
টোকিও: বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে টোকিও অলিম্পিক বাতিলের পক্ষে মত দিয়েছেন প্রায় ৬০ শতাংশ জাপানি। আজ সোমবার প্রকাশিত একটি জনমত জরিপের ফলে এমনটি দেখা গেছে।
অলিম্পিক শুরু হতে তিন মাসেরও কম সময় বাকি। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তাররোধে টোকিওতে চলতি মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে গেমস আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
গতবছর করোনাভাইরাসের মহামারির কারণে অলিম্পিক বন্ধ রেখেছিল জাপান সরকার। ওই আয়োজনই এই বছরের ২৩ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে।
কিন্তু এবারেও তার প্রভাব থেকে মুক্ত হতে পারল না টোকিও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের সংবাদমাধ্যম ইওমিউরি শিম্বুন গত ৭ মে থেকে ৯ মে পর্যন্ত জরিপটি চালায়। যেখানে দেখা দেখা যায় প্রায় ৬০ শতাংশ জাপানি অলিম্পিক গেম বাতিল চান। আর ৩৯ শতাংশ জাপানি চান এবারও স্থগিত করে রাখা হোক টোকিও অলিম্পিক। জরিপে ২৩ শতাংশ মানুষ মত দিয়েছেন যে দর্শক ছাড়া অলিম্পিকের আয়োজন করা যেতে পারে।
অলিম্পিকে ইতিমধ্যে বিদেশি দর্শক নিষিদ্ধ করা হয়েছে। তবে জাপানি দর্শকদের নিয়ে জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস নিউজ গত সপ্তাহের শেষের দিকে আরেকটি জরিপ চালিয়েছে। যেখানে দেখা যায়, ৬৫ শতাংশ মানুষ মনে করে আবারো অলিম্পিক বাতিল অথবা স্থগিত হোক। এদের মধ্যে ৩৭ শতাংশ মানুষের মত ছিল একেবারে বাতিল হোক অলিম্পিক আর ২৮ শতাংশ মানুষের মত ছিল আরেকবার স্থগিত হোক এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
গত এপ্রিলে জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজের চালানো একটি জরিপে দেখা যায়, ৭০ শতাংশ জাপানি চায় অলিম্পিক বাতিল অথবা স্থগিত হোক।
এ নিয়ে অলিম্পিক গেমসের শীর্ষ কর্মকর্তা জন কোটেস গত শনিবার বলেন, আমি এমন কোনো পরিস্থিতি প্রত্যাশা করছি না যাতে এই বৈশ্বিক আয়োজন আগানো সম্ভব হবে না।
অলিম্পিক আয়োজন নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা একাধিকবার বলেছেন যে করোনার সংক্রমণের বাড়লেও আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

টোকিও: বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে টোকিও অলিম্পিক বাতিলের পক্ষে মত দিয়েছেন প্রায় ৬০ শতাংশ জাপানি। আজ সোমবার প্রকাশিত একটি জনমত জরিপের ফলে এমনটি দেখা গেছে।
অলিম্পিক শুরু হতে তিন মাসেরও কম সময় বাকি। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তাররোধে টোকিওতে চলতি মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে গেমস আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
গতবছর করোনাভাইরাসের মহামারির কারণে অলিম্পিক বন্ধ রেখেছিল জাপান সরকার। ওই আয়োজনই এই বছরের ২৩ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে।
কিন্তু এবারেও তার প্রভাব থেকে মুক্ত হতে পারল না টোকিও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের সংবাদমাধ্যম ইওমিউরি শিম্বুন গত ৭ মে থেকে ৯ মে পর্যন্ত জরিপটি চালায়। যেখানে দেখা দেখা যায় প্রায় ৬০ শতাংশ জাপানি অলিম্পিক গেম বাতিল চান। আর ৩৯ শতাংশ জাপানি চান এবারও স্থগিত করে রাখা হোক টোকিও অলিম্পিক। জরিপে ২৩ শতাংশ মানুষ মত দিয়েছেন যে দর্শক ছাড়া অলিম্পিকের আয়োজন করা যেতে পারে।
অলিম্পিকে ইতিমধ্যে বিদেশি দর্শক নিষিদ্ধ করা হয়েছে। তবে জাপানি দর্শকদের নিয়ে জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস নিউজ গত সপ্তাহের শেষের দিকে আরেকটি জরিপ চালিয়েছে। যেখানে দেখা যায়, ৬৫ শতাংশ মানুষ মনে করে আবারো অলিম্পিক বাতিল অথবা স্থগিত হোক। এদের মধ্যে ৩৭ শতাংশ মানুষের মত ছিল একেবারে বাতিল হোক অলিম্পিক আর ২৮ শতাংশ মানুষের মত ছিল আরেকবার স্থগিত হোক এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
গত এপ্রিলে জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজের চালানো একটি জরিপে দেখা যায়, ৭০ শতাংশ জাপানি চায় অলিম্পিক বাতিল অথবা স্থগিত হোক।
এ নিয়ে অলিম্পিক গেমসের শীর্ষ কর্মকর্তা জন কোটেস গত শনিবার বলেন, আমি এমন কোনো পরিস্থিতি প্রত্যাশা করছি না যাতে এই বৈশ্বিক আয়োজন আগানো সম্ভব হবে না।
অলিম্পিক আয়োজন নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা একাধিকবার বলেছেন যে করোনার সংক্রমণের বাড়লেও আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে