Ajker Patrika

আবহাওয়ার পূর্বাভাসে এআই প্রযুক্তি ব্যবহার করবে জাপান

আজকের পত্রিকা ডেস্ক­
প্রচলিত পূর্বাভাসের চেয়ে আরও নির্ভুল হতে পারে এআই-ভিত্তিক পদ্ধতি। ছবি: ট্রেন্ড রিসার্চ
প্রচলিত পূর্বাভাসের চেয়ে আরও নির্ভুল হতে পারে এআই-ভিত্তিক পদ্ধতি। ছবি: ট্রেন্ড রিসার্চ

আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিচ্ছে জাপানের আবহাওয়া সংস্থা। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে ‘ডিপ লার্নিং’ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে সংস্থাটি।

এই লক্ষ্যে চলতি বছরের এপ্রিল মাসে একটি নতুন দল গঠন করা হয়েছে। দলটি এআই-ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা এবং বর্তমানে ব্যবহৃত সংখ্যাগত পূর্বাভাস মডেল একত্রে ব্যবহার করে অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নের কাজ চালাচ্ছে।

নতুন এআই ব্যবস্থা চালু হলে এটি বিপুল পরিমাণ ঐতিহাসিক আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন প্যাটার্ন শনাক্ত করবে এবং তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিভিন্ন পূর্বাভাস তৈরি করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, টাইফুনের গতিপথ নির্ধারণের মতো কিছু ক্ষেত্রে প্রচলিত পূর্বাভাসের চেয়ে আরও নির্ভুল হতে পারে এআইভিত্তিক পদ্ধতি।

আগামী জুন মাসে এআই ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিশ্লেষণক্ষমতা বাড়ানোর বিষয়ে অতিরিক্ত পদক্ষেপ ঘোষণা করতে পারে জাপানে আবহাওয়া সংস্থা।

বর্তমানে সংস্থাটি উপাত্তনির্ভর সংখ্যাগত আবহাওয়া পূর্বাভাস মডেল এবং সুপারকম্পিউটার ব্যবহার করে ভবিষ্যতের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি বোঝার চেষ্টা করে। অভিজ্ঞ আবহাওয়াবিদেরা এই ফলাফল বিশ্লেষণ করে, বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে চূড়ান্ত পূর্বাভাস ও দুর্যোগ সতর্কতা জারি করেন।

সংস্থাটি ইতিমধ্যে কিছু ক্ষেত্রে এআই ব্যবহার করে সিমুলেশনের ফলাফল পরিমার্জন করছে। তবে ভবিষ্যতেও পর্যবেক্ষণ ও চূড়ান্ত পূর্বাভাস দেওয়ার দায়িত্ব মানুষের ওপরেই বর্তাবে।

এ ছাড়া জাপানের আবহাওয়া সংস্থা নতুন এক উপগ্রহের তথ্য বিশ্লেষণে এআই প্রযুক্তি ব্যবহার করতে চায়। ‘হিমাওয়ারি-১০’ নামের এই আবহাওয়া উপগ্রহ ২০২৯ অর্থবছরে চালু হবে। তখন উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের জন্যও গভীর ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করার কথা ভাবছে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...