এশিয়া কাপ-ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে মাঠে নামার আগেই সোনা জয়ের সুভাস পাচ্ছে বাংলাদেশ। কেননা ফাইনাল মঞ্চে লড়াই করতে যাওয়া দুজনই বাংলাদেশি আর্চার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। আগামী শনিবার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবেন তাঁরা।
থাইল্যান্ডের ফুকেটে কোয়ালিফিকেশন রাউন্ডে খানিকটা হতাশ করলেও ফাইনালে যেতে খুব একটা বেগ পেতে হয়নি দিয়াকে। তবে তাঁর অন্য প্রতিদ্বন্দ্বী নাসরিনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ফাইনালে জায়গা করে নিতে হয়েছে।
কোয়াটার ও সেমির লড়াইয়ে ভারতের দুই আর্চারকে হারিয়েছেন দিয়া। কোয়াটারে ভারতের রিধিকে৬-৪ সেটে ও সেমিতে পুনিয়া তিশাকে ৭-৩ সেটে হারিয়ে ফাইনালে উঠেন অলিম্পিকে খেলে আসা দিয়া।
যদিও ফাইনালে উঠতে বেশ ঘাম ঝরাতে হয়েছিল নাসিরকে। কোয়ার্টার ফাইনালে ভারতীয় আর্চার হেমব্রম লক্ষ্মীর সঙ্গে প্রথম সেটে ৫-৫ ড্রয় হয়। পরে ১টি করে তীর ছুড়ে নাসরিন করেন ৯ এবং ভারতের হেমব্রম লক্ষ্মী করেন ৮। এতেই সেমি-ফাইনালে উন্নীত হন নাসরিন। তারপর মালয়েশিয়ার ফজি নুর আইন আয়ুনির সঙ্গে প্রথম সেটে ৫-৫ ড্র করেন। আবারও একটি তীর ছুঁড়ে ২ জনেরই স্কোর লাইন সমান ৯-৯। তবে নাসরিনের তীর ১০ এর নিকটবর্তী হওয়ায় ৬-৫ সেটে এই বাংলাদেশিকে ফাইনালিস্ট ঘোষণা করা হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৯ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে