
হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটাস দিতে পছন্দ করেন অনেকেই। তাই আরও স্বাচ্ছন্দ্যে স্ট্যাটাস দিতে নতুন দুটি ফিচার নিয়ে এল প্ল্যাটফরমটির মূল কোম্পানি মেটা। প্রথমটি হলো স্ট্যাটাস আপডেট লাইক করার সুযোগ এবং দ্বিতীয়টি হলো প্রাইভেট মেনশন। লাইক ফিচারের মাধ্যমে প্রতিক্রিয়া দেখানো যাবে এবং প্রাইভেট মেনশনের মাধ্যমে স্ট্যাটাসের গোপনীয়তা বজায় রাখতে পারবেন ব্যবহারকারীরা।
কিছুদিন আগে শুধু হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে পাওয়া যেত ফিচার দুটি। তবে এখন সব ডিভাইসের জন্য আনুষ্ঠানিকভাবে ফিচারগুলো চালু করা হয়েছে।
স্ট্যাটাস শেয়ার করা ব্যক্তিকে লাইক রিঅ্যাকশন পাঠানোর সুযোগ দেয় স্ট্যাটাস লাইক ফিচারটি। এ জন্য হোয়াটসঅ্যাপ ক্যাপশন বারটির পাশে থাকা হার্ট আইকনে ট্যাপ করতে হবে। আর ট্যাপ করলেই লাইক নোটিফিকেশন পোস্ট করা ব্যক্তির কাছে চলে যাবে। তবে লাইকগুলো প্রাইভেট থাকবে। অর্থাৎ যে ব্যক্তি লাইক করেছেন এবং যার স্ট্যাটাস লাইক করা হয়েছে, তারাই বিষয়টি জানবে। তারা একটি ‘ভিউয়ার্স লিস্ট’ বা তালিকা দেখতে পারবে। স্ট্যাটাস আপডেটের প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিকে আরও সহজ করেছে এই ফিচার।
হোয়াটসঅ্যাপের জন্য আরেকটি নতুন ফিচার হলো—‘প্রাইভেট মেনশন’। এটা ঠিক ইনস্টাগ্রাম স্টোরিতে কাউকে ট্যাগ করার মতো। তবে এখানে যাকে মেনশন করা হবে, তিনিই শুধু স্ট্যাটাসটি দেখতে পারবেন। সহজভাবে বললে, আপনি যাকে মেনশন করবেন, কেবল সেই ব্যক্তি শুধু আপনার স্ট্যাটাস দেখবেন আর বাকিরা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না। স্ট্যাটাসে অন্য কাউকে মেনশন করলেই তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যাবে তাঁর কাছে।
মেনশন করা অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি আবার শেয়ার করা যাবে। কিন্তু এর পরও অন্যরা এ সম্পর্কে জানবেন না। দুজন মানুষের মধ্যে গোপনীয়তা বজায় রাখার জন্য এটি একটি দারুণ ফিচার। এই নতুন ফিচারগুলো এখন সবার জন্য চালু হচ্ছে। পর্যায়ক্রমে আপনার ডিভাইসে ফিচার দুটি পাওয়া যাবে।
নতুন ফিচারগুলো নিশ্চিতভাবেই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলবে। কয়েক সপ্তাহ আগে চ্যানেল ফিচারের জন্যও নতুন আপডেট আনে হোয়াটসঅ্যাপ। আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ক্যাটাগরি অনুযায়ী নতুন চ্যানেল অনুসরণ করতে পারবেন। এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে—পিপল, অর্গানাইজেশন, লাইফস্টাইল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, বিজনেস ও নিউজ অ্যান্ড ইনফরমেশন।
সম্প্রতি ভিডিও কলের জন্য নতুন ‘ফিল্টার’ ও ‘ব্যাকগ্রাউন্ড’ যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। তাই এখন হোয়াটসঅ্যাপের নতুন ১০টি ফিল্টার ও ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে—ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফোরেস্ট।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক

হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটাস দিতে পছন্দ করেন অনেকেই। তাই আরও স্বাচ্ছন্দ্যে স্ট্যাটাস দিতে নতুন দুটি ফিচার নিয়ে এল প্ল্যাটফরমটির মূল কোম্পানি মেটা। প্রথমটি হলো স্ট্যাটাস আপডেট লাইক করার সুযোগ এবং দ্বিতীয়টি হলো প্রাইভেট মেনশন। লাইক ফিচারের মাধ্যমে প্রতিক্রিয়া দেখানো যাবে এবং প্রাইভেট মেনশনের মাধ্যমে স্ট্যাটাসের গোপনীয়তা বজায় রাখতে পারবেন ব্যবহারকারীরা।
কিছুদিন আগে শুধু হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে পাওয়া যেত ফিচার দুটি। তবে এখন সব ডিভাইসের জন্য আনুষ্ঠানিকভাবে ফিচারগুলো চালু করা হয়েছে।
স্ট্যাটাস শেয়ার করা ব্যক্তিকে লাইক রিঅ্যাকশন পাঠানোর সুযোগ দেয় স্ট্যাটাস লাইক ফিচারটি। এ জন্য হোয়াটসঅ্যাপ ক্যাপশন বারটির পাশে থাকা হার্ট আইকনে ট্যাপ করতে হবে। আর ট্যাপ করলেই লাইক নোটিফিকেশন পোস্ট করা ব্যক্তির কাছে চলে যাবে। তবে লাইকগুলো প্রাইভেট থাকবে। অর্থাৎ যে ব্যক্তি লাইক করেছেন এবং যার স্ট্যাটাস লাইক করা হয়েছে, তারাই বিষয়টি জানবে। তারা একটি ‘ভিউয়ার্স লিস্ট’ বা তালিকা দেখতে পারবে। স্ট্যাটাস আপডেটের প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিকে আরও সহজ করেছে এই ফিচার।
হোয়াটসঅ্যাপের জন্য আরেকটি নতুন ফিচার হলো—‘প্রাইভেট মেনশন’। এটা ঠিক ইনস্টাগ্রাম স্টোরিতে কাউকে ট্যাগ করার মতো। তবে এখানে যাকে মেনশন করা হবে, তিনিই শুধু স্ট্যাটাসটি দেখতে পারবেন। সহজভাবে বললে, আপনি যাকে মেনশন করবেন, কেবল সেই ব্যক্তি শুধু আপনার স্ট্যাটাস দেখবেন আর বাকিরা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না। স্ট্যাটাসে অন্য কাউকে মেনশন করলেই তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যাবে তাঁর কাছে।
মেনশন করা অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি আবার শেয়ার করা যাবে। কিন্তু এর পরও অন্যরা এ সম্পর্কে জানবেন না। দুজন মানুষের মধ্যে গোপনীয়তা বজায় রাখার জন্য এটি একটি দারুণ ফিচার। এই নতুন ফিচারগুলো এখন সবার জন্য চালু হচ্ছে। পর্যায়ক্রমে আপনার ডিভাইসে ফিচার দুটি পাওয়া যাবে।
নতুন ফিচারগুলো নিশ্চিতভাবেই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলবে। কয়েক সপ্তাহ আগে চ্যানেল ফিচারের জন্যও নতুন আপডেট আনে হোয়াটসঅ্যাপ। আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ক্যাটাগরি অনুযায়ী নতুন চ্যানেল অনুসরণ করতে পারবেন। এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে—পিপল, অর্গানাইজেশন, লাইফস্টাইল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, বিজনেস ও নিউজ অ্যান্ড ইনফরমেশন।
সম্প্রতি ভিডিও কলের জন্য নতুন ‘ফিল্টার’ ও ‘ব্যাকগ্রাউন্ড’ যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। তাই এখন হোয়াটসঅ্যাপের নতুন ১০টি ফিল্টার ও ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে—ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফোরেস্ট।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক

গতকাল বৃহস্পতিবার বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সাড়ে ২২ লাখের বেশি হয়েছে।
১৩ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কারের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এর জন্য মূলত সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। বিশেষ করে কম্পিউটার এবং স্মার্টফোনের অন্যতম প্রধান যন্ত্রাংশ ‘র্যাম’-এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ২০২৬ সালে প্রযুক্তি পণ্যের বাজারকে অস্থির করে তোলার ইঙ্গিত দিচ্
১৫ ঘণ্টা আগে
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পুনরায় সচল হওয়া নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও আতঙ্ক দূর করতে বার্তা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ ঘণ্টা আগে
চলতি বছরকে এআইয়ের জন্য ‘স্কেল-আপ ইয়ার’ বললে ভুল হবে না। স্টার্টআপ ফান্ডিং থেকে শুরু করে ডেটা সেন্টার, বিদ্যুৎ এনার্জি অবকাঠামো, জাতীয় নীতি—সবখানে এআই এখন ভূরাজনীতির খেলা।
৪ দিন আগে