
উদ্বোধনের বাকি এক দিন, তার আগেই টোকিও অলিম্পিককে ঘিরে বিতর্কের ঘনঘটা। অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা ভাইরাস। অলিম্পিক আয়োজন নিয়ে এখনো আছে সংশয়। বিতর্ক আরও উসকে দিচ্ছে উদ্বোধনের দুই দিন আগে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক কেনতারো কোবায়েশি ছাঁটাই হওয়ার ঘটনা।
অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো গতকাল জানিয়েছেন, কেনতারো কোবায়েশিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। হাশিমোতো বলেছেন, ‘আমরা জানতে পেরেছি কেনতারো কোবায়েশি ১৯৯৮ সালে ইহুদি গণহত্যা নিয়ে এক কমেডি অনুষ্ঠানে কৌতুক করেছিলেন। তাঁকে বলতে শোনা গেছে, চল গণহত্যা শুরু করি! উদ্বোধনের অল্প সময় আগে অলিম্পিকে অংশগ্রহণকারীদের মনে আঘাত দেওয়ার ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
প্রায় ২৩ বছর আগে করা কেনতারো কোবায়েশির কৌতুকের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে অলিম্পিক আয়োজক কমিটির। ‘দ্য জাপানিজ ট্র্যাডিশন’ নামের একটি জনপ্রিয় কমেডি অনুষ্ঠানের সদস্য ছিলেন কেনতারো কোবায়েশি। করোনার মধ্যে অলিম্পিক আয়োজনের মাঝেই তাঁর ভিডিও ক্লিপটি যেন উসকে দিয়েছে বিতর্কের আগুন।
একটি মার্কিনি মানবাধিকার সংস্থার প্রধান ও ইহুদি ধর্মযাজক রাবাই আব্রাহাম কুপার বলেছেন, ‘একজন ব্যক্তি যতই মেধাবী হন না কেন, নাৎসিদের গণহত্যা নিয়ে কৌতুক করার কোনো অধিকার তাঁর নেই। টোকিও অলিম্পিকের এই কর্মকর্তা নোংরা কৌতুকের মাধ্যমে ৬০ লাখ নিহত ইহুদি ও প্যারা অলিম্পিকে অংশ নেওয়া শারীরিক প্রতিবন্ধীদের অপমান করেছেন।’
সহপাঠীকে হয়রানি করায় এ সপ্তাহেই ছাঁটাই হয়েছেন জাপানি সংগীত পরিচালক কেইগো ওয়ামাদা। তাঁর তৈরি আবহ সংগীত বাজানোর পরিকল্পনাও বাদ দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে।

উদ্বোধনের বাকি এক দিন, তার আগেই টোকিও অলিম্পিককে ঘিরে বিতর্কের ঘনঘটা। অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা ভাইরাস। অলিম্পিক আয়োজন নিয়ে এখনো আছে সংশয়। বিতর্ক আরও উসকে দিচ্ছে উদ্বোধনের দুই দিন আগে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক কেনতারো কোবায়েশি ছাঁটাই হওয়ার ঘটনা।
অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো গতকাল জানিয়েছেন, কেনতারো কোবায়েশিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। হাশিমোতো বলেছেন, ‘আমরা জানতে পেরেছি কেনতারো কোবায়েশি ১৯৯৮ সালে ইহুদি গণহত্যা নিয়ে এক কমেডি অনুষ্ঠানে কৌতুক করেছিলেন। তাঁকে বলতে শোনা গেছে, চল গণহত্যা শুরু করি! উদ্বোধনের অল্প সময় আগে অলিম্পিকে অংশগ্রহণকারীদের মনে আঘাত দেওয়ার ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
প্রায় ২৩ বছর আগে করা কেনতারো কোবায়েশির কৌতুকের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে অলিম্পিক আয়োজক কমিটির। ‘দ্য জাপানিজ ট্র্যাডিশন’ নামের একটি জনপ্রিয় কমেডি অনুষ্ঠানের সদস্য ছিলেন কেনতারো কোবায়েশি। করোনার মধ্যে অলিম্পিক আয়োজনের মাঝেই তাঁর ভিডিও ক্লিপটি যেন উসকে দিয়েছে বিতর্কের আগুন।
একটি মার্কিনি মানবাধিকার সংস্থার প্রধান ও ইহুদি ধর্মযাজক রাবাই আব্রাহাম কুপার বলেছেন, ‘একজন ব্যক্তি যতই মেধাবী হন না কেন, নাৎসিদের গণহত্যা নিয়ে কৌতুক করার কোনো অধিকার তাঁর নেই। টোকিও অলিম্পিকের এই কর্মকর্তা নোংরা কৌতুকের মাধ্যমে ৬০ লাখ নিহত ইহুদি ও প্যারা অলিম্পিকে অংশ নেওয়া শারীরিক প্রতিবন্ধীদের অপমান করেছেন।’
সহপাঠীকে হয়রানি করায় এ সপ্তাহেই ছাঁটাই হয়েছেন জাপানি সংগীত পরিচালক কেইগো ওয়ামাদা। তাঁর তৈরি আবহ সংগীত বাজানোর পরিকল্পনাও বাদ দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৩ ঘণ্টা আগে