
চোটের কারণে লিওনেল মেসি খেলবেন না এটা আগেই জানা ছিল। দলের অধিনায়ককে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে, সেটাই দেখার বিষয় ছিল। মেসিকে ছাড়া যুক্তরাষ্ট্রে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমে একক আধিপত্যই দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এল সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো। গোলের সংখ্যায় অবশ্য ম্যাচে আলবিসেলেস্তাদের প্রকৃত আধিপত্য ফুটে ওঠে। তবে সকালে প্রতিপক্ষের ২০ শতাংশের বিপরীতে ৮০ ভাগ বল ছিল আনহেল ডি মারিয়া-লাওতারো মার্তিনেজদের কাছে। শটেও যোজন যোজন পার্থক্য ছিল। মোট ২৪ শটের বিপরীতে এল সালভাদরের মাত্র ২টি। এর মধ্যে আর্জেন্টিনার ১৪ শটই গোলবারে ছিল।
শুরু থেকেই আক্রমণ করা আর্জেন্টিনা প্রথম সাফল্য পায় ১৬ মিনিটে। কর্নার কিক থেকে হেডে গোল করেন রক্ষণভাগের কর্তা রোমেরো। আর বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো। এর মাঝে অবশ্য গোল পেতে পারতেন দি মারিয়া। তবে ২৬ মিনিটে তাঁকে হতাশ করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্তিনেজ।
বিরতি পর অবশ্য লো সেলসোকে রুখতে পারেননি গোলরক্ষক মার্তিনেজ। ৫২ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস থেকে ৩-০ লিড এনে দেন লো সেলসো। গোলের আগে আক্রমণটি ছিল দারুণ এক দলীয় প্রদর্শনীর। ম্যাচের আগে-পরে আরও বেশ কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়েরা। এতে ৩-০ ব্যবধানের জয়েই মাঠ ছাড়তে হয় কোচ লিওনেল স্কালোনির দলকে।
আগামী ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এদিন লস অ্যাঞ্জেলেসে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা। সেদিনও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আকাশি-নীলদের।

চোটের কারণে লিওনেল মেসি খেলবেন না এটা আগেই জানা ছিল। দলের অধিনায়ককে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে, সেটাই দেখার বিষয় ছিল। মেসিকে ছাড়া যুক্তরাষ্ট্রে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমে একক আধিপত্যই দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এল সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো। গোলের সংখ্যায় অবশ্য ম্যাচে আলবিসেলেস্তাদের প্রকৃত আধিপত্য ফুটে ওঠে। তবে সকালে প্রতিপক্ষের ২০ শতাংশের বিপরীতে ৮০ ভাগ বল ছিল আনহেল ডি মারিয়া-লাওতারো মার্তিনেজদের কাছে। শটেও যোজন যোজন পার্থক্য ছিল। মোট ২৪ শটের বিপরীতে এল সালভাদরের মাত্র ২টি। এর মধ্যে আর্জেন্টিনার ১৪ শটই গোলবারে ছিল।
শুরু থেকেই আক্রমণ করা আর্জেন্টিনা প্রথম সাফল্য পায় ১৬ মিনিটে। কর্নার কিক থেকে হেডে গোল করেন রক্ষণভাগের কর্তা রোমেরো। আর বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো। এর মাঝে অবশ্য গোল পেতে পারতেন দি মারিয়া। তবে ২৬ মিনিটে তাঁকে হতাশ করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্তিনেজ।
বিরতি পর অবশ্য লো সেলসোকে রুখতে পারেননি গোলরক্ষক মার্তিনেজ। ৫২ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস থেকে ৩-০ লিড এনে দেন লো সেলসো। গোলের আগে আক্রমণটি ছিল দারুণ এক দলীয় প্রদর্শনীর। ম্যাচের আগে-পরে আরও বেশ কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়েরা। এতে ৩-০ ব্যবধানের জয়েই মাঠ ছাড়তে হয় কোচ লিওনেল স্কালোনির দলকে।
আগামী ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এদিন লস অ্যাঞ্জেলেসে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা। সেদিনও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আকাশি-নীলদের।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৮ ঘণ্টা আগে