অনলাইন ডেস্ক
শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা। এটি লেজার ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ১০০ কিলোমিটার (৬০ মাইল) ওপর থেকে মানুষের চেহারার বিস্তারিত ছবি তুলতে পারে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি বর্তমানের শীর্ষস্থানীয় স্যাটেলাইট ক্যামেরা এবং গোয়েন্দা টেলিস্কোপের তুলনায় ১০০ গুণ বা তারও বেশি শক্তিশালী।
এই স্যাটেলাইটের প্রযুক্তি একাধিক কাজে ব্যবহার করতে পারে চীন। যার মধ্যে একটি হলো বিদেশি স্যাটেলাইটের ওপর নজরদারি। এর মাধ্যমে নতুন স্তরের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে চীন, যা এর আগে সম্ভব ছিল না।
এই স্যাটেলাইট তৈরি করেছেন চীনের একাডেমি অব সায়েন্সেসের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা এবং তাদের গবেষণার ফলাফল চীনা জার্নাল অব লেজার্স (ইস্যু ৫২, ভলিউম ৩)-এ প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পশ্চিমে অবস্থিত ‘কিংহাই হ্রদ’ এলাকায় একটি নতুন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা চালান বিজ্ঞানীরা, যা সিনথেটিক। অ্যাপারচার লাইডার (এসএএল) নামক একধরনের লেজার রাডার প্রযুক্তির ওপর ভিত্তি করে স্যাটেলাইটটি তৈরি। এই প্রযুক্তি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ছবি তুলতে পারে।
নতুন স্যাটেলাইট প্রযুক্তি কাজ করে যেভাবে
এই স্যাটেলাইটে ব্যবহৃত হচ্ছে সিনথেটিক অ্যাপারচার লাইডার (এসএএল) প্রযুক্তি, যা একধরনের লেজার রাডার। এটি চলমান বস্তুর (যেমন: স্যাটেলাইট) গতির সাহায্যে ছবি তুলতে সক্ষম, যা অন্যান্য সিস্টেমের তুলনায় অনেক বেশি স্পষ্ট ছবি ধারণ করতে পারে। আগের স্যাটেলাইট রাডার সিস্টেমগুলোয় (এসএআর) মাইক্রোওয়েভ রশ্মি ব্যবহার করত, যার কারণে সেগুলোর রেজল্যুশন তুলনামূলকভাবে কম ছিল। তবে এই নতুন সিস্টেম অপটিক্যাল তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে, যা মাইক্রোওয়েভের চেয়ে অনেক ছোট এবং এর মাধ্যমে অনেক বেশি স্পষ্ট ছবি পাওয়া যায়।
গবেষণার পরীক্ষাটি চীনের কিংহাই হ্রদের কাছাকাছি একটি এলাকা থেকে পরিচালিত হয়, যেখানে সিস্টেমটি ১০১ দশমিক ৮ কিলোমিটার (৬৩ দশমিক ৩ মাইল) দূরত্বে প্রতিফলিত প্রিজমের ওপর নজরদারি করে। পরীক্ষায় সিস্টেমটি ১ দশমিক ৭ মিলিমিটার (দশমিক শূন্য ৭ ইঞ্চি) পর্যন্ত ছোট বস্তুর বিস্তারিত তথ্য দেখতে সক্ষম ছিল এবং ১৫ দশমিক ৬ মিমি (দশমিক ৬১ ইঞ্চি) পর্যন্ত নির্ভুলভাবে দূরত্ব পরিমাপ করে।
এই প্রযুক্তি পূর্বের যেকোনো প্রযুক্তির তুলনায় অনেক বেশি উন্নত। উদাহরণস্বরূপ, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের কোম্পানি লকহিড মার্টিন একটি পরীক্ষায় মাত্র ১ দশমিক ৬ কিলোমিটার (১ মাইল) দূর থেকে ২ সেন্টিমিটার (দশমিক ৭৯ ইঞ্চি) রেজল্যুশনের ছবি তুলতে পরেছিল। যেখানে চীনের ২০১০ সালের পরীক্ষায় ৬ দশমিক ৯ কিলোমিটার (৪ দশমিক ৩ মাইল) দূরত্ব থেকে ৫ সেন্টিমিটার (১ দশমিক ৯৭ ইঞ্চি) রেজল্যুশনের ছবি পাওয়া গিয়েছিল।
সর্বশেষ অগ্রগতি অর্জন করতে লেজার রশ্মিকে ৪ x ৪ মাইক্রো-লেন্স অ্যারেতে (একাধিক ছোট ছোট অংশে) ভাগ করে দিয়েছিল চীনের দলটি। এর ফলে সিস্টেমের অপটিক্যাল অ্যাপারচার—অর্থাৎ ক্যামেরা সিস্টেমে আলো প্রবাহিত হওয়ার পরিসর দশমিক ৬৮ ইঞ্চি (১৭ দশমিক ২ মিলিমিটার) থেকে ২ দশমিক ৭১ ইঞ্চি (৬৮ দশমিক ৮ মিলিমিটার) পর্যন্ত বাড়ে।
চীনের এই পরীক্ষা নিখুঁত আবহাওয়া ও বায়ুমণ্ডলীয় শর্তে পরিচালনা করা হয়, যেখানে বাতাস ছিল শান্ত এবং মেঘ কম ছিল। তবে, খারাপ আবহাওয়ায় বা কোনো বাধা এলে সিস্টেমটির ছবির স্পষ্টতা এবং নির্ভরযোগ্যতায় প্রভাব পড়তে পারে।
আরও খবর পড়ুন:
শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা। এটি লেজার ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ১০০ কিলোমিটার (৬০ মাইল) ওপর থেকে মানুষের চেহারার বিস্তারিত ছবি তুলতে পারে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি বর্তমানের শীর্ষস্থানীয় স্যাটেলাইট ক্যামেরা এবং গোয়েন্দা টেলিস্কোপের তুলনায় ১০০ গুণ বা তারও বেশি শক্তিশালী।
এই স্যাটেলাইটের প্রযুক্তি একাধিক কাজে ব্যবহার করতে পারে চীন। যার মধ্যে একটি হলো বিদেশি স্যাটেলাইটের ওপর নজরদারি। এর মাধ্যমে নতুন স্তরের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে চীন, যা এর আগে সম্ভব ছিল না।
এই স্যাটেলাইট তৈরি করেছেন চীনের একাডেমি অব সায়েন্সেসের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা এবং তাদের গবেষণার ফলাফল চীনা জার্নাল অব লেজার্স (ইস্যু ৫২, ভলিউম ৩)-এ প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পশ্চিমে অবস্থিত ‘কিংহাই হ্রদ’ এলাকায় একটি নতুন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা চালান বিজ্ঞানীরা, যা সিনথেটিক। অ্যাপারচার লাইডার (এসএএল) নামক একধরনের লেজার রাডার প্রযুক্তির ওপর ভিত্তি করে স্যাটেলাইটটি তৈরি। এই প্রযুক্তি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ছবি তুলতে পারে।
নতুন স্যাটেলাইট প্রযুক্তি কাজ করে যেভাবে
এই স্যাটেলাইটে ব্যবহৃত হচ্ছে সিনথেটিক অ্যাপারচার লাইডার (এসএএল) প্রযুক্তি, যা একধরনের লেজার রাডার। এটি চলমান বস্তুর (যেমন: স্যাটেলাইট) গতির সাহায্যে ছবি তুলতে সক্ষম, যা অন্যান্য সিস্টেমের তুলনায় অনেক বেশি স্পষ্ট ছবি ধারণ করতে পারে। আগের স্যাটেলাইট রাডার সিস্টেমগুলোয় (এসএআর) মাইক্রোওয়েভ রশ্মি ব্যবহার করত, যার কারণে সেগুলোর রেজল্যুশন তুলনামূলকভাবে কম ছিল। তবে এই নতুন সিস্টেম অপটিক্যাল তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে, যা মাইক্রোওয়েভের চেয়ে অনেক ছোট এবং এর মাধ্যমে অনেক বেশি স্পষ্ট ছবি পাওয়া যায়।
গবেষণার পরীক্ষাটি চীনের কিংহাই হ্রদের কাছাকাছি একটি এলাকা থেকে পরিচালিত হয়, যেখানে সিস্টেমটি ১০১ দশমিক ৮ কিলোমিটার (৬৩ দশমিক ৩ মাইল) দূরত্বে প্রতিফলিত প্রিজমের ওপর নজরদারি করে। পরীক্ষায় সিস্টেমটি ১ দশমিক ৭ মিলিমিটার (দশমিক শূন্য ৭ ইঞ্চি) পর্যন্ত ছোট বস্তুর বিস্তারিত তথ্য দেখতে সক্ষম ছিল এবং ১৫ দশমিক ৬ মিমি (দশমিক ৬১ ইঞ্চি) পর্যন্ত নির্ভুলভাবে দূরত্ব পরিমাপ করে।
এই প্রযুক্তি পূর্বের যেকোনো প্রযুক্তির তুলনায় অনেক বেশি উন্নত। উদাহরণস্বরূপ, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের কোম্পানি লকহিড মার্টিন একটি পরীক্ষায় মাত্র ১ দশমিক ৬ কিলোমিটার (১ মাইল) দূর থেকে ২ সেন্টিমিটার (দশমিক ৭৯ ইঞ্চি) রেজল্যুশনের ছবি তুলতে পরেছিল। যেখানে চীনের ২০১০ সালের পরীক্ষায় ৬ দশমিক ৯ কিলোমিটার (৪ দশমিক ৩ মাইল) দূরত্ব থেকে ৫ সেন্টিমিটার (১ দশমিক ৯৭ ইঞ্চি) রেজল্যুশনের ছবি পাওয়া গিয়েছিল।
সর্বশেষ অগ্রগতি অর্জন করতে লেজার রশ্মিকে ৪ x ৪ মাইক্রো-লেন্স অ্যারেতে (একাধিক ছোট ছোট অংশে) ভাগ করে দিয়েছিল চীনের দলটি। এর ফলে সিস্টেমের অপটিক্যাল অ্যাপারচার—অর্থাৎ ক্যামেরা সিস্টেমে আলো প্রবাহিত হওয়ার পরিসর দশমিক ৬৮ ইঞ্চি (১৭ দশমিক ২ মিলিমিটার) থেকে ২ দশমিক ৭১ ইঞ্চি (৬৮ দশমিক ৮ মিলিমিটার) পর্যন্ত বাড়ে।
চীনের এই পরীক্ষা নিখুঁত আবহাওয়া ও বায়ুমণ্ডলীয় শর্তে পরিচালনা করা হয়, যেখানে বাতাস ছিল শান্ত এবং মেঘ কম ছিল। তবে, খারাপ আবহাওয়ায় বা কোনো বাধা এলে সিস্টেমটির ছবির স্পষ্টতা এবং নির্ভরযোগ্যতায় প্রভাব পড়তে পারে।
আরও খবর পড়ুন:
আমাদের পরিচিত পৃথিবীকে পরিবর্তন করছে এআই। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে নতুনভাবে গঠন করছে, কাজগুলোকে সহজ করছে। তবে প্রযুক্তি খাতে নিয়োগেরও ক্ষেত্রেও ভূমিকা রাখছে এআই। কারণ, চাকরির অনলাইন সাক্ষাৎকারে এআই দিয়ে প্রতারণা করছে প্রার্থীরা। বিশেষ করে দূরবর্তী ইন্টারভিউয়ের (রিমোট ইন্টারভিউ বা অনলাইন সাক্ষাৎক
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি ইনস্টিটিউটের (এআইএসআই) অংশীদারির মধ্যে থাকা বিজ্ঞানীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)। নতুন শর্তাবলিতে গবেষকদের কাজের ক্ষেত্র থেকে ‘এআই নিরাপত্তা’, ‘দায়িত্বশীল এআই’ ও ‘এআই ন্যায্যতা’ বি
১৩ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান আইনি যুদ্ধের নতুন মোড় নিয়েছে। দুই পক্ষই সম্মত হয়েছে যে, ওপেনএআই এর লাভজনক মডেলে রূপান্তরের বিষয়টি নিয়ে একটি দ্রুত বিচারকার্য অনুষ্ঠিত হবে, যা তাদের বিরোধকে আদালতের মাধ্যমে সমাধান করতে সাহায্য করবে।
১৫ ঘণ্টা আগেইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো কমিউনিটি নোটস ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এ জন্য আগামী ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হবে। তবে প্রাথমিকভাবে জনসম্মুখে নোটগুলো প্রকাশ করবে না কোম্পানিটি। কারণ মেটা এখন কমিউনিটি নোটসের লেখার এবং রেটিং করার..
১৬ ঘণ্টা আগে