অনলাইন ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও শেয়ারের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এখন থেকে ফেসবুকে পোস্ট কম্পোজার থেকে ভিডিও শেয়ার করলে তা সরাসরি রিল হিসেবে প্রকাশিত হবে।
মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, বর্তমানে ফেসবুকের ভিডিওগুলো দুটি ভিন্ন ফরম্যাট—ভিডিও বা রিল হিসেবে শেয়ার করা যায়। তবে আগামী কয়েক মাসে এই পরিবর্তন ধাপে ধাপে সারা বিশ্বে প্রোফাইল ও পেজে চালু করা হবে।
মেটা বলছে, ‘ফেসবুকে এখনো সব ধরনের ভিডিওর প্রকাশ করা যাবে—ছোট, বড় কিংবা লাইভ ভিডিও। এই পরিবর্তনের মাধ্যমে আমরা রিল তৈরি, শেয়ার ও আবিষ্কার করাকে আরও সহজ করতে চাই।’
এছাড়াও, ফেসবুক রিলে ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল, সেটি তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এখন থেকে ব্যবহারকারীরা আরও দীর্ঘ ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন।
মেটা আরও জানিয়েছে, ফেসবুকের ‘ভিডিও’ ট্যাবের নাম পরিবর্তন করে ‘রিলস’ রাখা হবে। তবে এতে ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয়, তাতে কোনো পরিবর্তন আসবে না। কোম্পানিটি জানায়, ‘আমরা এখনো ভিডিওর বিভিন্ন বিষয় ও দৈর্ঘ্যকে গুরুত্ব দেই এবং এই আপডেট ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী ভিডিও সুপারিশে প্রভাব ফেলবে না।’
এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক মন্তব্যের প্রতিফলন দেখা যায়। তিনি বলেন, ‘ফেসবুককে আগের চেয়ে অনেক বেশি ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করতে চান এবং আগের সেই ‘ক্লাসিক’ ফেসবুকে ফিরে যেতে চান।
গত বছরই মেটা ফেসবুকে মোবাইলের জন্য একটি নতুন ফুল-স্ক্রিন ভিডিও প্লেয়ার চালু করেছিল। অন্যদিকে, ইনস্টাগ্রামেও রিলসকে গুরুত্ব দিয়ে উন্নয়ন চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জানুয়ারি থেকে ইনস্টাগ্রামে রিলসের দৈর্ঘ্য তিন মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও শেয়ারের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এখন থেকে ফেসবুকে পোস্ট কম্পোজার থেকে ভিডিও শেয়ার করলে তা সরাসরি রিল হিসেবে প্রকাশিত হবে।
মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, বর্তমানে ফেসবুকের ভিডিওগুলো দুটি ভিন্ন ফরম্যাট—ভিডিও বা রিল হিসেবে শেয়ার করা যায়। তবে আগামী কয়েক মাসে এই পরিবর্তন ধাপে ধাপে সারা বিশ্বে প্রোফাইল ও পেজে চালু করা হবে।
মেটা বলছে, ‘ফেসবুকে এখনো সব ধরনের ভিডিওর প্রকাশ করা যাবে—ছোট, বড় কিংবা লাইভ ভিডিও। এই পরিবর্তনের মাধ্যমে আমরা রিল তৈরি, শেয়ার ও আবিষ্কার করাকে আরও সহজ করতে চাই।’
এছাড়াও, ফেসবুক রিলে ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল, সেটি তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এখন থেকে ব্যবহারকারীরা আরও দীর্ঘ ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন।
মেটা আরও জানিয়েছে, ফেসবুকের ‘ভিডিও’ ট্যাবের নাম পরিবর্তন করে ‘রিলস’ রাখা হবে। তবে এতে ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয়, তাতে কোনো পরিবর্তন আসবে না। কোম্পানিটি জানায়, ‘আমরা এখনো ভিডিওর বিভিন্ন বিষয় ও দৈর্ঘ্যকে গুরুত্ব দেই এবং এই আপডেট ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী ভিডিও সুপারিশে প্রভাব ফেলবে না।’
এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক মন্তব্যের প্রতিফলন দেখা যায়। তিনি বলেন, ‘ফেসবুককে আগের চেয়ে অনেক বেশি ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করতে চান এবং আগের সেই ‘ক্লাসিক’ ফেসবুকে ফিরে যেতে চান।
গত বছরই মেটা ফেসবুকে মোবাইলের জন্য একটি নতুন ফুল-স্ক্রিন ভিডিও প্লেয়ার চালু করেছিল। অন্যদিকে, ইনস্টাগ্রামেও রিলসকে গুরুত্ব দিয়ে উন্নয়ন চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জানুয়ারি থেকে ইনস্টাগ্রামে রিলসের দৈর্ঘ্য তিন মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার গুগল ক্রোমকে শিগগির চ্যালেঞ্জের মুখে ফেলতে যাচ্ছে ওপেনএআইয়ের ওয়েব ব্রাউজার। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র। এই ওয়েব ব্রাউজার এআইচালিত বলে জানা গেছে।
২ দিন আগেপ্রতিদিন কোটি কোটি মানুষ ছবি ও ভিডিওর মাধ্যমে নিজেদের জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। তবে কখনো ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে ইনস্টাগ্রামে পোস্ট করা কোনো ছবি বা ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। তবে স্মৃতি সংরক্ষণের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনে পোস্টটি আবার ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে।
২ দিন আগেপক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে স্থাপিত দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে সীমিত...
২ দিন আগেইলন মাস্কে কোম্পানি এক্সএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও সমালোচনার মুখে পড়েছে। এবারের অভিযোগ, এই চ্যাটবট ইহুদিবিদ্বেষী বক্তব্য, ষড়যন্ত্র তত্ত্ব এবং এমনকি অ্যাডলফ হিটলারের প্রশংসা করছে। সম্প্রতি এক্স-এ এসব মন্তব্য করে গ্রোক।
২ দিন আগে