Ajker Patrika

ফ্ল্যাশিং মিডোয়ও ‘সিনকারাস’ দ্বৈরথ, জিতবেন কে

ক্রীড়া ডেস্ক    
ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। ছবি: সংগৃহীত
ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। ছবি: সংগৃহীত

প্যারিসের ক্লে কোর্ট থেকে উইম্বলডনের ঘাসের কোর্ট—কোনখানে ছিলেন না তাঁরা! ছিলেন এবং শেষ দুটি গ্র্যান্ড স্লামের ফাইনালে কাব্যিক দুটি টেনিস ম্যাচের জন্ম দিয়েছেন ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। আজ থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনেও কি তেমন একটি ধ্রুপদি ফাইনালের জন্ম দিয়ে ব্যক্তিদ্বৈরথ ‘সিনকারাজ’কে নতুন উচ্চতায় নেবেন তাঁরা!

ছেলেদের টেনিসে ‘বড় তিন’-এর যুগ এখন অতীত। আগেই খেলা ছেড়েছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। বড় তিনের শেষ সদস্য নোভাক জোকোভিচ খেলা চালিয়ে গেলেও তাঁর ক্যারিয়ার সূর্যটা মধ্যগনন থেকে হেলে পড়েছে অস্তের দিকে। তবে তাঁদের শূন্যতা পূরণে এসে গেছেন নতুন তারকা সিনার ও আলকারাজ। এ পর্যন্ত গ্র্যান্ড স্লামে পাঁচবার মুখোমুখি হয়েছেন তাঁরা এবং এমন সব লড়াই উপহার দিয়েছেন, যা তাঁদের সোনালি সময়ে ফেদেরার-নাদাল-জোকোভিচদের সেরা সব দ্বৈরথের কথাই মনে করিয়ে দেয়। গত জুনে দুজনের ফ্রেঞ্চ ওপেনের ম্যারাথন ফাইনালে আলকারাজ-সিনার লড়াই করেন ৫ ঘণ্টা ২৯ মিনিট। পরের গ্র্যান্ড স্লাম উইম্বলডনের ফাইনালেও প্রায় তিন ঘণ্টা লড়াই করেছিলেন তাঁরা। দুজনের ‘নেভার সে ডাই’ মানসিকতায় দুটি ফাইনালেই রূপ নিয়েছিলেন ধ্রুপদি ম্যাচের। ক্লে-কোর্টে আলকারাজ জিতলেও ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে টানা দুইবারের চ্যাম্পিয়ন আলকারাজকে হারিয়ে শিরোপা জেতেন সিনার। মজার ব্যাপার, উইম্বলডনে আলকারাজের টানা দুটি শিরোপা জোকোভিচের রাজত্বের শেষ টেনে দেয়!

ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিনসিনাটি হাজার মাস্টার্সের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন নতুনের কেতন ওড়ানো আলকারাজ-সিনার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রথম সেটেই কোর্ট ছেড়ে উঠে যান সিনার। এখন তিনি পুরোপুরি ফিট কি? শুক্রবার, অনুশীলনের সময় ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল তাঁকে। উত্তরে ইতালিয়ান তারকা বলেছিলেন, ‘শারীরিকভাবে ভালো বোধ করছি। আমি প্রায় সেরে উঠেছি, তবে এখনো এক শ ভাগ নই। আশা করছি কয়েক দিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে।’

ফ্ল্যাশিং মিডোতেও আছে দুজনের ম্যারাথন ম্যাচের ইতিহাস। ২০২২ সালের কোয়ার্টার ফাইনালে তাঁদের ম্যাচটি স্থায়ী হয়েছিল ৫ ঘণ্টা ১৫ মিনিট। সেই ম্যাচ জিতে পরে ফাইনালও জিতেছিলেন আলকারাজ। কিন্তু এবার টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনার। টানা দুবার উইম্বলডনের ফাইনালে জোকোভিচকে হারিয়ে দেওয়া আলকারাজকে যখন এবার ঘাসের কোর্টের ফাইনালে ফেবারিট ভাবা হয়েছিল, তখন সৃজনশীলতার সঙ্গে পেশি শক্তির দারুণ সমন্বয়ে সিনার হারিয়ে দেন আলকারাজকে। আর দুজনের এমনই নিবিড় দ্বৈরথ যে একজনের বিপরীতে আরেকজনকে এগিয়ে রাখা কঠিন। এটা কীভাবে সম্ভব? সিনার ও আলকারাজ—দুজনই বলছেন তাঁরা পরস্পরকে দেখে শেখেন, কোর্টে মুখোমুখি হলে জয়ের জন্য নিজের সেরাটা বের করে আনেন।

দুজনের এই ব্যক্তিদ্বৈরথটাকে টেনিসের জন্য আশীর্বাদ বলছেন রড লেভার। অস্ট্রেলিয়ান এই টেনিস গ্রেট বলেন, ‘তাঁদের দ্বৈরথ আমাদের খেলাটার জন্য একটা উপহার। আর এর সঙ্গে যোগ হয়েছে পরস্পরের প্রতি আন্তরিক শ্রদ্ধাবোধ। জিতুক কিংবা হারুক, আনন্দের সঙ্গে মর্যাদা ও স্পোর্টসম্যানশিপ নিয়ে লড়াই করেন তাঁরা। আর এটাই তাঁদের চ্যাম্পিয়ন বানায়।’

ইউএস ওপেনে শুধু শিরোপাই নয়, যোগ হয়েছে এক নম্বরের লড়াইও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

লন্ডনে চিকিৎসা যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী ১৪ জন, তালিকায় ছয় চিকিৎসক ও দুই এসএসএফ

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

ঢাকার তিনটিসহ আরও ২৮ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা বাকি থাকল

মড়ার ওপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ