প্যারিস অলিম্পিকে কানাডা নারী ফুটবল দলকে দুর্ভাগাই বলতে হবে। টানা দুই ম্যাচ জয়ের পরও যে পয়েন্টের খাতাই খুলতে পারল না তারা। পয়েন্ট যোগ করা নয়, বরং শোধ করতে মাঠে নামতে হয়েছে তাদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচে সেঁত এতিয়েনে ফ্রান্সকেও ২-১ ব্যবধানে হারিয়েছে কানাডা। তবে দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি এই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির শাস্তিস্বরূপ কানাডা নারী ফুটবল দলের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ফিফা। অর্থাৎ ৬ পয়েন্ট শোধ হয়ে যাওয়ায় এখন শূন্য পয়েন্ট থেকে শুরু করবে কানাডা।
ফ্রান্সের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর যোগ করা সময়ের ১২তম মিনিটে কানাডাকে জয়সূচক গোলটি এনে দেন লিঁওর সেন্টারব্যাক ভ্যানেসা জাইলস।
ম্যাচের পরও হতাশ জাইলস বলেন, ‘আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন ডোপিংয়ে ধরা পড়েছি।’ আর ম্যাচে কানাডার হয়ে প্রথম গোল করা জেসি ফ্লেমিং বলেন, ‘মনে হচ্ছে গোটা পৃথিবী এখন আমাদের প্রতিপক্ষ।’
অবশ্য পয়েন্টশূন্য থাকার পরও এখনো শেষ আটে খেলার সুযোগ আছে কানাডার। এবারের অলিম্পিকে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুটি দলের পাশাপাশি তৃতীয়দের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। শেষ আটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে কানাডাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৮ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে