Ajker Patrika

ইরানে ইন্টারনেট সেবা দিতে ইচ্ছুক ইলন মাস্ক 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪৯
ইরানে ইন্টারনেট সেবা দিতে ইচ্ছুক ইলন মাস্ক 

ইরানে ইন্টারনেটের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংককে সক্রিয় করার ইচ্ছা প্রকাশ করেছেন স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এক টুইটার পোস্টের জবাবে মাস্ক এ ইচ্ছা ব্যক্ত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২০ সেপ্টেম্বর ইরানে নৈতিক পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভের ঘটনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ইরান সরকার। এর পরিপ্রেক্ষিতে দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ইরানের নাগরিকদের জন্য ইন্টারনেট পরিষেবা সম্প্রসারণের নির্দেশ জারি করেছে বলে জানা গেছে।

রাজস্ব বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘স্টারলিংক সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে, তারা বাণিজ্যিক গ্রেডের পরিষেবা সরবরাহ করবে এবং এটির হার্ডওয়্যার সাধারণ লাইসেন্সের অন্তর্ভুক্ত নয়। এ জন্য ট্রেজারি বিভাগের কাছ থেকে লিখিত অনুমতির প্রয়োজন নেই।’ 

গত শুক্রবারের আপডেট করা লাইসেন্স সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘এটি নিজে থেকেই কার্যকর হয়। যে কেউ এই সাধারণ লাইসেন্সে বর্ণিত মানদণ্ডগুলো পূরণ করে কোনো বাড়তি অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।’

তবে ইরানে কাজ করার জন্য স্টারলিংকের ছাড়পত্র সম্পর্কে মন্তব্য জানতে ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

গত সোমবার মাস্ক বলেন, ‘স্পেস এক্স সংস্থাটি স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সব জায়গায় সরবরাহ করতে চায়। ইতিমধ্যে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে তাদের পরিষেবা সরবরাহ করা হয়েছে। ইরানে মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে স্টারলিংক তাদের পরিষেবা সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে।’ 

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ‘ইরানিদের ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য স্পেস এক্সের যদি কোনো ধরনের লাইসেন্স বা সহায়তার দরকার হয়, তবে তাদের পূর্ণ সহায়তা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...