
নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে গ্র্যান্ড স্লাম জয়ের চূড়ায় উঠেছিলেন তিনি। সেটি ছিল নাদালের ২১তম শিরোপা। এবার উচ্চতাটা আরেকটু বাড়িয়ে দিলেন তিনি। সে সঙ্গে রোলা গাঁরোতে নিজের ১৪তম গ্র্যান্ড স্লামও জিতলেন এই স্প্যানিয়ার্ড। নাদালের জয় সরাসরি ৬-৩,৬-৩ ও ৬-০ গেমে।
প্রথম নরওয়েজীয় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে আলোড়ন তুলেছিলেন রুড। বাবা ক্রিস্টিয়ান রুড নিজেও ছিলেন পেশাদার টেনিস খেলোয়াড়। রুডকে নিয়ে টেনিস বিশ্বে চর্চাটা আরও বেশি হওয়ার কারণ তিনি নাদালেরই একাডেমির শিক্ষার্থী বলে! নিজ প্রতিষ্ঠানের ছাত্রের বিপক্ষে এদিন শুরু থেকেই রুদ্রমূর্তি নাদালের। নিজ দুর্গে প্রথম শট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন নাদাল। আগ্রাসী নাদালকে ফিরতি জবাব দেওয়ার মতো কোনো রসদই ছিল না রুডের। ৬-৩ গেমে প্রথম সেট জিতে এগিয়ে যান নাদাল।
প্রথম সেট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় সেট শুরু করেন নাদাল। স্নায়ু চাপে থাকা ২৩ বছর বয়সী তরুণ রুড নাদালের আগ্রাসী টেনিসের সামনে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েন। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও রুড হার মানের ৬-৩ গেমে।
রুডের অসহায় আত্মসমর্পণ অব্যাহত ছিল তৃতীয় রাউন্ডেও। গুরু নাদালের সামনে যেন হারার আগেই হেরে বসেছিলেন এই তরুণ। তৃতীয় সেটের প্রথম দুটি গেম নাদাল নিজের দখলে ম্যাচ জেতা তখন শুধুই সময়ের ব্যাপার ছিল। এরপর আর দাঁড়াতে দেননি প্রতিপক্ষে। ৬-০ সেটে বাজিমাত করে লাল দুর্গে নিজের ১৪তম আর সব মিলিয়ে ২২তম শিরোপা নিশ্চিত করেন নাদাল।

নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে গ্র্যান্ড স্লাম জয়ের চূড়ায় উঠেছিলেন তিনি। সেটি ছিল নাদালের ২১তম শিরোপা। এবার উচ্চতাটা আরেকটু বাড়িয়ে দিলেন তিনি। সে সঙ্গে রোলা গাঁরোতে নিজের ১৪তম গ্র্যান্ড স্লামও জিতলেন এই স্প্যানিয়ার্ড। নাদালের জয় সরাসরি ৬-৩,৬-৩ ও ৬-০ গেমে।
প্রথম নরওয়েজীয় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে আলোড়ন তুলেছিলেন রুড। বাবা ক্রিস্টিয়ান রুড নিজেও ছিলেন পেশাদার টেনিস খেলোয়াড়। রুডকে নিয়ে টেনিস বিশ্বে চর্চাটা আরও বেশি হওয়ার কারণ তিনি নাদালেরই একাডেমির শিক্ষার্থী বলে! নিজ প্রতিষ্ঠানের ছাত্রের বিপক্ষে এদিন শুরু থেকেই রুদ্রমূর্তি নাদালের। নিজ দুর্গে প্রথম শট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন নাদাল। আগ্রাসী নাদালকে ফিরতি জবাব দেওয়ার মতো কোনো রসদই ছিল না রুডের। ৬-৩ গেমে প্রথম সেট জিতে এগিয়ে যান নাদাল।
প্রথম সেট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় সেট শুরু করেন নাদাল। স্নায়ু চাপে থাকা ২৩ বছর বয়সী তরুণ রুড নাদালের আগ্রাসী টেনিসের সামনে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েন। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও রুড হার মানের ৬-৩ গেমে।
রুডের অসহায় আত্মসমর্পণ অব্যাহত ছিল তৃতীয় রাউন্ডেও। গুরু নাদালের সামনে যেন হারার আগেই হেরে বসেছিলেন এই তরুণ। তৃতীয় সেটের প্রথম দুটি গেম নাদাল নিজের দখলে ম্যাচ জেতা তখন শুধুই সময়ের ব্যাপার ছিল। এরপর আর দাঁড়াতে দেননি প্রতিপক্ষে। ৬-০ সেটে বাজিমাত করে লাল দুর্গে নিজের ১৪তম আর সব মিলিয়ে ২২তম শিরোপা নিশ্চিত করেন নাদাল।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে