
বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। র্যাকিংয়ে শীর্ষে থাকা সার্বিয়ান এই টেনিস মহাতারকা জিতেছেন সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম। সম্প্রতি জোকোভিচ অবশ্য আলোচনায় এসেছেন অন্য কারণে। করোনার টিকা না নেওয়ায় জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি।
অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে আসার পর নাটকীয়ভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের ভিসা বাতিল করা হয় জোকোভিচের। ২০২০ সালে প্রথম ভ্যাকসিনবিরোধী মন্তব্য করে আলোচনায় এসেছিলেন জোকোভিচ। তাঁর নাম নোভাকের সঙ্গে মিলিয়ে তাঁকে এখন ডাকা হচ্ছে ‘নো-ভ্যাক্স’ বলেও। তবে জোকোভিচ শুধু টিকাবিরোধীই নন, আরও নানা ধরনের কুসংস্কারে বিশ্বাস করেন তিনি।
জোকোভিচ একজন আধ্যাত্মিক গুরু নিয়োগ দিয়েছিলেন, যাঁর কাছ থেকে তিনি নানা ধরনের পরামর্শ নিতেন। পাশাপাশি জোকোভিচ বিশ্বাস করেন যে পানির সঙ্গে কথা বলা যায় এবং গাছকে বন্ধু বানানো যায়।
গত বছর একটি সাক্ষাৎকারে জোকোভিচ কথা বলেন, কীভাবে প্রার্থনার শক্তি বিষাক্ত পানি এবং খাবারকে স্বাস্থ্যকর করে তুলতে পারে।
জোকোভিচ তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি এমন মানুষকে জানি, যারা শক্তির রূপান্তর ঘটিয়ে প্রার্থনার মধ্য দিয়ে বিষাক্ত খাবার এবং দূষিত পানিকে নিরাময়যোগ্য খাবার ও পানিতে রূপান্তর করতে পারে।
এর আগে ২০১৯ সালে জোকোভিচ বলেছিলেন, ব্রাজিলে আমার একজন বন্ধু আছে, সেটা হলো একটা ডুমুরগাছ। আমি তার ওপর চড়তে এবং তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পছন্দ করি। এটা আমার খুব পছন্দের একটি কাজ।’

বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। র্যাকিংয়ে শীর্ষে থাকা সার্বিয়ান এই টেনিস মহাতারকা জিতেছেন সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম। সম্প্রতি জোকোভিচ অবশ্য আলোচনায় এসেছেন অন্য কারণে। করোনার টিকা না নেওয়ায় জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি।
অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে আসার পর নাটকীয়ভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের ভিসা বাতিল করা হয় জোকোভিচের। ২০২০ সালে প্রথম ভ্যাকসিনবিরোধী মন্তব্য করে আলোচনায় এসেছিলেন জোকোভিচ। তাঁর নাম নোভাকের সঙ্গে মিলিয়ে তাঁকে এখন ডাকা হচ্ছে ‘নো-ভ্যাক্স’ বলেও। তবে জোকোভিচ শুধু টিকাবিরোধীই নন, আরও নানা ধরনের কুসংস্কারে বিশ্বাস করেন তিনি।
জোকোভিচ একজন আধ্যাত্মিক গুরু নিয়োগ দিয়েছিলেন, যাঁর কাছ থেকে তিনি নানা ধরনের পরামর্শ নিতেন। পাশাপাশি জোকোভিচ বিশ্বাস করেন যে পানির সঙ্গে কথা বলা যায় এবং গাছকে বন্ধু বানানো যায়।
গত বছর একটি সাক্ষাৎকারে জোকোভিচ কথা বলেন, কীভাবে প্রার্থনার শক্তি বিষাক্ত পানি এবং খাবারকে স্বাস্থ্যকর করে তুলতে পারে।
জোকোভিচ তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি এমন মানুষকে জানি, যারা শক্তির রূপান্তর ঘটিয়ে প্রার্থনার মধ্য দিয়ে বিষাক্ত খাবার এবং দূষিত পানিকে নিরাময়যোগ্য খাবার ও পানিতে রূপান্তর করতে পারে।
এর আগে ২০১৯ সালে জোকোভিচ বলেছিলেন, ব্রাজিলে আমার একজন বন্ধু আছে, সেটা হলো একটা ডুমুরগাছ। আমি তার ওপর চড়তে এবং তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পছন্দ করি। এটা আমার খুব পছন্দের একটি কাজ।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৪ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৭ ঘণ্টা আগে