
বিশ্বাস করুন আর না-ই করুন, এই উইম্বলডনের আগে ঘাসের কোর্টে কোনো জয়ই ছিল না জেসমিন পাওলিনির! সেই পাওলিনিই আজ ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডন জয়ের লড়াইয়ে নামবেন। ইতালিয়ান পাওলিনির প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা।
দুই প্রতিযোগীর সাধারণ মিল—উইম্বলডনে এটাই তাঁদের প্রথম ফাইনাল। এর আগে অবশ্য ক্রেজিকোভা ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, সে বছরই উইম্বলডনে ছিল তাঁর সেরা পারফরম্যান্স; উঠে এসেছিলেন চতুর্থ রাউন্ডে। তবে তাঁর পাওয়ার যোগ্যতা যে আরও বেশি, সেটি ক্রেজিকোভা প্রমাণ করেছেন এই উইম্বলডনে। প্রথমবারের মতো উঠে এসেছেন ফাইনালে।
পাওলিনি এর আগে ৬টি উইম্বলডন খেলেছেন। প্রথম তিনবার বাছাইয়ে বিদায়। শেষ তিনবার বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডেই। অবশ্য অন্যান্য গ্র্যান্ড স্লামের বেশির ভাগেই প্রথম কিংবা দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়ার রেকর্ড তাঁর। তবে এবারই সবাইকে চমকে উঠে এসেছিলেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। তার আগে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছেন চতুর্থ রাউন্ডে। উত্থানের ধারাবাহিকতা ধরে রেখে এবার ফাইনাল খেলতে যাচ্ছেন উইম্বলডনেও। কোনো নারী ইতালিয়ান প্রতিযোগীর এটাই প্রথম উইম্বলডনের ফাইনাল। এটা স্বপ্নের মতো নয় কি? পাওলিনির উত্তর, ‘যদি বলেন, আপনি পাগল; আমি ‘হ্যাঁ’ বলব। হ্যাঁ ছাড়া আমার কাছে বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।’
সেমিফাইনালে স্নায়ুর বড় একটা পরীক্ষা দিয়েই ফাইনালে এসেছেন পাওলিনি। ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে হারাতে লড়াই করেছেন ২ ঘণ্টা ৫১ মিনিট। পরিসংখ্যান বলছে, মেয়েদের উইম্বলডনে এটাই সবচেয়ে দীর্ঘ সেমিফাইনাল। ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর রোঁলা গারো ও উইম্বলডনের ফাইনাল খেলা প্রথম প্রতিযোগীও পাওলিনি।
পেশাদার টেনিসে আজকের ফাইনালটি হবে পাওলিনির সঙ্গে ক্রেজিকোভার দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম সাক্ষাৎটি হয়েছিল ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। সরাসরি সেটে জিতেছিলেন ক্রেজিকোভা। ‘সেই ম্যাচটা ছিল অনেক আগে’—ক্রেজিকোভা বললেন, ‘উইম্বলডনের ফাইনালে উঠে আসাটা আমাদের দুজনের জন্যই দারুণ এক অভিযান।’ এবারও কি জিতবেন ক্রেজিকোভা? উত্তরটা সময়ের হাতেই। তবে নিশ্চিত করে এখনই যা বলা যায়, সেটা হলো নতুন রানি পেতে যাচ্ছে উইম্বলডন।

বিশ্বাস করুন আর না-ই করুন, এই উইম্বলডনের আগে ঘাসের কোর্টে কোনো জয়ই ছিল না জেসমিন পাওলিনির! সেই পাওলিনিই আজ ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডন জয়ের লড়াইয়ে নামবেন। ইতালিয়ান পাওলিনির প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা।
দুই প্রতিযোগীর সাধারণ মিল—উইম্বলডনে এটাই তাঁদের প্রথম ফাইনাল। এর আগে অবশ্য ক্রেজিকোভা ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, সে বছরই উইম্বলডনে ছিল তাঁর সেরা পারফরম্যান্স; উঠে এসেছিলেন চতুর্থ রাউন্ডে। তবে তাঁর পাওয়ার যোগ্যতা যে আরও বেশি, সেটি ক্রেজিকোভা প্রমাণ করেছেন এই উইম্বলডনে। প্রথমবারের মতো উঠে এসেছেন ফাইনালে।
পাওলিনি এর আগে ৬টি উইম্বলডন খেলেছেন। প্রথম তিনবার বাছাইয়ে বিদায়। শেষ তিনবার বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডেই। অবশ্য অন্যান্য গ্র্যান্ড স্লামের বেশির ভাগেই প্রথম কিংবা দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়ার রেকর্ড তাঁর। তবে এবারই সবাইকে চমকে উঠে এসেছিলেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। তার আগে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছেন চতুর্থ রাউন্ডে। উত্থানের ধারাবাহিকতা ধরে রেখে এবার ফাইনাল খেলতে যাচ্ছেন উইম্বলডনেও। কোনো নারী ইতালিয়ান প্রতিযোগীর এটাই প্রথম উইম্বলডনের ফাইনাল। এটা স্বপ্নের মতো নয় কি? পাওলিনির উত্তর, ‘যদি বলেন, আপনি পাগল; আমি ‘হ্যাঁ’ বলব। হ্যাঁ ছাড়া আমার কাছে বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।’
সেমিফাইনালে স্নায়ুর বড় একটা পরীক্ষা দিয়েই ফাইনালে এসেছেন পাওলিনি। ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে হারাতে লড়াই করেছেন ২ ঘণ্টা ৫১ মিনিট। পরিসংখ্যান বলছে, মেয়েদের উইম্বলডনে এটাই সবচেয়ে দীর্ঘ সেমিফাইনাল। ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর রোঁলা গারো ও উইম্বলডনের ফাইনাল খেলা প্রথম প্রতিযোগীও পাওলিনি।
পেশাদার টেনিসে আজকের ফাইনালটি হবে পাওলিনির সঙ্গে ক্রেজিকোভার দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম সাক্ষাৎটি হয়েছিল ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। সরাসরি সেটে জিতেছিলেন ক্রেজিকোভা। ‘সেই ম্যাচটা ছিল অনেক আগে’—ক্রেজিকোভা বললেন, ‘উইম্বলডনের ফাইনালে উঠে আসাটা আমাদের দুজনের জন্যই দারুণ এক অভিযান।’ এবারও কি জিতবেন ক্রেজিকোভা? উত্তরটা সময়ের হাতেই। তবে নিশ্চিত করে এখনই যা বলা যায়, সেটা হলো নতুন রানি পেতে যাচ্ছে উইম্বলডন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে