অনলাইন ডেস্ক
অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো ডিসপ্লে কাটআউট থাকবে না। অর্থাৎ সেলফি ক্যামেরার জন্য ক্যামেরার ডিসপ্লেতে কোনো ছিদ্র থাকবে না।
গত সপ্তাহে দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৭ সালে আইফোনের অন্তত একটি মডেলে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে, যাতে ফোনে সত্যিকার অর্থে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ডিসপ্লে দেওয়া সম্ভব হয়। এর আগে কোরিয়ান সংবাদমাধ্যম দ্য ইলেক জানায়, অ্যাপল বেজেলবিহীন আইফোন তৈরির লক্ষ্যে তাদের অন্যান্য ডিসপ্লে সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। তবে নতুন আইফোনে স্যামসাং ও ভিভো কোম্পানির মতো কার্ভ ডিসপ্লের ডিজাইন থাকবে না। এটি একটু অন্য ধরনের হবে।
বর্তমানে বাজারে থাকা আইফোন ১৫ প্রো-ও মূলত কাচে মোড়া, যার কেবল ফ্রেমটি টাইটানিয়ামের। তবে ২০১৯ সালের একটি অ্যাপল পেটেন্টে এমন এক ফোনের উল্লেখ ছিল, যার কাচের কাঠামো ডিভাইসটিকে একধরনের ‘নিরবচ্ছিন্ন লুপে’ আবৃত করে রাখে। এই ধারণা থেকেই নতুন ডিজাইনের আইফোন সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। তাই নতুন ফোনটি পুরাটাই কাচের ডিসপ্লের হবে, শুধু প্রান্তে ও ক্যামেরা বাম্পে টাইটেনিয়ামের মতো ধাতব ব্যবহার করা হতে পারে।
গুরম্যান আরও উল্লেখ করেন, ২০২৭ সালে অ্যাপল বড়ধরনের প্রযুক্তিগত রূপান্তরের দিকে এগোচ্ছে। সে বছরই প্রথম ভাঁজযোগ্য আইফোন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ ছাড়া মেটার স্মার্ট গ্লাসের প্রতিযোগী হিসেবে অ্যাপলের নিজস্ব স্মার্ট গ্লাস, ক্যামেরাসংবলিত এয়ারপড, অ্যাপল ওয়াচ, ‘ব্যক্তিত্বসম্পন্ন’ কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একটি হোম রোবটও বাজারে আনতে পারে তারা।
সবশেষে গুরম্যান বলেন, ২০২৭ সালের মধ্যেই অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরিকে শক্তিশালী করতে চালু হতে পারে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি। সেই সঙ্গে নিজস্ব এআই চিপও তৈরি করতে পারে অ্যাপল, যার কাজ হবে সার্ভারভিত্তিক এআই প্রসেসিং।
তথ্যসূত্র: দ্য ভার্জ
অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো ডিসপ্লে কাটআউট থাকবে না। অর্থাৎ সেলফি ক্যামেরার জন্য ক্যামেরার ডিসপ্লেতে কোনো ছিদ্র থাকবে না।
গত সপ্তাহে দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৭ সালে আইফোনের অন্তত একটি মডেলে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে, যাতে ফোনে সত্যিকার অর্থে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ডিসপ্লে দেওয়া সম্ভব হয়। এর আগে কোরিয়ান সংবাদমাধ্যম দ্য ইলেক জানায়, অ্যাপল বেজেলবিহীন আইফোন তৈরির লক্ষ্যে তাদের অন্যান্য ডিসপ্লে সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। তবে নতুন আইফোনে স্যামসাং ও ভিভো কোম্পানির মতো কার্ভ ডিসপ্লের ডিজাইন থাকবে না। এটি একটু অন্য ধরনের হবে।
বর্তমানে বাজারে থাকা আইফোন ১৫ প্রো-ও মূলত কাচে মোড়া, যার কেবল ফ্রেমটি টাইটানিয়ামের। তবে ২০১৯ সালের একটি অ্যাপল পেটেন্টে এমন এক ফোনের উল্লেখ ছিল, যার কাচের কাঠামো ডিভাইসটিকে একধরনের ‘নিরবচ্ছিন্ন লুপে’ আবৃত করে রাখে। এই ধারণা থেকেই নতুন ডিজাইনের আইফোন সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। তাই নতুন ফোনটি পুরাটাই কাচের ডিসপ্লের হবে, শুধু প্রান্তে ও ক্যামেরা বাম্পে টাইটেনিয়ামের মতো ধাতব ব্যবহার করা হতে পারে।
গুরম্যান আরও উল্লেখ করেন, ২০২৭ সালে অ্যাপল বড়ধরনের প্রযুক্তিগত রূপান্তরের দিকে এগোচ্ছে। সে বছরই প্রথম ভাঁজযোগ্য আইফোন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ ছাড়া মেটার স্মার্ট গ্লাসের প্রতিযোগী হিসেবে অ্যাপলের নিজস্ব স্মার্ট গ্লাস, ক্যামেরাসংবলিত এয়ারপড, অ্যাপল ওয়াচ, ‘ব্যক্তিত্বসম্পন্ন’ কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একটি হোম রোবটও বাজারে আনতে পারে তারা।
সবশেষে গুরম্যান বলেন, ২০২৭ সালের মধ্যেই অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরিকে শক্তিশালী করতে চালু হতে পারে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি। সেই সঙ্গে নিজস্ব এআই চিপও তৈরি করতে পারে অ্যাপল, যার কাজ হবে সার্ভারভিত্তিক এআই প্রসেসিং।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল তাদের দীর্ঘদিনের ডেটা লেবেলিং পার্টনার স্কেল এআই-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। পাঁচটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
১৬ ঘণ্টা আগেবিশ্বের কোটি কোটি মানুষ এখনো ইন্টারনেট থেকে বঞ্চিত। আবার এমন বহু এলাকা আছে, যেখানে ফাইবার অপটিক্যাল কেব্ল পৌঁছানো ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে গুগলের গবেষণা ও উদ্ভাবনী ল্যাব গুগল এক্স। তারা তৈরি করেছে একটি আঙুলের নখের সমান চিপ—‘টারা’, যা কোনো কেব্ল ছাড়াই আলো ব্যবহার করে...
১৭ ঘণ্টা আগেগুগলের পিক্সেল ফোন অ্যান্ড্রয়েড ১৬ আপডেট নেওয়ার পর থেকেই কিছু ব্যবহারকারী গুরুতর ত্রুটির মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আপডেটের পর পিক্সেল ফোনগুলোর নেভিগেশন বাটন ও গেসচার ঠিকমতো কাজ করছে না, যা ফোন ব্যবহারের মৌলিক অভিজ্ঞতায় বড় প্রভাব ফেলছে।
২০ ঘণ্টা আগেচীনের শীর্ষ দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে তাইওয়ান। এই তালিকায় তালেবান ও আল কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নামও রয়েছে।
১ দিন আগে