ফাইনালটা প্রায় হেরেই বসেছিল বাংলাদেশ। দুই সেট হেরে চলে গিয়েছিল খাদের কিনারায়। সেখান থেকেই দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে বাংলাদেশ।
চার জাতি টুর্নামেন্টে আজ ছিল ফাইনাল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তানের সঙ্গে লড়াইটা হলো শ্বাসরুদ্ধকর । স্নায়ুক্ষয়ী ম্যাচে ৩-২ সেটে শিরোপা ঘরে তোলে স্বাগতিক বাংলাদেশ।
আজ প্রথম সেটটা দারুণভাবেই শুরু করেছিল বাংলাদেশ। ২৫-১৮ পয়েন্টে সেট জিতে নেয় আলীপোর আরজির দল। কিন্তু দ্বিতীয় সেটেই ছন্দপতন। স্বাগতিকেরা হেরে বসে ১৫-২৫ পয়েন্টে। খেলা জমে ওঠে তৃতীয় সেটে। শুরুতে পিছিয়ে পড়লেও খেলায় ফিরে এসেছিল বাংলাদেশ। সেটে ফেরায় সমতা। কিন্তু শেষটায় এই সেটেও ২২-২৫ পয়েন্টে হেরে বসে স্বাগতিকেরা। ম্যাচ হেলে যায় ২-১ সেটে এগিয়ে থাকা কিরগিজস্তানের দিকে।
জিততেই হবে এমন সমীকরণে চতুর্থ সেটে বাংলাদেশ শুরুটা ভালো করলেও কিরগিজস্তানও চেপে ধরে স্বাগতিকদের। সেটের মাঝপথে ১৪-১৪ পয়েন্টে সমতা থাকলেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৫-১৯ পয়েন্টে সেট জিতে শিরোপার সম্ভাবনা জাগিয়ে রাখে আলীপোর আরজির দল।
শেষ সেটটা হলো আরও স্নায়ুক্ষয়ী। শুরুতে এগিয়ে থাকা বাংলাদেশ পিছিয়ে পড়ল হঠাৎ করে। ম্যাচ ফিরল কিরগিজস্তান। সেখান থেকে টাইব্রেকে দুই দলই এগোল সমানতালে। স্টেডিয়ামের ভরা দর্শকের সামনে ফাইনাল শেষ পর্যন্ত জিতেছে স্বাগতিকেরাই। ১৮-১৬ পয়েন্টে পঞ্চম সেট জিতে শিরোপা জিতে নেয় বাংলাদেশের যুবারা।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে