়পক্ষই। আগস্টের শুরু থেকে এ সক্রিয়তা আরও ব্যাপক হয়। এ ব্যাপকতার প্রমাণ পাওয়া যায় মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে।
এ মাসে ফেসবুক বিজ্ঞাপনে সবচেয়ে বেশি ব্যয় করেছে ‘ক্যাপ–ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম (Cap–Campaign Advocacy Program)’ নামের একটি পেজ। পেজটির ইউটিউব চ্যানেল থেকে জানা যায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির উদ্দেশ্যে ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের যাত্রা। চ্যানেলটিতে দেওয়া ছবির সঙ্গে আওয়ামী লীগের দলীয় পতাকার মিল রয়েছে। ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে ভোট দিতে আগ্রহী করতে পপ গায়িকা মিলার ‘গো ভোট’ গান নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করে।
পেজটি আগস্টের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে সর্বোচ্চ ব্যয় করেছে। এ ব্যয়ের পরিমাণ ১ হাজার ৮৩৯ ডলার, বাংলাদেশি টাকায় যা ২ লাখ ২০ হাজার ৬৮০ টাকা। কোটা আন্দোলন চলাকালে পেজটি থেকে ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের স্বাক্ষর সংবলিত একটি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘সার্বিক স্বার্থে ৭ দিনের জন্য সব কর্মসূচি প্রত্যাহার করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। বিজ্ঞপ্তিটি ভুয়া শনাক্ত করে সেদিনই প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
আগস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে ‘Once Again Sheikh Hasina’ নামের একটি পেজ। পেজটি ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে ব্যয় করেছে ১ হাজার ৫৭২ ডলার, বাংলাদেশি টাকায় ১ লাখ ৮৮ হাজার ৬৪০ টাকা।
তৃতীয় সর্বোচ্চ, ১ হাজার ৭৫ ডলার বা ১ লাখ ২৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পেজ থেকে।
‘আনপাবলিশড’ বা ডিলিট করা পেজগুলোর একটি চালাতেন সাবেক ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাঁর পেজ থেকে আগস্টে বিজ্ঞাপনের পেছনে ব্যয় করা হয়েছে ২১৩ ডলার বা ২৫ হাজার ৫৬০ টাকা।
শেখ হাসিনার দেশ ত্যাগের পর গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন পলক। এর আগে ৬ আগস্ট তাঁকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরোটা সময় ফেসবুকে সক্রিয় ছিলেন জুনাইদ আহমেদ পলক। এমনকি আন্দোলন চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকাকালীনও ফেসবুকে তাঁকে সক্রিয় দেখা গেছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকছেন।
ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ জানিয়ে পলক বলেন, ফেসবুক সরকারের কথা শুনছে না। ফেসবুক, ইউটিউব তারা বাংলাদেশের আইন কোনোভাবেই মানছে না, দেশের ধর্মীয় মূল্যবোধ, অর্থনৈতিক নিরাপত্তা, শৃঙ্খলা কোনো কিছুকেই তারা সম্মান দেখাচ্ছে না। তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন, প্রাইভেসি সেটিংস নিজেরাই ভঙ্গ করছে।
অ্যাড লাইব্রেরি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, জুনাইদ আহমেদ পলকের পেজটি থেকে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর থেকে গত ৩০ আগস্ট পর্যন্ত বিজ্ঞাপনের পেছনে ২৭ হাজার ৭৭ ডলার (৩২ লাখ ৪৯ হাজার ২৪০ টাকা) ব্যয় করা হয়েছে।
আওয়ামী লীগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির নামে পরিচালিত বিভিন্ন পেজ থেকে আগস্টে বিজ্ঞাপনের পেছনে ১০০ ডলার বা এর চেয়ে কম ব্যয় করা হয়েছে। ১০০ ডলার বা তার কম ব্যয় করা এ ধরনের ৫টি পেজ ‘আনপাবলিশড’ বা ডিলিট করা হয়েছে।
এসব পেজের মধ্যে আছে— একাদশ জাতীয় সংসদে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নামে খোলা পেজ, বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নামে খোলা পেজ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মোবারক আলী সিকদারের নামে খোলা পেজ এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমনের নামে খোলা পেজ।
এর মধ্যে সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নামে খোলা পেজটি থেকে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর থেকে গত ৩০ আগস্ট পর্যন্ত বিজ্ঞাপনের পেছনে ৩ হাজার ৭২৬ ডলার (৪ লাখ ৪৭ হাজার ১২০ টাকা) ব্যয় করা হয়েছে। একই সময়ে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মোবারক আলী সিকদারের নামে খোলা পেজ থেকে বিজ্ঞাপনের পেছনে ১ হাজার ৭১২ ডলার (২ লাখ ৫ হাজার ৪৪০ টাকা) ব্যয় করা হয়েছে। একই সময়ে সাইফুজ্জামান শিখরের নামে খোলা পেজ থেকে ব্যয় করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২০ টাকা।
এ ছাড়া আওয়ামী লীগ মিডিয়া সেল, ‘ডিএএও–ডিফেন্ডিং অ্যাগেইনস্ট অল অডস (DAAO–Defending Against All Odds)’ নামের দুটি পেজও ‘আনপাবলিশড’ বা ডিলিট করা হয়েছে। ‘ডিএএও–ডিফেন্ডিং অ্যাগেইনস্ট অল অডস’ নামের পেজটির ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, এসব অ্যাকাউন্টে আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন সময় পোস্ট দেওয়া হয়েছে। এই পেজ দুটিতেও আগস্টে ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে ১০০ ডলার বা এর চেয়ে কম ব্যয় করা হয়েছে।
আগস্টে ‘আনপাবলিশড’ বা ডিলিট করে দেওয়া অন্যান্য পেজের মধ্যে উল্লেখযোগ্য কিছু পেজের নাম হচ্ছে— ‘অপরাজেয় বাংলাদেশ’, ‘Smart Bangladesh’, ‘পথ হারাবে না বাংলাদেশ’, ‘সেই রাজাকার এই রাজাকার’, ‘আমার দেশ আমার অহংকার’, ‘প্রথম বাংলাদেশ’, ‘Aamrai Bangladesh–আমরাই বাংলাদেশ’, ‘Positive Bangladesh’, ‘মিস্টার ১০ পারসেন্ট–Mr.10 Percent’, ‘আবার দশ ট্রাক–Abar 10 Truck’, ‘আহ্বান–Ahoban’, ‘ইসলামের আলো–Light of Islam’ ইত্যাদি।

ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামধারী বেশ কয়েকটি পেজ। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে অন্তত এমন ১০টি পেজ খুঁজে পেয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পেজগুলো বর্তমানে ‘আনপাবলিশড’ অবস্থায় আছে বা ডিলিট করে দেওয়া হয়েছে। মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদনে বাংলাদেশ থেকে পরিচালিত ৩০০টি পেজ পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। এসব পেজের মধ্যে মোট আনপাবলিশড বা ডিলিট করে দেওয়া পেজের সংখ্যা ৫৮ টি।
আওয়ামী লীগ সংশ্লিষ্টদের পেজগুলোর মালিকানায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সংসদ সদস্যের ছেলে এবং আওয়ামী লীগ মনোনীত মেয়র এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা। কিছু পেজ থেকে গুজব, প্রোপাগান্ডা ছড়াত। এসব পেজের বিজ্ঞাপন বাবদ গত আগস্টেই সর্বোচ্চ ২২ হাজার থেকে শুরু করে সর্বনিম্ন ১২ হাজার টাকা ব্যয় করা হয়েছে (বাংলাদেশ ব্যাংকের বর্তমান ডলার বিনিময় হার অনুযায়ী)।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। যদিও এ অভ্যুত্থানের সূচনা জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে। রাজপথের এ আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পক্ষে–বিপক্ষে জনমত গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় ছিল উভয়পক্ষই। আগস্টের শুরু থেকে এ সক্রিয়তা আরও ব্যাপক হয়। এ ব্যাপকতার প্রমাণ পাওয়া যায় মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে।
এ মাসে ফেসবুক বিজ্ঞাপনে সবচেয়ে বেশি ব্যয় করেছে ‘ক্যাপ–ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম (Cap–Campaign Advocacy Program)’ নামের একটি পেজ। পেজটির ইউটিউব চ্যানেল থেকে জানা যায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির উদ্দেশ্যে ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের যাত্রা। চ্যানেলটিতে দেওয়া ছবির সঙ্গে আওয়ামী লীগের দলীয় পতাকার মিল রয়েছে। ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে ভোট দিতে আগ্রহী করতে পপ গায়িকা মিলার ‘গো ভোট’ গান নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করে।
পেজটি আগস্টের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে সর্বোচ্চ ব্যয় করেছে। এ ব্যয়ের পরিমাণ ১ হাজার ৮৩৯ ডলার, বাংলাদেশি টাকায় যা ২ লাখ ২০ হাজার ৬৮০ টাকা। কোটা আন্দোলন চলাকালে পেজটি থেকে ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের স্বাক্ষর সংবলিত একটি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘সার্বিক স্বার্থে ৭ দিনের জন্য সব কর্মসূচি প্রত্যাহার করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। বিজ্ঞপ্তিটি ভুয়া শনাক্ত করে সেদিনই প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
আগস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে ‘Once Again Sheikh Hasina’ নামের একটি পেজ। পেজটি ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে ব্যয় করেছে ১ হাজার ৫৭২ ডলার, বাংলাদেশি টাকায় ১ লাখ ৮৮ হাজার ৬৪০ টাকা।
তৃতীয় সর্বোচ্চ, ১ হাজার ৭৫ ডলার বা ১ লাখ ২৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পেজ থেকে।
‘আনপাবলিশড’ বা ডিলিট করা পেজগুলোর একটি চালাতেন সাবেক ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাঁর পেজ থেকে আগস্টে বিজ্ঞাপনের পেছনে ব্যয় করা হয়েছে ২১৩ ডলার বা ২৫ হাজার ৫৬০ টাকা।
শেখ হাসিনার দেশ ত্যাগের পর গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন পলক। এর আগে ৬ আগস্ট তাঁকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরোটা সময় ফেসবুকে সক্রিয় ছিলেন জুনাইদ আহমেদ পলক। এমনকি আন্দোলন চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকাকালীনও ফেসবুকে তাঁকে সক্রিয় দেখা গেছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকছেন।
ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ জানিয়ে পলক বলেন, ফেসবুক সরকারের কথা শুনছে না। ফেসবুক, ইউটিউব তারা বাংলাদেশের আইন কোনোভাবেই মানছে না, দেশের ধর্মীয় মূল্যবোধ, অর্থনৈতিক নিরাপত্তা, শৃঙ্খলা কোনো কিছুকেই তারা সম্মান দেখাচ্ছে না। তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন, প্রাইভেসি সেটিংস নিজেরাই ভঙ্গ করছে।
অ্যাড লাইব্রেরি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, জুনাইদ আহমেদ পলকের পেজটি থেকে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর থেকে গত ৩০ আগস্ট পর্যন্ত বিজ্ঞাপনের পেছনে ২৭ হাজার ৭৭ ডলার (৩২ লাখ ৪৯ হাজার ২৪০ টাকা) ব্যয় করা হয়েছে।
আওয়ামী লীগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির নামে পরিচালিত বিভিন্ন পেজ থেকে আগস্টে বিজ্ঞাপনের পেছনে ১০০ ডলার বা এর চেয়ে কম ব্যয় করা হয়েছে। ১০০ ডলার বা তার কম ব্যয় করা এ ধরনের ৫টি পেজ ‘আনপাবলিশড’ বা ডিলিট করা হয়েছে।
এসব পেজের মধ্যে আছে— একাদশ জাতীয় সংসদে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নামে খোলা পেজ, বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নামে খোলা পেজ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মোবারক আলী সিকদারের নামে খোলা পেজ এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমনের নামে খোলা পেজ।
এর মধ্যে সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নামে খোলা পেজটি থেকে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর থেকে গত ৩০ আগস্ট পর্যন্ত বিজ্ঞাপনের পেছনে ৩ হাজার ৭২৬ ডলার (৪ লাখ ৪৭ হাজার ১২০ টাকা) ব্যয় করা হয়েছে। একই সময়ে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মোবারক আলী সিকদারের নামে খোলা পেজ থেকে বিজ্ঞাপনের পেছনে ১ হাজার ৭১২ ডলার (২ লাখ ৫ হাজার ৪৪০ টাকা) ব্যয় করা হয়েছে। একই সময়ে সাইফুজ্জামান শিখরের নামে খোলা পেজ থেকে ব্যয় করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২০ টাকা।
এ ছাড়া আওয়ামী লীগ মিডিয়া সেল, ‘ডিএএও–ডিফেন্ডিং অ্যাগেইনস্ট অল অডস (DAAO–Defending Against All Odds)’ নামের দুটি পেজও ‘আনপাবলিশড’ বা ডিলিট করা হয়েছে। ‘ডিএএও–ডিফেন্ডিং অ্যাগেইনস্ট অল অডস’ নামের পেজটির ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, এসব অ্যাকাউন্টে আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন সময় পোস্ট দেওয়া হয়েছে। এই পেজ দুটিতেও আগস্টে ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে ১০০ ডলার বা এর চেয়ে কম ব্যয় করা হয়েছে।
আগস্টে ‘আনপাবলিশড’ বা ডিলিট করে দেওয়া অন্যান্য পেজের মধ্যে উল্লেখযোগ্য কিছু পেজের নাম হচ্ছে— ‘অপরাজেয় বাংলাদেশ’, ‘Smart Bangladesh’, ‘পথ হারাবে না বাংলাদেশ’, ‘সেই রাজাকার এই রাজাকার’, ‘আমার দেশ আমার অহংকার’, ‘প্রথম বাংলাদেশ’, ‘Aamrai Bangladesh–আমরাই বাংলাদেশ’, ‘Positive Bangladesh’, ‘মিস্টার ১০ পারসেন্ট–Mr.10 Percent’, ‘আবার দশ ট্রাক–Abar 10 Truck’, ‘আহ্বান–Ahoban’, ‘ইসলামের আলো–Light of Islam’ ইত্যাদি।

ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামধারী বেশ কয়েকটি পেজ। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে অন্তত এমন ১০টি পেজ খুঁজে পেয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পেজগুলো বর্তমানে ‘আনপাবলিশড’ অবস্থায় আছে বা ডিলিট করে দেওয়া হয়েছে। মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদনে বাংলাদেশ থেকে পরিচালিত ৩০০টি পেজ পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। এসব পেজের মধ্যে মোট আনপাবলিশড বা ডিলিট করে দেওয়া পেজের সংখ্যা ৫৮ টি।
আওয়ামী লীগ সংশ্লিষ্টদের পেজগুলোর মালিকানায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সংসদ সদস্যের ছেলে এবং আওয়ামী লীগ মনোনীত মেয়র এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা। কিছু পেজ থেকে গুজব, প্রোপাগান্ডা ছড়াত। এসব পেজের বিজ্ঞাপন বাবদ গত আগস্টেই সর্বোচ্চ ২২ হাজার থেকে শুরু করে সর্বনিম্ন ১২ হাজার টাকা ব্যয় করা হয়েছে (বাংলাদেশ ব্যাংকের বর্তমান ডলার বিনিময় হার অনুযায়ী)।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। যদিও এ অভ্যুত্থানের সূচনা জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে। রাজপথের এ আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পক্ষে–বিপক্ষে জনমত গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় ছিল উভয়পক্ষই। আগস্টের শুরু থেকে এ সক্রিয়তা আরও ব্যাপক হয়। এ ব্যাপকতার প্রমাণ পাওয়া যায় মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে।
এ মাসে ফেসবুক বিজ্ঞাপনে সবচেয়ে বেশি ব্যয় করেছে ‘ক্যাপ–ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম (Cap–Campaign Advocacy Program)’ নামের একটি পেজ। পেজটির ইউটিউব চ্যানেল থেকে জানা যায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির উদ্দেশ্যে ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের যাত্রা। চ্যানেলটিতে দেওয়া ছবির সঙ্গে আওয়ামী লীগের দলীয় পতাকার মিল রয়েছে। ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে ভোট দিতে আগ্রহী করতে পপ গায়িকা মিলার ‘গো ভোট’ গান নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করে।
পেজটি আগস্টের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে সর্বোচ্চ ব্যয় করেছে। এ ব্যয়ের পরিমাণ ১ হাজার ৮৩৯ ডলার, বাংলাদেশি টাকায় যা ২ লাখ ২০ হাজার ৬৮০ টাকা। কোটা আন্দোলন চলাকালে পেজটি থেকে ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের স্বাক্ষর সংবলিত একটি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘সার্বিক স্বার্থে ৭ দিনের জন্য সব কর্মসূচি প্রত্যাহার করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। বিজ্ঞপ্তিটি ভুয়া শনাক্ত করে সেদিনই প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
আগস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে ‘Once Again Sheikh Hasina’ নামের একটি পেজ। পেজটি ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে ব্যয় করেছে ১ হাজার ৫৭২ ডলার, বাংলাদেশি টাকায় ১ লাখ ৮৮ হাজার ৬৪০ টাকা।
তৃতীয় সর্বোচ্চ, ১ হাজার ৭৫ ডলার বা ১ লাখ ২৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পেজ থেকে।
‘আনপাবলিশড’ বা ডিলিট করা পেজগুলোর একটি চালাতেন সাবেক ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাঁর পেজ থেকে আগস্টে বিজ্ঞাপনের পেছনে ব্যয় করা হয়েছে ২১৩ ডলার বা ২৫ হাজার ৫৬০ টাকা।
শেখ হাসিনার দেশ ত্যাগের পর গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন পলক। এর আগে ৬ আগস্ট তাঁকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরোটা সময় ফেসবুকে সক্রিয় ছিলেন জুনাইদ আহমেদ পলক। এমনকি আন্দোলন চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকাকালীনও ফেসবুকে তাঁকে সক্রিয় দেখা গেছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকছেন।
ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ জানিয়ে পলক বলেন, ফেসবুক সরকারের কথা শুনছে না। ফেসবুক, ইউটিউব তারা বাংলাদেশের আইন কোনোভাবেই মানছে না, দেশের ধর্মীয় মূল্যবোধ, অর্থনৈতিক নিরাপত্তা, শৃঙ্খলা কোনো কিছুকেই তারা সম্মান দেখাচ্ছে না। তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন, প্রাইভেসি সেটিংস নিজেরাই ভঙ্গ করছে।
অ্যাড লাইব্রেরি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, জুনাইদ আহমেদ পলকের পেজটি থেকে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর থেকে গত ৩০ আগস্ট পর্যন্ত বিজ্ঞাপনের পেছনে ২৭ হাজার ৭৭ ডলার (৩২ লাখ ৪৯ হাজার ২৪০ টাকা) ব্যয় করা হয়েছে।
আওয়ামী লীগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির নামে পরিচালিত বিভিন্ন পেজ থেকে আগস্টে বিজ্ঞাপনের পেছনে ১০০ ডলার বা এর চেয়ে কম ব্যয় করা হয়েছে। ১০০ ডলার বা তার কম ব্যয় করা এ ধরনের ৫টি পেজ ‘আনপাবলিশড’ বা ডিলিট করা হয়েছে।
এসব পেজের মধ্যে আছে— একাদশ জাতীয় সংসদে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নামে খোলা পেজ, বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নামে খোলা পেজ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মোবারক আলী সিকদারের নামে খোলা পেজ এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমনের নামে খোলা পেজ।
এর মধ্যে সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নামে খোলা পেজটি থেকে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর থেকে গত ৩০ আগস্ট পর্যন্ত বিজ্ঞাপনের পেছনে ৩ হাজার ৭২৬ ডলার (৪ লাখ ৪৭ হাজার ১২০ টাকা) ব্যয় করা হয়েছে। একই সময়ে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মোবারক আলী সিকদারের নামে খোলা পেজ থেকে বিজ্ঞাপনের পেছনে ১ হাজার ৭১২ ডলার (২ লাখ ৫ হাজার ৪৪০ টাকা) ব্যয় করা হয়েছে। একই সময়ে সাইফুজ্জামান শিখরের নামে খোলা পেজ থেকে ব্যয় করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২০ টাকা।
এ ছাড়া আওয়ামী লীগ মিডিয়া সেল, ‘ডিএএও–ডিফেন্ডিং অ্যাগেইনস্ট অল অডস (DAAO–Defending Against All Odds)’ নামের দুটি পেজও ‘আনপাবলিশড’ বা ডিলিট করা হয়েছে। ‘ডিএএও–ডিফেন্ডিং অ্যাগেইনস্ট অল অডস’ নামের পেজটির ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, এসব অ্যাকাউন্টে আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন সময় পোস্ট দেওয়া হয়েছে। এই পেজ দুটিতেও আগস্টে ফেসবুকে বিজ্ঞাপনের পেছনে ১০০ ডলার বা এর চেয়ে কম ব্যয় করা হয়েছে।
আগস্টে ‘আনপাবলিশড’ বা ডিলিট করে দেওয়া অন্যান্য পেজের মধ্যে উল্লেখযোগ্য কিছু পেজের নাম হচ্ছে— ‘অপরাজেয় বাংলাদেশ’, ‘Smart Bangladesh’, ‘পথ হারাবে না বাংলাদেশ’, ‘সেই রাজাকার এই রাজাকার’, ‘আমার দেশ আমার অহংকার’, ‘প্রথম বাংলাদেশ’, ‘Aamrai Bangladesh–আমরাই বাংলাদেশ’, ‘Positive Bangladesh’, ‘মিস্টার ১০ পারসেন্ট–Mr.10 Percent’, ‘আবার দশ ট্রাক–Abar 10 Truck’, ‘আহ্বান–Ahoban’, ‘ইসলামের আলো–Light of Islam’ ইত্যাদি।

ত্বকের যত্নে কোন উপাদান বেশি কার্যকর, তা নির্ভর করে ত্বকের ধরনের ওপর। রূপ বিশেষজ্ঞরা এ কথা বলে আসছেন বহুকাল ধরে। মেষ, সিংহ ও ধনু রাশির ওপর অগ্নির প্রভাব রয়েছে। তাই জ্যোতিষশাস্ত্র মনে করে, এই রাশির জাতক-জাতিকারা যদি ত্বক ঠান্ডা রাখে এমন ভেষজ ব্যবহার করেন, তাহলে উপকার মিলবে।...
১২ মিনিট আগে
আজ আপনার এনার্জি লেভেল একদম ‘ফুল চার্জড ব্যাটারি’র মতো, যা আপনি একটা তুচ্ছ কারণে খরচ করতে প্রস্তুত। অফিসে আজ বসের সঙ্গে চায়ের কাপের রং নিয়ে তর্ক শুরু করতে পারেন। রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি দেখেন একটি পিঁপড়া আপনার হাঁটার পথে বাধা দিচ্ছে, তার সঙ্গেও চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন।
৪৪ মিনিট আগে
গরুর মাংস তো নানাভাবে খেয়েছেন। বাঁধাকপির এই মৌসুমে সেটি দিয়েই রেঁধে দেখুন। স্বাদ তো বদলাবেই, একটু অন্য রকম খাবারও খাওয়া হবে। আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।...
২ ঘণ্টা আগে
সম্প্রতি একটি ঘটনা মোটামুটি সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। গত সোমবার সকালে মোহাম্মদপুরে একটি বাড়িতে মা-মেয়ে খুন হন গৃহকর্মীর হাতে। শুধু এমন ঘটনা নয়, গৃহকর্মী খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে পালানোর ঘটনাও প্রায়ই শোনা যায়।
১ দিন আগেফিচার ডেস্ক, ঢাকা

ত্বকের যত্নে কোন উপাদান বেশি কার্যকর, তা নির্ভর করে ত্বকের ধরনের ওপর। রূপ বিশেষজ্ঞরা এ কথা বলে আসছেন বহুকাল ধরে। কিন্তু জ্যোতিষশাস্ত্র এ কথায় দ্বিমত পোষণ না করলেও এর সঙ্গে একটি কথা ঠিকই যোগ করেছে, তা হলো, রাশিভেদে ত্বকে ব্যবহারের উপাদান ভিন্ন হয়। পৃথিবী সৃষ্টির মৌলিক পাঁচটি উপাদান অর্থাৎ ক্ষিতি বা মাটি, অপ বা পানি, তেজ বা আগুন, মরুত বা বায়ু এবং ব্যোম বা আকাশ—অর্থাৎ স্থান একেকটি রাশির ওপর একেকভাবে প্রভাব বিস্তার করে। যেমন মেষ, সিংহ ও ধনু রাশির ওপর অগ্নির প্রভাব রয়েছে। তাই জ্যোতিষশাস্ত্র মনে করে, এই রাশির জাতক-জাতিকারা যদি ত্বক ঠান্ডা রাখে এমন ভেষজ ব্যবহার করেন, তাহলে উপকার মিলবে।
অন্যদিকে মাটি প্রভাবিত রাশি হলো বৃষ, কন্যা ও মকর। এরা ত্বকে পুষ্টিকর তেল ব্যবহারে সুফল পায় বলে মনে করা হয়। বায়ু প্রভাবিত রাশি তুলা, মিথুন ও কুম্ভ। এদের উচিত ভালো মানের ক্লিনজিং গুণসমৃদ্ধ ভেষজ উপাদান ব্যবহার করা। কর্কট, মীন ও বৃশ্চিক রাশির ত্বকে পানি খুব প্রয়োজনীয় উপাদান বলে মনে করা হয়। তাদের জন্য হাইড্রেটিং সিরামের মতো উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেনে নিন, কোন রাশির জন্য কেমন প্রাকৃতিক উপাদান ত্বকের সুফল বয়ে আনে।

জ্যোতিষশাস্ত্রের উপাদান অনুসারে
অগ্নি রাশির মানুষদের সেরা উপাদান
মেষ, সিংহ ও ধনু রাশির মানুষদের ত্বক সংবেদনশীল হয়। কারও কারও ত্বকে লালচে ভাব দেখা দেয়। তাঁদের ত্বকে ব্যবহারের জন্য অ্যালোভেরা জেল, ক্যামোমাইল কিংবা গোলাপের পাপড়ির মতো শান্ত, হাইড্রেটিং, প্রদাহবিরোধী উপাদানের প্রয়োজন। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এবার এই প্যাকটি আপনার গাল, গলা ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন। পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করুন। তারপর আধা ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এ ছাড়া এই কয়েকটি রাশির জন্য আরও একটি ফেসপ্যাক খুব ভালো কাজ করে। সেটি হলো গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়া করে অ্যালোভেরা জেল, মধু বা দুধ মিশিয়ে তৈরি প্যাক। এই প্যাক মুখে লাগানোর পর হালকা শুকিয়ে এলে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। মেষ, সিংহ ও ধনু রাশির মানুষেরা দৈনন্দিন রূপচর্চায় গোলাপজল রাখতে পারেন।
মাটি প্রভাবিত রাশির মানুষদের সেরা উপাদান
বৃষ, কন্যা ও মকর রাশির মানুষদের ত্বকে শিয়া বাটার, জিংক, ভিটামিন ‘ই’ খুব জরুরি উপাদান। তাঁদের ত্বক নিয়মিত এক্সফোলিয়েট করার প্রয়োজন পড়ে। এ ছাড়া আর্দ্রতা লক করে এমন ময়শ্চারাইজার ও সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়। এই ত্বকের যত্ন নিতে ঘরোয়া উপায়ে স্ক্র্যাব তৈরি করে নেওয়া যেতে পারে। ত্বকের এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে কফি ও চিনি। কফির সূক্ষ্ম দানা ও চিনি একসঙ্গে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি কফির অ্যান্টি-অক্সিডেন্ট গুণ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ছোট দাগ দূর করে। সমপরিমাণ কফি, চিনি ও সামান্য মধু মিশিয়ে নিন। চাইলে সঙ্গে এক চামচ লেবুর রস মেশাতে পারেন। মিশ্রণটি মুখে লাগিয়ে ৫ মিনিট হালকা করে ম্যাসাজ করুন। এরপর ১৫ মিনিট রেখে দিন। শেষে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
বায়ু প্রভাবিত রাশির মানুষদের সেরা উপাদান
মিথুন, তুলা ও কুম্ভ রাশির মানুষদের ত্বকের জন্য পটাশিয়াম, হায়ালুরোনিক অ্যাসিড ও ফেসমিস্ট অত্যন্ত জরুরি। এই রাশির মানুষদের জন্য পটাশিয়ামসমৃদ্ধ ফেসপ্যাক জাদুকরী ভূমিকা রাখে। কলা চটকে মধু বা দুধের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে এদের ত্বক উজ্জ্বল ও আর্দ্র থাকে। টোনার হিসেবে সামান্য ফিটকিরি গুঁড়া পানিতে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের বড় হয়ে যাওয়া রোমকূপ ছোট হয় ও ত্বক টান টান থাকে। তা ছাড়া, ত্বকের অতিরিক্ত লোম দূর করতে আদা ও দুধের মিশ্রণ ত্বকে ব্যবহার করলে বাড়তি লোম দূর হয় এবং ত্বকের পটাশিয়ামের ঘাটতিও পূর্ণ হয়।
বায়ু প্রভাবিত রাশির নারী-পুরুষের সেরা উপাদান
কর্কট, বৃশ্চিক ও মীন রাশির মানুষের ত্বক সংবেদনশীল। তাই সম্ভাব্য শুষ্কতা বা প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করার জন্য ত্বকে পানির ভারসাম্য এবং যত্ন প্রয়োজন। এদের ত্বকের জন্য সামুদ্রিক খনিজ, ম্যাংগানিজ ও কোল্ড প্রেসড তেল বেশি জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই রাশির ত্বকের জন্য মুলতানি মাটি খুব ভালো উপাদান হিসেবে বিবেচিত। মুলতানি মাটি ও গোলাপজল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে মেখে রাখুন শুকানো পর্যন্ত। এরপর হালকা ম্যাসাজ করে ধুয়ে নিন। গোলাপজলের পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

ত্বকের যত্নে কোন উপাদান বেশি কার্যকর, তা নির্ভর করে ত্বকের ধরনের ওপর। রূপ বিশেষজ্ঞরা এ কথা বলে আসছেন বহুকাল ধরে। কিন্তু জ্যোতিষশাস্ত্র এ কথায় দ্বিমত পোষণ না করলেও এর সঙ্গে একটি কথা ঠিকই যোগ করেছে, তা হলো, রাশিভেদে ত্বকে ব্যবহারের উপাদান ভিন্ন হয়। পৃথিবী সৃষ্টির মৌলিক পাঁচটি উপাদান অর্থাৎ ক্ষিতি বা মাটি, অপ বা পানি, তেজ বা আগুন, মরুত বা বায়ু এবং ব্যোম বা আকাশ—অর্থাৎ স্থান একেকটি রাশির ওপর একেকভাবে প্রভাব বিস্তার করে। যেমন মেষ, সিংহ ও ধনু রাশির ওপর অগ্নির প্রভাব রয়েছে। তাই জ্যোতিষশাস্ত্র মনে করে, এই রাশির জাতক-জাতিকারা যদি ত্বক ঠান্ডা রাখে এমন ভেষজ ব্যবহার করেন, তাহলে উপকার মিলবে।
অন্যদিকে মাটি প্রভাবিত রাশি হলো বৃষ, কন্যা ও মকর। এরা ত্বকে পুষ্টিকর তেল ব্যবহারে সুফল পায় বলে মনে করা হয়। বায়ু প্রভাবিত রাশি তুলা, মিথুন ও কুম্ভ। এদের উচিত ভালো মানের ক্লিনজিং গুণসমৃদ্ধ ভেষজ উপাদান ব্যবহার করা। কর্কট, মীন ও বৃশ্চিক রাশির ত্বকে পানি খুব প্রয়োজনীয় উপাদান বলে মনে করা হয়। তাদের জন্য হাইড্রেটিং সিরামের মতো উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেনে নিন, কোন রাশির জন্য কেমন প্রাকৃতিক উপাদান ত্বকের সুফল বয়ে আনে।

জ্যোতিষশাস্ত্রের উপাদান অনুসারে
অগ্নি রাশির মানুষদের সেরা উপাদান
মেষ, সিংহ ও ধনু রাশির মানুষদের ত্বক সংবেদনশীল হয়। কারও কারও ত্বকে লালচে ভাব দেখা দেয়। তাঁদের ত্বকে ব্যবহারের জন্য অ্যালোভেরা জেল, ক্যামোমাইল কিংবা গোলাপের পাপড়ির মতো শান্ত, হাইড্রেটিং, প্রদাহবিরোধী উপাদানের প্রয়োজন। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এবার এই প্যাকটি আপনার গাল, গলা ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন। পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করুন। তারপর আধা ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এ ছাড়া এই কয়েকটি রাশির জন্য আরও একটি ফেসপ্যাক খুব ভালো কাজ করে। সেটি হলো গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়া করে অ্যালোভেরা জেল, মধু বা দুধ মিশিয়ে তৈরি প্যাক। এই প্যাক মুখে লাগানোর পর হালকা শুকিয়ে এলে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। মেষ, সিংহ ও ধনু রাশির মানুষেরা দৈনন্দিন রূপচর্চায় গোলাপজল রাখতে পারেন।
মাটি প্রভাবিত রাশির মানুষদের সেরা উপাদান
বৃষ, কন্যা ও মকর রাশির মানুষদের ত্বকে শিয়া বাটার, জিংক, ভিটামিন ‘ই’ খুব জরুরি উপাদান। তাঁদের ত্বক নিয়মিত এক্সফোলিয়েট করার প্রয়োজন পড়ে। এ ছাড়া আর্দ্রতা লক করে এমন ময়শ্চারাইজার ও সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়। এই ত্বকের যত্ন নিতে ঘরোয়া উপায়ে স্ক্র্যাব তৈরি করে নেওয়া যেতে পারে। ত্বকের এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে কফি ও চিনি। কফির সূক্ষ্ম দানা ও চিনি একসঙ্গে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি কফির অ্যান্টি-অক্সিডেন্ট গুণ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ছোট দাগ দূর করে। সমপরিমাণ কফি, চিনি ও সামান্য মধু মিশিয়ে নিন। চাইলে সঙ্গে এক চামচ লেবুর রস মেশাতে পারেন। মিশ্রণটি মুখে লাগিয়ে ৫ মিনিট হালকা করে ম্যাসাজ করুন। এরপর ১৫ মিনিট রেখে দিন। শেষে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
বায়ু প্রভাবিত রাশির মানুষদের সেরা উপাদান
মিথুন, তুলা ও কুম্ভ রাশির মানুষদের ত্বকের জন্য পটাশিয়াম, হায়ালুরোনিক অ্যাসিড ও ফেসমিস্ট অত্যন্ত জরুরি। এই রাশির মানুষদের জন্য পটাশিয়ামসমৃদ্ধ ফেসপ্যাক জাদুকরী ভূমিকা রাখে। কলা চটকে মধু বা দুধের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে এদের ত্বক উজ্জ্বল ও আর্দ্র থাকে। টোনার হিসেবে সামান্য ফিটকিরি গুঁড়া পানিতে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের বড় হয়ে যাওয়া রোমকূপ ছোট হয় ও ত্বক টান টান থাকে। তা ছাড়া, ত্বকের অতিরিক্ত লোম দূর করতে আদা ও দুধের মিশ্রণ ত্বকে ব্যবহার করলে বাড়তি লোম দূর হয় এবং ত্বকের পটাশিয়ামের ঘাটতিও পূর্ণ হয়।
বায়ু প্রভাবিত রাশির নারী-পুরুষের সেরা উপাদান
কর্কট, বৃশ্চিক ও মীন রাশির মানুষের ত্বক সংবেদনশীল। তাই সম্ভাব্য শুষ্কতা বা প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করার জন্য ত্বকে পানির ভারসাম্য এবং যত্ন প্রয়োজন। এদের ত্বকের জন্য সামুদ্রিক খনিজ, ম্যাংগানিজ ও কোল্ড প্রেসড তেল বেশি জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই রাশির ত্বকের জন্য মুলতানি মাটি খুব ভালো উপাদান হিসেবে বিবেচিত। মুলতানি মাটি ও গোলাপজল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে মেখে রাখুন শুকানো পর্যন্ত। এরপর হালকা ম্যাসাজ করে ধুয়ে নিন। গোলাপজলের পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামধারী বেশ কয়েকটি পেজ। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে অন্তত এমন ১০টি পেজ খুঁজে পেয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পেজগুলো বর্তমানে ‘আনপাবলিশড’ অবস্থায় আছে বা ডিলি
০২ সেপ্টেম্বর ২০২৪
আজ আপনার এনার্জি লেভেল একদম ‘ফুল চার্জড ব্যাটারি’র মতো, যা আপনি একটা তুচ্ছ কারণে খরচ করতে প্রস্তুত। অফিসে আজ বসের সঙ্গে চায়ের কাপের রং নিয়ে তর্ক শুরু করতে পারেন। রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি দেখেন একটি পিঁপড়া আপনার হাঁটার পথে বাধা দিচ্ছে, তার সঙ্গেও চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন।
৪৪ মিনিট আগে
গরুর মাংস তো নানাভাবে খেয়েছেন। বাঁধাকপির এই মৌসুমে সেটি দিয়েই রেঁধে দেখুন। স্বাদ তো বদলাবেই, একটু অন্য রকম খাবারও খাওয়া হবে। আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।...
২ ঘণ্টা আগে
সম্প্রতি একটি ঘটনা মোটামুটি সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। গত সোমবার সকালে মোহাম্মদপুরে একটি বাড়িতে মা-মেয়ে খুন হন গৃহকর্মীর হাতে। শুধু এমন ঘটনা নয়, গৃহকর্মী খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে পালানোর ঘটনাও প্রায়ই শোনা যায়।
১ দিন আগেআজকের পত্রিকা ডেস্ক

মেষ
আজ আপনার এনার্জি লেভেল একদম ‘ফুল চার্জড ব্যাটারি’র মতো, যা আপনি একটা তুচ্ছ কারণে খরচ করতে প্রস্তুত। অফিসে আজ বসের সঙ্গে চায়ের কাপের রং নিয়ে তর্ক শুরু করতে পারেন। রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি দেখেন একটি পিঁপড়া আপনার হাঁটার পথে বাধা দিচ্ছে, তার সঙ্গেও চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। সঙ্গী হঠাৎ জিজ্ঞেস করতে পারেন, ‘তুমি কি আমাকে ভালোবাসো?’ আপনার উত্তর হবে, ‘এখন না, আমি এখন মহাবিশ্বের সঙ্গে লড়াই করছি!’ সাবধানে থাকুন, অতিরিক্ত অ্যাডভেঞ্চারের লোভে আজ ভুলবশত নিজের মোজা জোড়াও উল্টো পরতে পারেন।
বৃষ
আপনার ‘কমফোর্ট জোন’ আজ আপনাকে চুম্বকের মতো টানবে। কর্মক্ষেত্রে আজ এতটাই আরামপ্রিয় হয়ে উঠবেন যে চেয়ারে হেলান দিয়ে বসে থাকতে গিয়ে ভুলবশত দুপুরের ভাতঘুম দিতে পারেন। সহকর্মীরা ভাববেন, আপনি হয়তো গভীর কোনো কৌশলগত চিন্তায় মগ্ন। আজ এমন একটা ডায়েট শুরু করার কথা ভাববেন, যা রাতের বেলা ফ্রায়েড চিকেন দেখে ভুলে যাবেন। অর্থ উপার্জনের প্রতি মনোযোগ আজ থাকবে; তবে সেই অর্থ দিয়ে কী কেনা হবে? অবশ্যই আপনার আরামের জন্য আরও একটি তাকিয়া!
মিথুন
আজ আপনার দুটো সত্তা চরম অস্থিরতায় ভুগছে। সকালে ঠিক করলেন যে আজ থেকে জীবনটা গুছিয়ে নেবেন। বিকেলে ঠিক করলেন, তার চেয়ে বরং গত সপ্তাহের না দেখা সব ওয়েব সিরিজ দেখে ফেলা যাক। কোনো বন্ধুর মেসেজের উত্তর দিতে আপনার পাঁচ মিনিট লাগবে। কারণ, আপনার দুটি মন একই সঙ্গে উত্তর তৈরি করবে, আর কোনটা পাঠাবেন তা নিয়ে দ্বিধায় ভুগবেন। বস একটি প্রশ্ন করলে আপনি তার উত্তরে একই সঙ্গে ‘হ্যাঁ’ এবং ‘না’ বলার নতুন কোনো উপায় বের করে ফেলবেন। সবাই ভাববে আপনি খুব বুদ্ধিমান, কিন্তু আসলে নিজেই জানেন না কী বলতে চেয়েছেন।
কর্কট
আপনার আবেগ আজ এতটাই চঞ্চল যে ঘরের কোণে রাখা পুরোনো একটা খেলনা দেখেও চোখে পানি আসতে পারে। কেউ যদি ভুলবশত ফ্রিজের দরজা খোলা রেখে দেয়, সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিতে পারেন। দিনের শেষে হয়তো পোষা মাছটির সঙ্গে জীবনের গভীরতম রহস্য নিয়ে আলোচনা শুরু করবেন। আজ রান্নাঘরে সামান্য লবণ বেশি পড়লেও মা-বাবা বা সঙ্গীর কাছে সেটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডি মনে হতে পারে। তাদের অতিরিক্ত আদর বা অভিমান দেখে আজ আপনার হোমিউইকনেস চরমে উঠবে।
সিংহ
আজ চান যে আপনার প্রতিটি কাজ যেন একটা ‘রেড কার্পেট ইভেন্ট’ হয়। কফি বানালেও চাইবেন যে আশপাশে ১০ জন এসে আপনার কফি তৈরির নৈপুণ্য দেখে যাক। কেউ প্রশংসা না করলে আপনি নিজেই নিজের প্রশংসা করার জন্য নতুন নতুন উপায়ে কথা বলবেন; যেমন ‘জানেন, আমি কাল রাতে স্বপ্ন দেখলাম যে আমিই এই গ্রহের সেরা মানুষ ছিলাম!’ সাবধান! আজ আপনার অহংকার এতটাই বেড়ে যেতে পারে যে হয়তো আয়নায় নিজের প্রতিচ্ছবির সঙ্গে হ্যান্ডশেক করার চেষ্টা করবেন।
কন্যা
আজ জীবনের প্রতিটি সেকেন্ডকে প্ল্যান করে ফেলেছেন, কিন্তু মহাবিশ্বের অন্য পরিকল্পনা আছে। সকালে যখন দাঁত ব্রাশ করার সঠিক কোণটি মাপছেন, ঠিক তখনই দরজার কলিং বেলটা খারাপ হয়ে যাবে। পারফেকশনিজম আজ আপনাকে একটি পেনসিলের ডগায় বসা ধূলিকণা গুনতে প্ররোচিত করতে পারে। হয়তো অতিরিক্ত স্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়বেন, শুধু এই কারণে যে খাবারটি ‘অতিরিক্ত স্বাস্থ্যকর’ ছিল। আজ নিজেকে একটু ছাড় দিন; সামান্য ভুল হলেও পৃথিবী ধ্বংস হবে না।
তুলা
‘কী করব?’—আজ সারা দিন ধরে এটাই হবে আপনার জীবনের মূলমন্ত্র। আজ ঠিক করতে পারবেন না যে লাল শার্ট পরবেন নাকি নীল শার্ট, নাকি দুটোই একসঙ্গে পরে ফেলবেন! কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দশজনের মতামত নেবেন, তারপর একাদশতম ব্যক্তির মতামত শুনে পুরো সিদ্ধান্তটাই বদলে ফেলবেন। আপনার সঙ্গী জিজ্ঞেস করতে পারেন, ‘কোথায় খেতে যাবে?’ আপনার উত্তর হবে, ‘তুমি যা বলবে! তবে সেটা কি সত্যিই সেরা অপশন?’—ফলাফল: রাত ১০টায় ক্ষুধা নিয়ে ঘরে ফেরা।
বৃশ্চিক
আজ আপনার চোখে সবার গতিবিধিই সন্দেহজনক মনে হবে। সহকর্মী কেন হাসি মুখে কফি খাচ্ছেন? নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে! হয়তো বাথরুমের আয়নায় গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। কারণ, বিশ্বাস করেন, আপনার প্রতিচ্ছবিও আপনার কাছ থেকে কিছু গোপন করছে। আজ কেউ যদি আপনাকে ‘কেমন আছেন?’ জিজ্ঞেস করে, আপনি তার জবাবে একটা দার্শনিক প্রশ্ন ছুড়ে দেবেন: ‘আপনি কি নিশ্চিত যে আপনি জানতে চান?’ চারপাশের মানুষজন আপনাকে দেখে ভাববে, আপনি হয়তো কোনো গুপ্তচর।
ধনু
আজ জ্ঞান এতটাই উপচে পড়বে যে বাসে বসে থাকা একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে লেকচার দিতে শুরু করতে পারেন। অ্যাডভেঞ্চারপ্রিয় মন আজ আপনাকে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে; যেমন রান্না করার সময় মাথায় হেলমেট পরা! মনে মনে আজ আপনি পৃথিবীর সব প্রান্ত ঘুরে ফেললেও বাস্তবে হয়তো পাশের দোকানটিতে যেতেও আলস্য বোধ করবেন। আপনার উচিত এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করা; যেমন আজ রাতে শুয়ে পড়ার আগে কালকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ভুলে যাওয়া।
মকর
আজ এতটাই গম্ভীর এবং কর্মঠ থাকবেন যে লোকে ভাববে আপনার হয়তো হাসি নামক মানবীয় অনুভূতিটাই নেই। আপনার জীবনের প্রতিটি কাজই আজ একটি ‘পাঁচ বছরের ব্যবসায়িক পরিকল্পনা’র অংশ। এমনকি সকালে দাঁত ব্রাশ করার সময়ও ভাববেন, এই কাজটি দাঁতের স্বাস্থ্যের ওপর কেমন দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। একটি এক টাকার কয়েন রাস্তায় পড়ে থাকতে দেখলে সেটি তুলে নেওয়ার আগে ভাববেন, এই কয়েনটি তোলার জন্য যে সময় খরচ হলো, সেই সময়ে আপনি কত টাকা উপার্জন করতে পারতেন। একটু রিলাক্স করুন! পৃথিবীতে কাজ ছাড়াও আরও অনেক কিছু আছে; যেমন আরও কাজ!
কুম্ভ
আজ হয়তো হঠাৎ সিদ্ধান্ত নেবেন যে বিশ্বের সমস্ত সমস্যার সমাধান একমাত্র উড়ন্ত স্কুটার দিয়ে সম্ভব। অফিসে সহকর্মীদের নিয়ে একটি নতুন ‘গোপন সোসাইটি’ তৈরি করতে চাইবেন, যার মূল উদ্দেশ্য হবে পুরোনো কাগজপত্রের সঠিক পুনর্ব্যবহার। বন্ধুরা আপনার কোনো কথাতেই অবাক হবে না। কারণ, তারা জানে যে আপনি তাদের সামনে পরেরবার হয়তো একটি টুথব্রাশকে জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করবেন। আজ আপনার অদ্ভুত আইডিয়াগুলো আপনাকে হয়তো নোবেল শান্তি পুরস্কার এনে দিতে পারবে না, তবে প্রচুর মনোযোগ এনে দেবে—সেটা নিশ্চিত।
মীন
আজকের দিনটি আপনার জন্য একটি নরম, মেঘলা কম্বলের মতো। কাজের মাঝে হয়তো এমন গভীর দিবাস্বপ্নে তলিয়ে যাবেন যে বস আপনাকে দুবার ডাকলেও আপনি সাড়া দেবেন না। ভাববেন, বস হয়তো আপনার স্বপ্নের জগতের কোনো চরিত্র! আপনি আজ এমন একজনকে দেখে প্রেমে পড়তে পারেন, যিনি আসলে আপনার কল্পনার সৃষ্টি। বাস্তবের সঙ্গে আপনার সংযোগ আজ একটি ঢিলেঢালা সুতার মতো, যা যেকোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার আগে নিশ্চিত হন যে প্যান্টের বদলে ভুল করে পায়জামা পরে বের হচ্ছেন কি না।

মেষ
আজ আপনার এনার্জি লেভেল একদম ‘ফুল চার্জড ব্যাটারি’র মতো, যা আপনি একটা তুচ্ছ কারণে খরচ করতে প্রস্তুত। অফিসে আজ বসের সঙ্গে চায়ের কাপের রং নিয়ে তর্ক শুরু করতে পারেন। রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি দেখেন একটি পিঁপড়া আপনার হাঁটার পথে বাধা দিচ্ছে, তার সঙ্গেও চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। সঙ্গী হঠাৎ জিজ্ঞেস করতে পারেন, ‘তুমি কি আমাকে ভালোবাসো?’ আপনার উত্তর হবে, ‘এখন না, আমি এখন মহাবিশ্বের সঙ্গে লড়াই করছি!’ সাবধানে থাকুন, অতিরিক্ত অ্যাডভেঞ্চারের লোভে আজ ভুলবশত নিজের মোজা জোড়াও উল্টো পরতে পারেন।
বৃষ
আপনার ‘কমফোর্ট জোন’ আজ আপনাকে চুম্বকের মতো টানবে। কর্মক্ষেত্রে আজ এতটাই আরামপ্রিয় হয়ে উঠবেন যে চেয়ারে হেলান দিয়ে বসে থাকতে গিয়ে ভুলবশত দুপুরের ভাতঘুম দিতে পারেন। সহকর্মীরা ভাববেন, আপনি হয়তো গভীর কোনো কৌশলগত চিন্তায় মগ্ন। আজ এমন একটা ডায়েট শুরু করার কথা ভাববেন, যা রাতের বেলা ফ্রায়েড চিকেন দেখে ভুলে যাবেন। অর্থ উপার্জনের প্রতি মনোযোগ আজ থাকবে; তবে সেই অর্থ দিয়ে কী কেনা হবে? অবশ্যই আপনার আরামের জন্য আরও একটি তাকিয়া!
মিথুন
আজ আপনার দুটো সত্তা চরম অস্থিরতায় ভুগছে। সকালে ঠিক করলেন যে আজ থেকে জীবনটা গুছিয়ে নেবেন। বিকেলে ঠিক করলেন, তার চেয়ে বরং গত সপ্তাহের না দেখা সব ওয়েব সিরিজ দেখে ফেলা যাক। কোনো বন্ধুর মেসেজের উত্তর দিতে আপনার পাঁচ মিনিট লাগবে। কারণ, আপনার দুটি মন একই সঙ্গে উত্তর তৈরি করবে, আর কোনটা পাঠাবেন তা নিয়ে দ্বিধায় ভুগবেন। বস একটি প্রশ্ন করলে আপনি তার উত্তরে একই সঙ্গে ‘হ্যাঁ’ এবং ‘না’ বলার নতুন কোনো উপায় বের করে ফেলবেন। সবাই ভাববে আপনি খুব বুদ্ধিমান, কিন্তু আসলে নিজেই জানেন না কী বলতে চেয়েছেন।
কর্কট
আপনার আবেগ আজ এতটাই চঞ্চল যে ঘরের কোণে রাখা পুরোনো একটা খেলনা দেখেও চোখে পানি আসতে পারে। কেউ যদি ভুলবশত ফ্রিজের দরজা খোলা রেখে দেয়, সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিতে পারেন। দিনের শেষে হয়তো পোষা মাছটির সঙ্গে জীবনের গভীরতম রহস্য নিয়ে আলোচনা শুরু করবেন। আজ রান্নাঘরে সামান্য লবণ বেশি পড়লেও মা-বাবা বা সঙ্গীর কাছে সেটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডি মনে হতে পারে। তাদের অতিরিক্ত আদর বা অভিমান দেখে আজ আপনার হোমিউইকনেস চরমে উঠবে।
সিংহ
আজ চান যে আপনার প্রতিটি কাজ যেন একটা ‘রেড কার্পেট ইভেন্ট’ হয়। কফি বানালেও চাইবেন যে আশপাশে ১০ জন এসে আপনার কফি তৈরির নৈপুণ্য দেখে যাক। কেউ প্রশংসা না করলে আপনি নিজেই নিজের প্রশংসা করার জন্য নতুন নতুন উপায়ে কথা বলবেন; যেমন ‘জানেন, আমি কাল রাতে স্বপ্ন দেখলাম যে আমিই এই গ্রহের সেরা মানুষ ছিলাম!’ সাবধান! আজ আপনার অহংকার এতটাই বেড়ে যেতে পারে যে হয়তো আয়নায় নিজের প্রতিচ্ছবির সঙ্গে হ্যান্ডশেক করার চেষ্টা করবেন।
কন্যা
আজ জীবনের প্রতিটি সেকেন্ডকে প্ল্যান করে ফেলেছেন, কিন্তু মহাবিশ্বের অন্য পরিকল্পনা আছে। সকালে যখন দাঁত ব্রাশ করার সঠিক কোণটি মাপছেন, ঠিক তখনই দরজার কলিং বেলটা খারাপ হয়ে যাবে। পারফেকশনিজম আজ আপনাকে একটি পেনসিলের ডগায় বসা ধূলিকণা গুনতে প্ররোচিত করতে পারে। হয়তো অতিরিক্ত স্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়বেন, শুধু এই কারণে যে খাবারটি ‘অতিরিক্ত স্বাস্থ্যকর’ ছিল। আজ নিজেকে একটু ছাড় দিন; সামান্য ভুল হলেও পৃথিবী ধ্বংস হবে না।
তুলা
‘কী করব?’—আজ সারা দিন ধরে এটাই হবে আপনার জীবনের মূলমন্ত্র। আজ ঠিক করতে পারবেন না যে লাল শার্ট পরবেন নাকি নীল শার্ট, নাকি দুটোই একসঙ্গে পরে ফেলবেন! কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দশজনের মতামত নেবেন, তারপর একাদশতম ব্যক্তির মতামত শুনে পুরো সিদ্ধান্তটাই বদলে ফেলবেন। আপনার সঙ্গী জিজ্ঞেস করতে পারেন, ‘কোথায় খেতে যাবে?’ আপনার উত্তর হবে, ‘তুমি যা বলবে! তবে সেটা কি সত্যিই সেরা অপশন?’—ফলাফল: রাত ১০টায় ক্ষুধা নিয়ে ঘরে ফেরা।
বৃশ্চিক
আজ আপনার চোখে সবার গতিবিধিই সন্দেহজনক মনে হবে। সহকর্মী কেন হাসি মুখে কফি খাচ্ছেন? নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে! হয়তো বাথরুমের আয়নায় গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। কারণ, বিশ্বাস করেন, আপনার প্রতিচ্ছবিও আপনার কাছ থেকে কিছু গোপন করছে। আজ কেউ যদি আপনাকে ‘কেমন আছেন?’ জিজ্ঞেস করে, আপনি তার জবাবে একটা দার্শনিক প্রশ্ন ছুড়ে দেবেন: ‘আপনি কি নিশ্চিত যে আপনি জানতে চান?’ চারপাশের মানুষজন আপনাকে দেখে ভাববে, আপনি হয়তো কোনো গুপ্তচর।
ধনু
আজ জ্ঞান এতটাই উপচে পড়বে যে বাসে বসে থাকা একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে লেকচার দিতে শুরু করতে পারেন। অ্যাডভেঞ্চারপ্রিয় মন আজ আপনাকে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে; যেমন রান্না করার সময় মাথায় হেলমেট পরা! মনে মনে আজ আপনি পৃথিবীর সব প্রান্ত ঘুরে ফেললেও বাস্তবে হয়তো পাশের দোকানটিতে যেতেও আলস্য বোধ করবেন। আপনার উচিত এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করা; যেমন আজ রাতে শুয়ে পড়ার আগে কালকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ভুলে যাওয়া।
মকর
আজ এতটাই গম্ভীর এবং কর্মঠ থাকবেন যে লোকে ভাববে আপনার হয়তো হাসি নামক মানবীয় অনুভূতিটাই নেই। আপনার জীবনের প্রতিটি কাজই আজ একটি ‘পাঁচ বছরের ব্যবসায়িক পরিকল্পনা’র অংশ। এমনকি সকালে দাঁত ব্রাশ করার সময়ও ভাববেন, এই কাজটি দাঁতের স্বাস্থ্যের ওপর কেমন দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। একটি এক টাকার কয়েন রাস্তায় পড়ে থাকতে দেখলে সেটি তুলে নেওয়ার আগে ভাববেন, এই কয়েনটি তোলার জন্য যে সময় খরচ হলো, সেই সময়ে আপনি কত টাকা উপার্জন করতে পারতেন। একটু রিলাক্স করুন! পৃথিবীতে কাজ ছাড়াও আরও অনেক কিছু আছে; যেমন আরও কাজ!
কুম্ভ
আজ হয়তো হঠাৎ সিদ্ধান্ত নেবেন যে বিশ্বের সমস্ত সমস্যার সমাধান একমাত্র উড়ন্ত স্কুটার দিয়ে সম্ভব। অফিসে সহকর্মীদের নিয়ে একটি নতুন ‘গোপন সোসাইটি’ তৈরি করতে চাইবেন, যার মূল উদ্দেশ্য হবে পুরোনো কাগজপত্রের সঠিক পুনর্ব্যবহার। বন্ধুরা আপনার কোনো কথাতেই অবাক হবে না। কারণ, তারা জানে যে আপনি তাদের সামনে পরেরবার হয়তো একটি টুথব্রাশকে জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করবেন। আজ আপনার অদ্ভুত আইডিয়াগুলো আপনাকে হয়তো নোবেল শান্তি পুরস্কার এনে দিতে পারবে না, তবে প্রচুর মনোযোগ এনে দেবে—সেটা নিশ্চিত।
মীন
আজকের দিনটি আপনার জন্য একটি নরম, মেঘলা কম্বলের মতো। কাজের মাঝে হয়তো এমন গভীর দিবাস্বপ্নে তলিয়ে যাবেন যে বস আপনাকে দুবার ডাকলেও আপনি সাড়া দেবেন না। ভাববেন, বস হয়তো আপনার স্বপ্নের জগতের কোনো চরিত্র! আপনি আজ এমন একজনকে দেখে প্রেমে পড়তে পারেন, যিনি আসলে আপনার কল্পনার সৃষ্টি। বাস্তবের সঙ্গে আপনার সংযোগ আজ একটি ঢিলেঢালা সুতার মতো, যা যেকোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার আগে নিশ্চিত হন যে প্যান্টের বদলে ভুল করে পায়জামা পরে বের হচ্ছেন কি না।

ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামধারী বেশ কয়েকটি পেজ। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে অন্তত এমন ১০টি পেজ খুঁজে পেয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পেজগুলো বর্তমানে ‘আনপাবলিশড’ অবস্থায় আছে বা ডিলি
০২ সেপ্টেম্বর ২০২৪
ত্বকের যত্নে কোন উপাদান বেশি কার্যকর, তা নির্ভর করে ত্বকের ধরনের ওপর। রূপ বিশেষজ্ঞরা এ কথা বলে আসছেন বহুকাল ধরে। মেষ, সিংহ ও ধনু রাশির ওপর অগ্নির প্রভাব রয়েছে। তাই জ্যোতিষশাস্ত্র মনে করে, এই রাশির জাতক-জাতিকারা যদি ত্বক ঠান্ডা রাখে এমন ভেষজ ব্যবহার করেন, তাহলে উপকার মিলবে।...
১২ মিনিট আগে
গরুর মাংস তো নানাভাবে খেয়েছেন। বাঁধাকপির এই মৌসুমে সেটি দিয়েই রেঁধে দেখুন। স্বাদ তো বদলাবেই, একটু অন্য রকম খাবারও খাওয়া হবে। আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।...
২ ঘণ্টা আগে
সম্প্রতি একটি ঘটনা মোটামুটি সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। গত সোমবার সকালে মোহাম্মদপুরে একটি বাড়িতে মা-মেয়ে খুন হন গৃহকর্মীর হাতে। শুধু এমন ঘটনা নয়, গৃহকর্মী খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে পালানোর ঘটনাও প্রায়ই শোনা যায়।
১ দিন আগেফিচার ডেস্ক, ঢাকা

গরুর মাংস তো নানাভাবে খেয়েছেন। বাঁধাকপির এই মৌসুমে সেটি দিয়েই রেঁধে দেখুন। স্বাদ তো বদলাবেই, একটু অন্য রকম খাবারও খাওয়া হবে। আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
হাড়সহ গরুর মাংস এক কেজি, বাঁধাকপি একটা, এলাচি, দারুচিনি, তেজপাতা ২ থেকে ৩ পিস করে, আদা ও রসুনবাটা এক টেবিল চামচ করে, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক টেবিল চামচ করে, জিরাগুঁড়া এক চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ এবং ৫ থেকে ৬টা কাঁচা মরিচ ফালি।
প্রণালি
গরুর মাংস ধুয়ে রাখুন। বাঁধাকপি চিকন করে ভাজির মতো কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে তাতে পেঁয়াজকুচি দিয়ে লালচে করে ভেজে তাতে এলাচি, দারুচিনি ও তেজপাতা দিন। এবার আদা ও রসুনবাটা দিয়ে সামান্য নেড়ে নিন। অল্প পানি দিয়ে হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। পরে মাংস দিয়ে ঢেকে রান্না করুন কম আঁচে। সেদ্ধ হলে বাঁধাকপি দিয়ে আবারও ঢেকে রান্না করুন। এবার হয়ে এলে জিরা ও গরমমসলার গুঁড়া এবং কাঁচা মরিচের ফালি দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। তারপর লবণ দেখে নামিয়ে নিন। রেডি হয়ে গেল বাঁধাকপি দিয়ে গরুর মাংস।

গরুর মাংস তো নানাভাবে খেয়েছেন। বাঁধাকপির এই মৌসুমে সেটি দিয়েই রেঁধে দেখুন। স্বাদ তো বদলাবেই, একটু অন্য রকম খাবারও খাওয়া হবে। আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
হাড়সহ গরুর মাংস এক কেজি, বাঁধাকপি একটা, এলাচি, দারুচিনি, তেজপাতা ২ থেকে ৩ পিস করে, আদা ও রসুনবাটা এক টেবিল চামচ করে, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক টেবিল চামচ করে, জিরাগুঁড়া এক চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ এবং ৫ থেকে ৬টা কাঁচা মরিচ ফালি।
প্রণালি
গরুর মাংস ধুয়ে রাখুন। বাঁধাকপি চিকন করে ভাজির মতো কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে তাতে পেঁয়াজকুচি দিয়ে লালচে করে ভেজে তাতে এলাচি, দারুচিনি ও তেজপাতা দিন। এবার আদা ও রসুনবাটা দিয়ে সামান্য নেড়ে নিন। অল্প পানি দিয়ে হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। পরে মাংস দিয়ে ঢেকে রান্না করুন কম আঁচে। সেদ্ধ হলে বাঁধাকপি দিয়ে আবারও ঢেকে রান্না করুন। এবার হয়ে এলে জিরা ও গরমমসলার গুঁড়া এবং কাঁচা মরিচের ফালি দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। তারপর লবণ দেখে নামিয়ে নিন। রেডি হয়ে গেল বাঁধাকপি দিয়ে গরুর মাংস।

ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামধারী বেশ কয়েকটি পেজ। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে অন্তত এমন ১০টি পেজ খুঁজে পেয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পেজগুলো বর্তমানে ‘আনপাবলিশড’ অবস্থায় আছে বা ডিলি
০২ সেপ্টেম্বর ২০২৪
ত্বকের যত্নে কোন উপাদান বেশি কার্যকর, তা নির্ভর করে ত্বকের ধরনের ওপর। রূপ বিশেষজ্ঞরা এ কথা বলে আসছেন বহুকাল ধরে। মেষ, সিংহ ও ধনু রাশির ওপর অগ্নির প্রভাব রয়েছে। তাই জ্যোতিষশাস্ত্র মনে করে, এই রাশির জাতক-জাতিকারা যদি ত্বক ঠান্ডা রাখে এমন ভেষজ ব্যবহার করেন, তাহলে উপকার মিলবে।...
১২ মিনিট আগে
আজ আপনার এনার্জি লেভেল একদম ‘ফুল চার্জড ব্যাটারি’র মতো, যা আপনি একটা তুচ্ছ কারণে খরচ করতে প্রস্তুত। অফিসে আজ বসের সঙ্গে চায়ের কাপের রং নিয়ে তর্ক শুরু করতে পারেন। রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি দেখেন একটি পিঁপড়া আপনার হাঁটার পথে বাধা দিচ্ছে, তার সঙ্গেও চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন।
৪৪ মিনিট আগে
সম্প্রতি একটি ঘটনা মোটামুটি সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। গত সোমবার সকালে মোহাম্মদপুরে একটি বাড়িতে মা-মেয়ে খুন হন গৃহকর্মীর হাতে। শুধু এমন ঘটনা নয়, গৃহকর্মী খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে পালানোর ঘটনাও প্রায়ই শোনা যায়।
১ দিন আগেফিচার ডেস্ক

সম্প্রতি একটি ঘটনা মোটামুটি সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। গত সোমবার সকালে মোহাম্মদপুরে একটি বাড়িতে মা-মেয়ে খুন হন গৃহকর্মীর হাতে। শুধু এমন ঘটনা নয়, গৃহকর্মী খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে পালানোর ঘটনাও প্রায়ই শোনা যায়।
শহরের ব্যস্ত জীবনে দৈনন্দিন কাজের সাহায্যের জন্য অনেকে গৃহকর্মীর ওপর নির্ভরশীল। ফলে পরিবারের সদস্যদের নিরাপত্তা থেকে শুরু করে বাড়ির জিনিসপত্রের নিরাপত্তা অনেকটা নির্ভর করে কেমন গৃহকর্মী আপনি নিয়োগ দিয়েছেন, তার ওপর। গৃহকর্মী নিয়োগের আগে তার সম্পর্কে যথেষ্ট তথ্য সংগ্রহ করেছেন কিনা, সেটার ওপরও আপনার নিরাপত্তা অনেকটাই নির্ভর করে। কারণ, তাদের নিয়োগে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে।
গৃহকর্মী নিয়োগের আগে যেমন কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করে নেওয়া হয়, তেমনি তাদের ছোটখাটো একটা ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে জরুরি কিছু কাগজপত্রও সংগ্রহ করা উচিত।
নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের আগে যে বিষয়গুলো মনে রাখতে পারেন—
জরুরি নথি সংগ্রহে রাখুন
কোনো চাকরিতে নিয়োগের আগে অফিসে যেমন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়ে, তেমনি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রেও এমন কিছু কাগজ তাদের কাছ থেকে চেয়ে নিন।
গৃহকর্মী নিয়োগের আগে অন্তত দুই কপি পাসপোর্ট সাইজ ছবি রাখুন। অবশ্যই চেহারার সঙ্গে ছবি মিলিয়ে নেবেন। স্থায়ী গৃহকর্মী রাখার ক্ষেত্রে অবশ্যই সাম্প্রতিককালে তোলা ছবি চেয়ে নেবেন বা তুলে নেবেন।
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করুন। জাতীয় পরিচয়পত্র হাতে থাকলে প্রয়োজনে আইনগতভাবে ব্যক্তিকে শনাক্ত করা সহজ হয়। এটি দিতে না চাইলে সেই গৃহকর্মীকে নিয়োগ না দেওয়াই নিরাপদ।
বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই করে নিন
গৃহকর্মীর বর্তমান ঠিকানা ও মোবাইল ফোন নম্বর নিন। সঙ্গে পরিবারের আরও দু-একজনের নম্বর রাখতে পারলে ভালো হয়। স্থায়ী গৃহকর্মী রাখার ক্ষেত্রে বেশির ভাগ সময় নিজের গ্রামের বাড়ি থেকে খোঁজ করে নিয়োগ দেওয়া হয়। সে ক্ষেত্রে প্রয়োজনে নিজে বা পরিচিত কাউকে তার বাড়িতে পাঠিয়ে ঠিকানা যাচাই করে নিন। এ ছাড়া বর্তমানে তিনি যেখানে থাকেন, সেখানকার আশপাশ সম্পর্কেও খোঁজ নিতে পারেন।
কীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা বুঝে নিন
সাধারণত শহরের বাড়িগুলোয় দেখা যায়, একজন গৃহকর্মী একই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে কাজ করে, আশপাশের বিভিন্ন ভবনেও কাজ করে এরা। এ ক্ষেত্রে বেশির ভাগ তাদের বাসা সাধারণত পাশাপাশি এলাকাতেই হয়। অর্থাৎ নির্দিষ্ট এলাকার মধ্য়ে তারা কাজ নেয়। এ ক্ষেত্রে ঝুঁকি কম।
কিন্তু নির্দিষ্ট কারও মাধ্যমে এমন কোনো গৃহকর্মী যদি নিয়োগ দেন, যিনি এলাকার নন, সে ক্ষেত্রে যার মাধ্যমে নিয়োগ দিচ্ছেন তার নাম, ঠিকানা ও ফোন নম্বরও সংগ্রহে রাখুন। গৃহকর্মী আগে কোথায় কাজ করেছে, কত দিন করেছে, সে সম্পর্কেও তথ্য নিন।
নতুন এলাকায় বসবাসের ক্ষেত্রে বাড়িওয়ালা, কেয়ারটেকার বা পরিচিত প্রতিবেশীর সুপারিশে গৃহকর্মী নেওয়া যেতে পারে। তবে সেখানেও ছবি, পরিচয়পত্র ও শনাক্তকারী ব্যক্তির তথ্য সংগ্রহ জরুরি।
কাজের ধরন, সময় ও বেতন স্পষ্টভাবে ঠিক করুন
কী কাজ করবেন, কত সময় কাজ করবেন, এ বিষয়গুলো শুরুতেই পরিষ্কার না করলে পরে ভুল-বোঝাবুঝি তৈরি হয়। অতিরিক্ত কাজ চাপানোর প্রবণতা দ্বন্দ্ব বাড়ায়। মাসিক বেতন, বেতন দেওয়ার তারিখ ও ছুটির বিষয়টি আগেই ঠিক করে নেওয়া জরুরি। অস্পষ্টতা থাকলে কর্মী ও নিয়োগকর্তা—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।
ব্যক্তিগত আলমারি নিজেই পরিষ্কার করুন
গৃহকর্মী নিয়োগের সময় স্পষ্টভাবে বুঝিয়ে বলুন কোন কোন জিনিস আপনি নিজেই রক্ষণাবেক্ষণ করবেন। এতে একটা স্বাস্থ্যকর সীমারেখা বজায় থাকবে। ব্যক্তিগত ও দামি জিনিসপত্র রয়েছে এমন ড্রয়ার বা আলমারি নিজ হাতে গোছান ও পরিষ্কার করুন। এতে অনেকটাই চিন্তামুক্ত থাকা যাবে।
সূত্র: বুমার্স ও অন্যান্য

সম্প্রতি একটি ঘটনা মোটামুটি সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। গত সোমবার সকালে মোহাম্মদপুরে একটি বাড়িতে মা-মেয়ে খুন হন গৃহকর্মীর হাতে। শুধু এমন ঘটনা নয়, গৃহকর্মী খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে পালানোর ঘটনাও প্রায়ই শোনা যায়।
শহরের ব্যস্ত জীবনে দৈনন্দিন কাজের সাহায্যের জন্য অনেকে গৃহকর্মীর ওপর নির্ভরশীল। ফলে পরিবারের সদস্যদের নিরাপত্তা থেকে শুরু করে বাড়ির জিনিসপত্রের নিরাপত্তা অনেকটা নির্ভর করে কেমন গৃহকর্মী আপনি নিয়োগ দিয়েছেন, তার ওপর। গৃহকর্মী নিয়োগের আগে তার সম্পর্কে যথেষ্ট তথ্য সংগ্রহ করেছেন কিনা, সেটার ওপরও আপনার নিরাপত্তা অনেকটাই নির্ভর করে। কারণ, তাদের নিয়োগে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে।
গৃহকর্মী নিয়োগের আগে যেমন কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করে নেওয়া হয়, তেমনি তাদের ছোটখাটো একটা ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে জরুরি কিছু কাগজপত্রও সংগ্রহ করা উচিত।
নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের আগে যে বিষয়গুলো মনে রাখতে পারেন—
জরুরি নথি সংগ্রহে রাখুন
কোনো চাকরিতে নিয়োগের আগে অফিসে যেমন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়ে, তেমনি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রেও এমন কিছু কাগজ তাদের কাছ থেকে চেয়ে নিন।
গৃহকর্মী নিয়োগের আগে অন্তত দুই কপি পাসপোর্ট সাইজ ছবি রাখুন। অবশ্যই চেহারার সঙ্গে ছবি মিলিয়ে নেবেন। স্থায়ী গৃহকর্মী রাখার ক্ষেত্রে অবশ্যই সাম্প্রতিককালে তোলা ছবি চেয়ে নেবেন বা তুলে নেবেন।
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করুন। জাতীয় পরিচয়পত্র হাতে থাকলে প্রয়োজনে আইনগতভাবে ব্যক্তিকে শনাক্ত করা সহজ হয়। এটি দিতে না চাইলে সেই গৃহকর্মীকে নিয়োগ না দেওয়াই নিরাপদ।
বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই করে নিন
গৃহকর্মীর বর্তমান ঠিকানা ও মোবাইল ফোন নম্বর নিন। সঙ্গে পরিবারের আরও দু-একজনের নম্বর রাখতে পারলে ভালো হয়। স্থায়ী গৃহকর্মী রাখার ক্ষেত্রে বেশির ভাগ সময় নিজের গ্রামের বাড়ি থেকে খোঁজ করে নিয়োগ দেওয়া হয়। সে ক্ষেত্রে প্রয়োজনে নিজে বা পরিচিত কাউকে তার বাড়িতে পাঠিয়ে ঠিকানা যাচাই করে নিন। এ ছাড়া বর্তমানে তিনি যেখানে থাকেন, সেখানকার আশপাশ সম্পর্কেও খোঁজ নিতে পারেন।
কীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা বুঝে নিন
সাধারণত শহরের বাড়িগুলোয় দেখা যায়, একজন গৃহকর্মী একই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে কাজ করে, আশপাশের বিভিন্ন ভবনেও কাজ করে এরা। এ ক্ষেত্রে বেশির ভাগ তাদের বাসা সাধারণত পাশাপাশি এলাকাতেই হয়। অর্থাৎ নির্দিষ্ট এলাকার মধ্য়ে তারা কাজ নেয়। এ ক্ষেত্রে ঝুঁকি কম।
কিন্তু নির্দিষ্ট কারও মাধ্যমে এমন কোনো গৃহকর্মী যদি নিয়োগ দেন, যিনি এলাকার নন, সে ক্ষেত্রে যার মাধ্যমে নিয়োগ দিচ্ছেন তার নাম, ঠিকানা ও ফোন নম্বরও সংগ্রহে রাখুন। গৃহকর্মী আগে কোথায় কাজ করেছে, কত দিন করেছে, সে সম্পর্কেও তথ্য নিন।
নতুন এলাকায় বসবাসের ক্ষেত্রে বাড়িওয়ালা, কেয়ারটেকার বা পরিচিত প্রতিবেশীর সুপারিশে গৃহকর্মী নেওয়া যেতে পারে। তবে সেখানেও ছবি, পরিচয়পত্র ও শনাক্তকারী ব্যক্তির তথ্য সংগ্রহ জরুরি।
কাজের ধরন, সময় ও বেতন স্পষ্টভাবে ঠিক করুন
কী কাজ করবেন, কত সময় কাজ করবেন, এ বিষয়গুলো শুরুতেই পরিষ্কার না করলে পরে ভুল-বোঝাবুঝি তৈরি হয়। অতিরিক্ত কাজ চাপানোর প্রবণতা দ্বন্দ্ব বাড়ায়। মাসিক বেতন, বেতন দেওয়ার তারিখ ও ছুটির বিষয়টি আগেই ঠিক করে নেওয়া জরুরি। অস্পষ্টতা থাকলে কর্মী ও নিয়োগকর্তা—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।
ব্যক্তিগত আলমারি নিজেই পরিষ্কার করুন
গৃহকর্মী নিয়োগের সময় স্পষ্টভাবে বুঝিয়ে বলুন কোন কোন জিনিস আপনি নিজেই রক্ষণাবেক্ষণ করবেন। এতে একটা স্বাস্থ্যকর সীমারেখা বজায় থাকবে। ব্যক্তিগত ও দামি জিনিসপত্র রয়েছে এমন ড্রয়ার বা আলমারি নিজ হাতে গোছান ও পরিষ্কার করুন। এতে অনেকটাই চিন্তামুক্ত থাকা যাবে।
সূত্র: বুমার্স ও অন্যান্য

ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামধারী বেশ কয়েকটি পেজ। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির আগস্টের প্রতিবেদন থেকে অন্তত এমন ১০টি পেজ খুঁজে পেয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পেজগুলো বর্তমানে ‘আনপাবলিশড’ অবস্থায় আছে বা ডিলি
০২ সেপ্টেম্বর ২০২৪
ত্বকের যত্নে কোন উপাদান বেশি কার্যকর, তা নির্ভর করে ত্বকের ধরনের ওপর। রূপ বিশেষজ্ঞরা এ কথা বলে আসছেন বহুকাল ধরে। মেষ, সিংহ ও ধনু রাশির ওপর অগ্নির প্রভাব রয়েছে। তাই জ্যোতিষশাস্ত্র মনে করে, এই রাশির জাতক-জাতিকারা যদি ত্বক ঠান্ডা রাখে এমন ভেষজ ব্যবহার করেন, তাহলে উপকার মিলবে।...
১২ মিনিট আগে
আজ আপনার এনার্জি লেভেল একদম ‘ফুল চার্জড ব্যাটারি’র মতো, যা আপনি একটা তুচ্ছ কারণে খরচ করতে প্রস্তুত। অফিসে আজ বসের সঙ্গে চায়ের কাপের রং নিয়ে তর্ক শুরু করতে পারেন। রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি দেখেন একটি পিঁপড়া আপনার হাঁটার পথে বাধা দিচ্ছে, তার সঙ্গেও চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন।
৪৪ মিনিট আগে
গরুর মাংস তো নানাভাবে খেয়েছেন। বাঁধাকপির এই মৌসুমে সেটি দিয়েই রেঁধে দেখুন। স্বাদ তো বদলাবেই, একটু অন্য রকম খাবারও খাওয়া হবে। আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।...
২ ঘণ্টা আগে