খেলা ডেস্ক

বক্সিং, ফর্মুলা ওয়ান, ফুটবল কিংবা টেনিসে বিপুল বিনিয়োগ সৌদি আরবের। এই সব খেলার মর্যাদাপূর্ণ অনেক টুর্নামেন্টই হয়ে থাকে সৌদি আরবে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজন স্বত্বও পেয়েছে তারা। এবার কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে রাগবি বিশ্বকাপও আয়োজন করতে চায় সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের এই তিন দেশ মিলে রাগবি বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা দেওয়ারর সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৫ অথবা ২০৩৯ রাগবি বিশ্বকাপের জন্য বিড করবে তারা। কাতার ও আমিরাতের সঙ্গে সৌদির এই রাগবি বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছেন এশিয়া রাগবি ফেডারেশনের প্রধান কাইস আর ধালাই। প্রতিযোগিতার আয়োজন স্বত্ব পেলে এই তিন দেশ ‘রাগবি ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ’ করে দেখাবে বলেও মনে করেন ধালাই।
তবে শুধু মরুর এই তিন দেশই নয়, ২০৩৫ কিংবা ২০৩৯ সালের রাগবি বিশ্বকাপ আয়োজন করতে চায় জাপানও। যে আগ্রহের কথা আগেই জানিয়ে রেখেছে জাপান। তা ছাড়া ২০১৯ বিশ্বকাপের রাগবি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতাও আছে জাপানের।
আগামী দুই বছরের মধ্যে ২০৩৫ রাগবি বিশ্বকাপের বিডিং প্রক্রিয়া শুরু হবে। সেই আসরের আয়োজক হতে আগ্রহের কথা এরই মধ্যে জাপান ছাড়াও জানিয়েছে ইতালি ও স্পেন। এই দুই দেশের কেউ ২০৩৫ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পেয়ে গেলে ২০৩৯ বিশ্বকাপের জন্য বিড করবে সৌদি, কাতার ও আরব আমিরাত এবং জাপান। সে ক্ষেত্রে এশিয়া রাগবির সমর্থন থাকবে তিন দেশের মিলিত প্রার্থিতার ওপর। ধালাই তো বলেন বসলেন, ‘আমাদের উপসাগরীয় অঞ্চলের নেতাদের বিশ্বাস, কোনো কিছুই অসম্ভব নয়। আমি এখনই দেখতে পাচ্ছি, ২০৩৫ সালেই এটা (মধ্যপ্রাচ্যের তিন দেশে) ঘটতে পারে।’
কাতার রাগবি ফেডারেশন ও আরব আমিরাত রাগবি ফেডারেশন এশিয়া রাগবি ও ওয়ার্ল্ড রাগবির পূর্ণ সদস্য। কিন্তু সৌদি আরব ওয়ার্ল্ড রাগবির সদস্য নয়, এশিয়া রাগবিরও সহযোগী সদস্য।

বক্সিং, ফর্মুলা ওয়ান, ফুটবল কিংবা টেনিসে বিপুল বিনিয়োগ সৌদি আরবের। এই সব খেলার মর্যাদাপূর্ণ অনেক টুর্নামেন্টই হয়ে থাকে সৌদি আরবে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজন স্বত্বও পেয়েছে তারা। এবার কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে রাগবি বিশ্বকাপও আয়োজন করতে চায় সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের এই তিন দেশ মিলে রাগবি বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা দেওয়ারর সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৫ অথবা ২০৩৯ রাগবি বিশ্বকাপের জন্য বিড করবে তারা। কাতার ও আমিরাতের সঙ্গে সৌদির এই রাগবি বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছেন এশিয়া রাগবি ফেডারেশনের প্রধান কাইস আর ধালাই। প্রতিযোগিতার আয়োজন স্বত্ব পেলে এই তিন দেশ ‘রাগবি ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ’ করে দেখাবে বলেও মনে করেন ধালাই।
তবে শুধু মরুর এই তিন দেশই নয়, ২০৩৫ কিংবা ২০৩৯ সালের রাগবি বিশ্বকাপ আয়োজন করতে চায় জাপানও। যে আগ্রহের কথা আগেই জানিয়ে রেখেছে জাপান। তা ছাড়া ২০১৯ বিশ্বকাপের রাগবি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতাও আছে জাপানের।
আগামী দুই বছরের মধ্যে ২০৩৫ রাগবি বিশ্বকাপের বিডিং প্রক্রিয়া শুরু হবে। সেই আসরের আয়োজক হতে আগ্রহের কথা এরই মধ্যে জাপান ছাড়াও জানিয়েছে ইতালি ও স্পেন। এই দুই দেশের কেউ ২০৩৫ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পেয়ে গেলে ২০৩৯ বিশ্বকাপের জন্য বিড করবে সৌদি, কাতার ও আরব আমিরাত এবং জাপান। সে ক্ষেত্রে এশিয়া রাগবির সমর্থন থাকবে তিন দেশের মিলিত প্রার্থিতার ওপর। ধালাই তো বলেন বসলেন, ‘আমাদের উপসাগরীয় অঞ্চলের নেতাদের বিশ্বাস, কোনো কিছুই অসম্ভব নয়। আমি এখনই দেখতে পাচ্ছি, ২০৩৫ সালেই এটা (মধ্যপ্রাচ্যের তিন দেশে) ঘটতে পারে।’
কাতার রাগবি ফেডারেশন ও আরব আমিরাত রাগবি ফেডারেশন এশিয়া রাগবি ও ওয়ার্ল্ড রাগবির পূর্ণ সদস্য। কিন্তু সৌদি আরব ওয়ার্ল্ড রাগবির সদস্য নয়, এশিয়া রাগবিরও সহযোগী সদস্য।

একটা সময় মনে হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করেছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৫ মিনিট আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
১ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৬ ঘণ্টা আগে