
থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল ওমানের রাজধানী মাসকটে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনকেও ৬-৩ গোলে পরাজিত করল সামিনরা। এতে বিশ্বকাপ নিশ্চিতের পর পঞ্চম হয়ে যুব এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ।
এ দিন ম্যাচের প্রথম কোয়ার্টারে ১-১ সমতা ছিল। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বাংলাদেশের বিপরীতে চীন এই কোয়ার্টারে মাত্র একটি গোল করে। এরপর ৪-২ স্কোরলাইন নিয়ে দুই দল মধ্য বিরতিতে যায়। বিরতির পর চীন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ সুযোগের সদ্ব্যবহার করে। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ৬-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মওদুদুর রহমান শুভর শিষ্যরা। দারুণ সাফল্য ছুঁয়ে আজ সকাল ১০.২০টায় দেশের মাটিতে পা রাখার কথা জুনিয়র হকি দলের।
আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪ তম আসর। এত দিন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৬ দল। আগামী বছরের বিশ্বকাপ হবে ২৪ দল নিয়ে। এশিয়া কাপ থেকে আগে যেখানে সুযোগ থাকত শীর্ষ তিন থেকে চারটি দলের। এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। তা ছাড়া ভারত বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় সুযোগ বেড়েছে আরও একটি দলের। সব মিলিয়ে এবারের এশিয়া কাপের ১০ দলের ৭টি অংশ নেবে বিশ্বকাপে। সেই সাত দলের মধ্যে জুনিয়র বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারত ছাড়া বাকি ছয় দল হলো–বাংলাদেশ, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান ও থাইল্যান্ড।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে