নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দুবার বাংলাদেশে এসেছেন লন্ডন প্রবাসী জুবায়ের আহমেদের কন্যা জুনাইনা আহমেদ। প্রতিবারই লন্ডন ফিরেছেন গলা ভর্তি মেডেল নিয়ে। বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও। এবার সেই জুনাইনার পা পড়ছে টোকিও অলিম্পিকের মঞ্চেও।
সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসে সর্বোচ্চ আট সোনা জিতেছিলেন নারী সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। আরেক সাঁতারু সোনিয়া খাতুনের অর্জনও কম ছিল না, তাঁর গলায় ঝুলেছে সাত সোনা। তবে দুই সোনিয়াকে টপকে গেছেন জুনাইনা। ২০১৯ সালের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁকে ‘ওয়াইল্ড কার্ড’ দিয়েছে সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ফিনা।
বাংলাদেশকে অবশ্য আরও একটি ‘ওয়াইল্ড কার্ড’ দেওয়া হবে। তবে সেটি পাবেন আরিফুল ইসলাম অথবা জুয়েল আহমেদের মধ্যে যেকোনো একজন। বাংলাদেশের দুই সাঁতারুই খেলবেন ৫০ মিটার ফ্রি-স্টাইলে। জুয়েল এই ইভেন্টে না খেলায় আরিফুল এক প্রকার পা দিয়ে রেখেছেন অলিম্পিকের মঞ্চে। আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) থেকে ফ্রান্সে বিশেষ স্কলারশিপ পেয়েছেন আরিফ। সেই স্কলারশিপই মূলত ভাগ্য খুলে দেবে তাঁর।
গত মাসে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ৫০ মিটার ফ্রি-স্টাইলে ২৩.৩২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন নৌবাহিনীর আসিফ রেজা। যেখানে নিজেই ভেঙ্গেছেন নিজের রেকর্ড। সুযোগ থাকলে তাঁকেই টোকিও পাঠানোর ইচ্ছা ছিল সাঁতার ফেডারেশনের, ফিনার কারণে সেটা আর হচ্ছে না। ফিনার ইচ্ছাতেই দুই সোনিয়ার কপাল পুড়ছে বলে জানালেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। তিনি বলেন, ‘সাঁতার আর অ্যাথলেটিক্সের অলিম্পিক বাছাই কিন্তু আইওএর মাধ্যমে হয় না। আমাদের হাতে থাকলে আমরা আসিফকেই সুযোগ দিতাম।’
জিমন্যাস্ট সাইফ সিজারের পর দ্বিতীয় প্রবাসী বাংলাদেশি হিসেবে অলিম্পিকে অংশ নেবেন জুনাইনা। ২০১৯ সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন নয় সোনা। ২০১৭ সালে ১০টি।
বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে খেলবেন আর্চার রোমান সানা। বাকীরা খেলবেন ‘ওয়াইল্ড কার্ড’র মাধ্যমে। প্রথম প্রবাসী হিসেবে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন জিমন্যাস্ট সাইক সিজার।
বাংলাদেশ থেকে ওয়াইল্ড কার্ড পেতে আবেদন করেছে কারাতে, বক্সিং ও ভারত্তোলন। এই তিন ফেডারেশনের ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার সম্ভাবনা খুবই কম। শুটিং থেকে ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার সম্ভাবনা আছে শুটার আব্দুল্লা হেল বাকীর।

ঢাকা: দুবার বাংলাদেশে এসেছেন লন্ডন প্রবাসী জুবায়ের আহমেদের কন্যা জুনাইনা আহমেদ। প্রতিবারই লন্ডন ফিরেছেন গলা ভর্তি মেডেল নিয়ে। বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও। এবার সেই জুনাইনার পা পড়ছে টোকিও অলিম্পিকের মঞ্চেও।
সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসে সর্বোচ্চ আট সোনা জিতেছিলেন নারী সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। আরেক সাঁতারু সোনিয়া খাতুনের অর্জনও কম ছিল না, তাঁর গলায় ঝুলেছে সাত সোনা। তবে দুই সোনিয়াকে টপকে গেছেন জুনাইনা। ২০১৯ সালের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁকে ‘ওয়াইল্ড কার্ড’ দিয়েছে সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ফিনা।
বাংলাদেশকে অবশ্য আরও একটি ‘ওয়াইল্ড কার্ড’ দেওয়া হবে। তবে সেটি পাবেন আরিফুল ইসলাম অথবা জুয়েল আহমেদের মধ্যে যেকোনো একজন। বাংলাদেশের দুই সাঁতারুই খেলবেন ৫০ মিটার ফ্রি-স্টাইলে। জুয়েল এই ইভেন্টে না খেলায় আরিফুল এক প্রকার পা দিয়ে রেখেছেন অলিম্পিকের মঞ্চে। আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) থেকে ফ্রান্সে বিশেষ স্কলারশিপ পেয়েছেন আরিফ। সেই স্কলারশিপই মূলত ভাগ্য খুলে দেবে তাঁর।
গত মাসে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ৫০ মিটার ফ্রি-স্টাইলে ২৩.৩২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন নৌবাহিনীর আসিফ রেজা। যেখানে নিজেই ভেঙ্গেছেন নিজের রেকর্ড। সুযোগ থাকলে তাঁকেই টোকিও পাঠানোর ইচ্ছা ছিল সাঁতার ফেডারেশনের, ফিনার কারণে সেটা আর হচ্ছে না। ফিনার ইচ্ছাতেই দুই সোনিয়ার কপাল পুড়ছে বলে জানালেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। তিনি বলেন, ‘সাঁতার আর অ্যাথলেটিক্সের অলিম্পিক বাছাই কিন্তু আইওএর মাধ্যমে হয় না। আমাদের হাতে থাকলে আমরা আসিফকেই সুযোগ দিতাম।’
জিমন্যাস্ট সাইফ সিজারের পর দ্বিতীয় প্রবাসী বাংলাদেশি হিসেবে অলিম্পিকে অংশ নেবেন জুনাইনা। ২০১৯ সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন নয় সোনা। ২০১৭ সালে ১০টি।
বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে খেলবেন আর্চার রোমান সানা। বাকীরা খেলবেন ‘ওয়াইল্ড কার্ড’র মাধ্যমে। প্রথম প্রবাসী হিসেবে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন জিমন্যাস্ট সাইক সিজার।
বাংলাদেশ থেকে ওয়াইল্ড কার্ড পেতে আবেদন করেছে কারাতে, বক্সিং ও ভারত্তোলন। এই তিন ফেডারেশনের ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার সম্ভাবনা খুবই কম। শুটিং থেকে ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার সম্ভাবনা আছে শুটার আব্দুল্লা হেল বাকীর।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে