
টোকিও: বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে টোকিও অলিম্পিক বাতিলের পক্ষে মত দিয়েছেন প্রায় ৬০ শতাংশ জাপানি। আজ সোমবার প্রকাশিত একটি জনমত জরিপের ফলে এমনটি দেখা গেছে।
অলিম্পিক শুরু হতে তিন মাসেরও কম সময় বাকি। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তাররোধে টোকিওতে চলতি মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে গেমস আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
গতবছর করোনাভাইরাসের মহামারির কারণে অলিম্পিক বন্ধ রেখেছিল জাপান সরকার। ওই আয়োজনই এই বছরের ২৩ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে।
কিন্তু এবারেও তার প্রভাব থেকে মুক্ত হতে পারল না টোকিও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের সংবাদমাধ্যম ইওমিউরি শিম্বুন গত ৭ মে থেকে ৯ মে পর্যন্ত জরিপটি চালায়। যেখানে দেখা দেখা যায় প্রায় ৬০ শতাংশ জাপানি অলিম্পিক গেম বাতিল চান। আর ৩৯ শতাংশ জাপানি চান এবারও স্থগিত করে রাখা হোক টোকিও অলিম্পিক। জরিপে ২৩ শতাংশ মানুষ মত দিয়েছেন যে দর্শক ছাড়া অলিম্পিকের আয়োজন করা যেতে পারে।
অলিম্পিকে ইতিমধ্যে বিদেশি দর্শক নিষিদ্ধ করা হয়েছে। তবে জাপানি দর্শকদের নিয়ে জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস নিউজ গত সপ্তাহের শেষের দিকে আরেকটি জরিপ চালিয়েছে। যেখানে দেখা যায়, ৬৫ শতাংশ মানুষ মনে করে আবারো অলিম্পিক বাতিল অথবা স্থগিত হোক। এদের মধ্যে ৩৭ শতাংশ মানুষের মত ছিল একেবারে বাতিল হোক অলিম্পিক আর ২৮ শতাংশ মানুষের মত ছিল আরেকবার স্থগিত হোক এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
গত এপ্রিলে জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজের চালানো একটি জরিপে দেখা যায়, ৭০ শতাংশ জাপানি চায় অলিম্পিক বাতিল অথবা স্থগিত হোক।
এ নিয়ে অলিম্পিক গেমসের শীর্ষ কর্মকর্তা জন কোটেস গত শনিবার বলেন, আমি এমন কোনো পরিস্থিতি প্রত্যাশা করছি না যাতে এই বৈশ্বিক আয়োজন আগানো সম্ভব হবে না।
অলিম্পিক আয়োজন নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা একাধিকবার বলেছেন যে করোনার সংক্রমণের বাড়লেও আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

টোকিও: বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে টোকিও অলিম্পিক বাতিলের পক্ষে মত দিয়েছেন প্রায় ৬০ শতাংশ জাপানি। আজ সোমবার প্রকাশিত একটি জনমত জরিপের ফলে এমনটি দেখা গেছে।
অলিম্পিক শুরু হতে তিন মাসেরও কম সময় বাকি। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তাররোধে টোকিওতে চলতি মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে গেমস আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
গতবছর করোনাভাইরাসের মহামারির কারণে অলিম্পিক বন্ধ রেখেছিল জাপান সরকার। ওই আয়োজনই এই বছরের ২৩ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে।
কিন্তু এবারেও তার প্রভাব থেকে মুক্ত হতে পারল না টোকিও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের সংবাদমাধ্যম ইওমিউরি শিম্বুন গত ৭ মে থেকে ৯ মে পর্যন্ত জরিপটি চালায়। যেখানে দেখা দেখা যায় প্রায় ৬০ শতাংশ জাপানি অলিম্পিক গেম বাতিল চান। আর ৩৯ শতাংশ জাপানি চান এবারও স্থগিত করে রাখা হোক টোকিও অলিম্পিক। জরিপে ২৩ শতাংশ মানুষ মত দিয়েছেন যে দর্শক ছাড়া অলিম্পিকের আয়োজন করা যেতে পারে।
অলিম্পিকে ইতিমধ্যে বিদেশি দর্শক নিষিদ্ধ করা হয়েছে। তবে জাপানি দর্শকদের নিয়ে জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস নিউজ গত সপ্তাহের শেষের দিকে আরেকটি জরিপ চালিয়েছে। যেখানে দেখা যায়, ৬৫ শতাংশ মানুষ মনে করে আবারো অলিম্পিক বাতিল অথবা স্থগিত হোক। এদের মধ্যে ৩৭ শতাংশ মানুষের মত ছিল একেবারে বাতিল হোক অলিম্পিক আর ২৮ শতাংশ মানুষের মত ছিল আরেকবার স্থগিত হোক এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
গত এপ্রিলে জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজের চালানো একটি জরিপে দেখা যায়, ৭০ শতাংশ জাপানি চায় অলিম্পিক বাতিল অথবা স্থগিত হোক।
এ নিয়ে অলিম্পিক গেমসের শীর্ষ কর্মকর্তা জন কোটেস গত শনিবার বলেন, আমি এমন কোনো পরিস্থিতি প্রত্যাশা করছি না যাতে এই বৈশ্বিক আয়োজন আগানো সম্ভব হবে না।
অলিম্পিক আয়োজন নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা একাধিকবার বলেছেন যে করোনার সংক্রমণের বাড়লেও আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১৮ মিনিট আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৩৮ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
২ ঘণ্টা আগে