খালেদ মাসুদ পাইলট

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান—প্রতিটি দলেরই সমান সম্ভাবনা। অন্য সব দলের চেয়ে ভারত বেশি এগিয়ে থাকবে। তবে মাঠের লড়াইয়ে কাগজ-কলমে এগিয়ে থাকাটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে কে কত ভালো পারফর্ম করছে। টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াই উন্মুক্ত, যেকোনো দল চ্যাম্পিয়ন হতে পারে।
বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অনেকটা কাছাকাছি র্যাঙ্কিংয়ের দল। এদের মধ্যে নাম্বারিং করলে ভারত ১০, পাকিস্তান ৯, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ৮। অনেকে মনে করছে, আরব আমিরাতে বোধ হয় বড় স্কোর নিয়মিত হবে। আমার মনে হয় না, আমিরাতের উইকেট কিছুটা ধীরগতির। বাংলাদেশের দুই ওপেনার পারভেজ ইমন আর জুনিয়র তামিম ভালো ছন্দে আছে। সাইফ হাসান রান করেছে সবশেষ সিরিজে। লিটন দাস ফর্মে আছে। টপ অর্ডার যদি ভালো কিছু করে, বাংলাদেশের বোলিং বিভাগে ভালো বৈচিত্র্য আছে, যেটা অন্য দলে নেই। এই ধরনের উইকেটে মোস্তাফিজ হবে ভয়ংকর বোলার। রিশাদ হোসেন যদি ভালো লেগ স্পিন করতে পারে। টপ অর্ডারের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ইমন, তামিম জুনিয়র যেমন মন খুলে খেলছে, আবার মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকির আলী অনিক মিড উইকেটে বেশি মারতে যায়। অফ স্টাম্পের বলও মিড উইকেট দিয়ে মারতে যায়। ভারতের হার্দিক পান্ডিয়াদের দেখেন অফ স্টাম্পের বল কাভারের ওপর দিয়ে মারছে। ওয়াইড ইয়র্কারের বল গালির ওপর দিয়ে মারছে। অনেক ইম্প্রোভাইজড শট খেলে। ৩৬০ ডিগ্রি শট খেলতে পারে ওরা। আমাদের মাঝের জায়গায় দুর্বলতা। ভারতের মতো ভালো দল আমাদের বিশ্লেষণ করে রেখেছে। ওরা বুঝতে পারে কোন দলের কী দুর্বলতা, কোথায় শক্তি। আমাদের ব্যাটারদের দুর্বলতা বুঝে তারা বল করবে। ১৪০ কিলোমিটার গতির অফ স্টাম্পের বল লেগে টানা খুব কঠিন। অনেক সময় অনেক খেলোয়াড় মানিয়ে নিতে পারবে, চাপ সামলে রান বের করে ফেলতে পারে। আশা করি বাংলাদেশ ভালো সময় কাটাবে।
সবচেয়ে ভালো বাংলাদেশের প্রথম ম্যাচটা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ (হংকং)। বড় টুর্নামেন্টে শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিততে পারলেই সুপার ফোরে উঠতে পারবে।
বাংলাদেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যন্ডসের বিপক্ষে সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে গেছে। যেকোনো জয় আত্মবিশ্বাসী করে দলকে। লিটন দারুণ ছন্দে আছে। তার ছন্দ কাজে লাগাতে পারাটা গুরুত্বপূর্ণ। লিটন ধারাবাহিক ছিল না। এক ম্যাচে ভালো করলে ৫ ম্যাচে রান করে না। তার যে ক্লাস, নেদারল্যান্ডসের বিপক্ষে পারফরম্যান্স কাউন্ট করি না। ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে পারফর্ম করলে বলতে হয় ওয়াও, দুর্দান্ত ক্রিকেটার। জায়গামতো খেলেছে। লিটন ওই ধরনের ক্রিকেটার কিন্তু ধারাবাহিকতা ভালো না। আশা করি সে তার ফর্ম ধরে রাখবে। এশিয়া কাপে ভালো করবে।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান—প্রতিটি দলেরই সমান সম্ভাবনা। অন্য সব দলের চেয়ে ভারত বেশি এগিয়ে থাকবে। তবে মাঠের লড়াইয়ে কাগজ-কলমে এগিয়ে থাকাটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে কে কত ভালো পারফর্ম করছে। টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াই উন্মুক্ত, যেকোনো দল চ্যাম্পিয়ন হতে পারে।
বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অনেকটা কাছাকাছি র্যাঙ্কিংয়ের দল। এদের মধ্যে নাম্বারিং করলে ভারত ১০, পাকিস্তান ৯, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ৮। অনেকে মনে করছে, আরব আমিরাতে বোধ হয় বড় স্কোর নিয়মিত হবে। আমার মনে হয় না, আমিরাতের উইকেট কিছুটা ধীরগতির। বাংলাদেশের দুই ওপেনার পারভেজ ইমন আর জুনিয়র তামিম ভালো ছন্দে আছে। সাইফ হাসান রান করেছে সবশেষ সিরিজে। লিটন দাস ফর্মে আছে। টপ অর্ডার যদি ভালো কিছু করে, বাংলাদেশের বোলিং বিভাগে ভালো বৈচিত্র্য আছে, যেটা অন্য দলে নেই। এই ধরনের উইকেটে মোস্তাফিজ হবে ভয়ংকর বোলার। রিশাদ হোসেন যদি ভালো লেগ স্পিন করতে পারে। টপ অর্ডারের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ইমন, তামিম জুনিয়র যেমন মন খুলে খেলছে, আবার মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকির আলী অনিক মিড উইকেটে বেশি মারতে যায়। অফ স্টাম্পের বলও মিড উইকেট দিয়ে মারতে যায়। ভারতের হার্দিক পান্ডিয়াদের দেখেন অফ স্টাম্পের বল কাভারের ওপর দিয়ে মারছে। ওয়াইড ইয়র্কারের বল গালির ওপর দিয়ে মারছে। অনেক ইম্প্রোভাইজড শট খেলে। ৩৬০ ডিগ্রি শট খেলতে পারে ওরা। আমাদের মাঝের জায়গায় দুর্বলতা। ভারতের মতো ভালো দল আমাদের বিশ্লেষণ করে রেখেছে। ওরা বুঝতে পারে কোন দলের কী দুর্বলতা, কোথায় শক্তি। আমাদের ব্যাটারদের দুর্বলতা বুঝে তারা বল করবে। ১৪০ কিলোমিটার গতির অফ স্টাম্পের বল লেগে টানা খুব কঠিন। অনেক সময় অনেক খেলোয়াড় মানিয়ে নিতে পারবে, চাপ সামলে রান বের করে ফেলতে পারে। আশা করি বাংলাদেশ ভালো সময় কাটাবে।
সবচেয়ে ভালো বাংলাদেশের প্রথম ম্যাচটা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ (হংকং)। বড় টুর্নামেন্টে শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিততে পারলেই সুপার ফোরে উঠতে পারবে।
বাংলাদেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যন্ডসের বিপক্ষে সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে গেছে। যেকোনো জয় আত্মবিশ্বাসী করে দলকে। লিটন দারুণ ছন্দে আছে। তার ছন্দ কাজে লাগাতে পারাটা গুরুত্বপূর্ণ। লিটন ধারাবাহিক ছিল না। এক ম্যাচে ভালো করলে ৫ ম্যাচে রান করে না। তার যে ক্লাস, নেদারল্যান্ডসের বিপক্ষে পারফরম্যান্স কাউন্ট করি না। ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে পারফর্ম করলে বলতে হয় ওয়াও, দুর্দান্ত ক্রিকেটার। জায়গামতো খেলেছে। লিটন ওই ধরনের ক্রিকেটার কিন্তু ধারাবাহিকতা ভালো না। আশা করি সে তার ফর্ম ধরে রাখবে। এশিয়া কাপে ভালো করবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে